হরিপাল, 3 জুলাই : নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । হুগলির হরিপালের বমুনজোলা এলাকার ঘটনা । নাবালিকাকে উদ্ধার করে প্রথমে হরিপালের গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় পরে চুঁচুড়া সদর হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে ৷ হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার মা ।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে কোনও শৌচালয় নেই । তাই বৃহস্পতিবার রাত 8টা নাগাদ বাড়ির বাইরে শৌচকর্ম করতে বের হয় ওই নাবালিকা । এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়ে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা । কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় । রাতেই স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে । সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে ও পরে চুঁচুড়া সদর হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে ৷ ঘটনায় হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা নাজিমা খাতুন ।
তার মায়ের অভিযোগ, প্রতিবেশী যুবক ও তার সঙ্গীরা নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে প্রতিবেশীরাও ।