ETV Bharat / state

ধনিয়াখালিতে মা ও ছেলেকে পিষে দিল দুধের গাড়ি - accident news '

দুর্ঘটনার পর গাড়িটিকে ধরে ফেলে এলাকার মানুষজন । চালককে বের করে বেধড়র মারধর করে তারা । পরে পুলিশ এসে চালককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ।

ছবি
ছবি
author img

By

Published : May 30, 2020, 8:48 AM IST

Updated : May 30, 2020, 8:55 AM IST

ধনিয়াখালি, 30 মে : বাড়ির সামনে বসেছিল মা ও ছেলে । পিষে দিল গাড়ি । ঘটনাস্থানেই মৃত্যু হয় মা কল্পনা বাউল দাস (60) ও ছেলে বাপন বাউল দাস (19) -এর । হুগলির ধনিয়াখালির ঘটনা ।

গতরাতে ধনিয়াখালির বেলমুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রান্সফরমারে ধাক্কা মারে দুধের গাড়ি । এগারো হাজার ভোল্টের ওই ট্রান্সফরমারে ধাক্কা মারতেই বিকট শব্দ হয়, অন্ধকার হয়ে যায় চারিদিক । বেরিয়ে আসে এলাকাবাসী । পরিস্থিতি বুঝে গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে চালক । গাড়ি ঘুরিয়ে পালাতে গিয়ে কল্পনা বাউল ও বাপন বাউলকে পিষে দেয় ।

এরপর এলাকাবাসী গাড়িটিকে ঘিরে ফেললে ফের অন্যদিক দিয়ে পালাতে যায় চালক । যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বোসো এলাকায় একটি গাছে ধাক্কা মারে । গাড়িটিকে ধরে ফেলে এলাকার মানুষজন । চালককে বের করে বেধড়র মারধর করতে থাকে তারা । বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মৃতদেহ দু'টি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে, গাড়ির চালককে আহত অবস্থায় ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়।

ধনিয়াখালি, 30 মে : বাড়ির সামনে বসেছিল মা ও ছেলে । পিষে দিল গাড়ি । ঘটনাস্থানেই মৃত্যু হয় মা কল্পনা বাউল দাস (60) ও ছেলে বাপন বাউল দাস (19) -এর । হুগলির ধনিয়াখালির ঘটনা ।

গতরাতে ধনিয়াখালির বেলমুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রান্সফরমারে ধাক্কা মারে দুধের গাড়ি । এগারো হাজার ভোল্টের ওই ট্রান্সফরমারে ধাক্কা মারতেই বিকট শব্দ হয়, অন্ধকার হয়ে যায় চারিদিক । বেরিয়ে আসে এলাকাবাসী । পরিস্থিতি বুঝে গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে চালক । গাড়ি ঘুরিয়ে পালাতে গিয়ে কল্পনা বাউল ও বাপন বাউলকে পিষে দেয় ।

এরপর এলাকাবাসী গাড়িটিকে ঘিরে ফেললে ফের অন্যদিক দিয়ে পালাতে যায় চালক । যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বোসো এলাকায় একটি গাছে ধাক্কা মারে । গাড়িটিকে ধরে ফেলে এলাকার মানুষজন । চালককে বের করে বেধড়র মারধর করতে থাকে তারা । বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মৃতদেহ দু'টি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে, গাড়ির চালককে আহত অবস্থায় ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়।

Last Updated : May 30, 2020, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.