উত্তরপাড়া, 15 অক্টোবর : নবমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন মা-মেয়ে ৷ অভিযোগ, বেশ কয়েকজন মদ্যপ যুবক-যুবতী তাঁদের গালিগালাজ করছিল । ঘটনাটি উত্তরপাড়ার পাতকুয়াতলা এলাকায় । অভিযুক্তদের আটক করেছে পুলিশ ৷
গতকাল রাতে মাধুরী সিং তাঁর মেয়ে জ্যোতি সিং মাইতিকে নিয়ে স্বামীর সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন । রাস্তায় সে সময় তিন যুবতী ও তাদের তিন পুরুষ সঙ্গী মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল । কেন বাড়ির সামনে দাঁড়িয়ে তারা গালিগালাজ করছে তা জিজ্ঞাসা করায় মেয়ে জ্যোতিকে মারধর শুরু করে, আঁচড়ে-খিমচেও দেয় এক যুবতী । অভিযোগ, মাধুরীকে মাথায় জলের বোতল দিয়ে মারে ৷ পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায় ৷ চিৎকার-চেঁচামেচিতে এলাকার বাসিন্দারা জড়ো হন ৷ ফোন করলে পুলিশও হাজির হয় । পুলিশকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা । উত্তরপাড়া থানার পুলিশ যুবতী এবং তাদের তিন সঙ্গীকে আটক করেছে ।
মাধুরী সিং বলেন, "ঠাকুর দেখে বাড়ি ফিরছি, তখন দেখি ওরা মাতলামি করছে । আমার স্বামী ওদের বারন করে ৷ হঠাৎই মেয়ের উপর চড়াও হয় তারা ৷ ওর মঙ্গলসূত্র ছিঁড়ে দেয়, আঁচড়ে-খিমচে মারধর করে । আমাকেও বোতল দিয়ে মারে ।"
জ্যোতি বলেন, "ওদের গায়ে কেউ হাত দিয়েছিল বলে নাকি চিৎকার করে গালাগালি দিচ্ছিল ওরা । প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল । হঠাৎই যুবতীরা আমার উপর চড়াও হয় প্রথম । অহেতুক আমাদের মারধর করে ৷ তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে ।"
আরও পড়ুন : Pickpockets in Puja Pandals : শহরে পুজোর ভিড়ে ঘাপটি মেরে কেপমারের দল, বিশেষ নজরদারি লালবাজারের