পোলবা, 24 অগাস্ট : সুগন্ধার গোটু বাজারে একটি সোনার দোকানে 36টি তালা ভেঙে লুটপাট চালাল দুষ্কৃতীরা । গতরাত সাড়ে আটটায় দোকান বন্ধ করে বাড়ি যান স্বর্ণ ব্যবসায়ী প্রফুল্ল মজুমদার । আজ সকালে এসে দেখেন সবক'টি তালা ভাঙা ।
লকার ভেঙে সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা । দোকানের মালিক জানিয়েছেন, বিয়েবাড়ির অর্ডার থাকায় দোকানে অনেক সোনা ছিল । কিছু রুপোর গয়না ছাড়া 40 লাখ টাকার সোনার গয়না লুট হয়েছে বলে জানান তিনি । যাওয়ার সময় CCTV-র হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । তদন্ত শুরু করেছে পোলবা থানার পুলিশ ।
প্রফুল্ল মজুমদার বলেন, “সকালে এসে দেখি এতগুলি গেট ও তালা ভাঙা । সোনা-রুপো মিলিয়ে 40 লাখ টাকার গয়না লুট হয়েছে । 800 গ্রাম সোনা ও রুপো ছিল । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লকার ভেঙে নিয়ে যায় দুষ্কৃতীরা । বিদ্যুৎ না থাকায় CCTV-ও সব বন্ধ হয়ে যায় ।”