ETV Bharat / state

ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পানশালা থেকে লুট লক্ষাধিক টাকা - পাণ্ডুয়া

গতকাল সন্ধ্যা 6 টা 40 মিনিট নাগাদ দশজন দুষ্কৃতী পানশালায় ঢুকে পরে । অভিযোগ, প্রথমে পানশালার কর্মীদের মারধর করে ৷ পরে ক্যাশ কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে ৷ তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে চম্পট দেয় ।

money looted from a bar at Pandua
পানশালা থেকে লুট লক্ষাধিক টাকা
author img

By

Published : Jan 25, 2020, 5:45 AM IST

Updated : Jan 25, 2020, 11:56 PM IST

পাণ্ডুয়া, 25 জানুয়ারি : ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি । একটি পানশালার ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা । হুগলির পান্ডুয়ার রামেশ্বরপুর বাজারের ঘটনা ।

গতকাল সন্ধ্যা 6 টা 40 মিনিট নাগাদ দশজন দুষ্কৃতী ওই পানশালায় ঢুকে পরে । সবার কাছেই আগ্নেয়াস্ত্র ছিল । কয়েকজনের মুখ ঢাকা ছিল ৷ বাকিদের মুখ খোলা ছিল । অভিযোগ, প্রথমে পানশালার কর্মীদের মারধর করে ৷ পরে ক্যাশ কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে ৷ তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে চম্পট দেয় । পানশালার এক কর্মী সঞ্জিত ঘোষ বলেন, "কয়েকজন লোক এসে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় । পানশালায় থাকা এক গ্রাহকে মারধর করে । তাদের কাছে বন্দুক ছিল ।" জানান, দুষ্কৃতীরা কেউ কোনও গাড়ি নিয়ে আসেনি । টাকা লুট করে রাস্তা পার করে মাঠ ধরে চলে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ ৷ পানশালার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দেখুন CCTV ফুটেজ

অন্যদিকে এ বিষয়ে এলাকার নৈশ প্রতিরোধ বাহিনীর সম্পাদক জয়ন্ত ঘোষ জানান, বাজারে রাত পাহারার ব্যবস্থা রয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও পান্ডুয়া থানা এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে ৷

পাণ্ডুয়া, 25 জানুয়ারি : ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি । একটি পানশালার ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা । হুগলির পান্ডুয়ার রামেশ্বরপুর বাজারের ঘটনা ।

গতকাল সন্ধ্যা 6 টা 40 মিনিট নাগাদ দশজন দুষ্কৃতী ওই পানশালায় ঢুকে পরে । সবার কাছেই আগ্নেয়াস্ত্র ছিল । কয়েকজনের মুখ ঢাকা ছিল ৷ বাকিদের মুখ খোলা ছিল । অভিযোগ, প্রথমে পানশালার কর্মীদের মারধর করে ৷ পরে ক্যাশ কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে ৷ তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে চম্পট দেয় । পানশালার এক কর্মী সঞ্জিত ঘোষ বলেন, "কয়েকজন লোক এসে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় । পানশালায় থাকা এক গ্রাহকে মারধর করে । তাদের কাছে বন্দুক ছিল ।" জানান, দুষ্কৃতীরা কেউ কোনও গাড়ি নিয়ে আসেনি । টাকা লুট করে রাস্তা পার করে মাঠ ধরে চলে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাণ্ডুয়া থানার পুলিশ ৷ পানশালার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দেখুন CCTV ফুটেজ

অন্যদিকে এ বিষয়ে এলাকার নৈশ প্রতিরোধ বাহিনীর সম্পাদক জয়ন্ত ঘোষ জানান, বাজারে রাত পাহারার ব্যবস্থা রয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও পান্ডুয়া থানা এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে ৷

Intro:হুগলির পাণ্ডুয়ায় ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি হল ।একটি পানশালার ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেল দুষ্কৃতিরা।ঘটনাটি পান্ডুয়ার রামেশ্বরপুর বাজারের।এদিন সন্ধ্যা প্রায় ৬:৪০ নাগাদ হঠাৎ জনা দ'শেক দুষ্কৃতি ওই পানশালায় ঢুকে পরে।সকলের কাছে অস্ত্র ছিল।কয়েকজন দুষ্কৃতির মুখ ঢাকা ছিল,এবং বাকিদের মুখ খোলা।প্রথমে পানশালার কর্মীদের মারধর করে এবং গালিগালাজ করে।ক্যাশ কাউন্টারে বসা ম্যানেজার কে মারধর করে দুষ্কৃতিরা।তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে ক্যাশ বক্সে থাকা টাকা লুট করে।প্রায় লক্ষাধিক টাকা ছিল বলে অনুমান।ঘটনাস্থানে পাণ্ডুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।পানশালার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।পানশালার এক কর্মী সঞ্জিত ঘোষ বলেন হঠাৎই কিছু লোক জন এসে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়।পানশালায় থাকা এক গ্রাহক কেও মারধর করে।তাদের কাছে বন্দুক,ভজালি,বোমা ছিল। মগড়া গুরাপ ২৩ নম্বর রোডের ধারে রামেশ্বপুর বাজারের কাছে নির্জন এলাকায় এই পানশালা রয়েছে।তবে দুষ্কৃতিরা কেউ কোন গাড়ি নিয়ে আসেনি।তারা লুটের পর রাস্তা পার করে মাঠ ধরে চলে যায়।ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রামেশ্বরপুর এলাকায়।
নৈশ প্রতিরোধ বাহিনীর সম্পাদক জয়ন্ত ঘোষের দাবি বাজারে রাত পাহারার ব্যবস্থা থাকলেও পান্ডুয়া থানা এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে।পুলিশকে খবর দিলে আসে।কিন্তু কোন মতেই যেন এই চুরির কিনারা হোক।মানুষ শান্তিতে বসবাস করতে পারে।Body:WB_HGL_PANDUA BAR DACOIT_7203418Conclusion:
Last Updated : Jan 25, 2020, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.