ETV Bharat / state

রাজ্যে মন্ত্রী সুরক্ষিত নন, সাধারণ মানুষ কী করবেন; কটাক্ষ অমিত মালব্য়র - জাকির হোসেন

জাকির হোসেনের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন । রিমোট দিয়ে ব্লাস্ট করানো হয়েছে বলেও দাবি করেন তিনি । এই বিষয়ে অমিত মালব্য জানিয়ে দেন এই ঘটনার জন্য কিছুটা হলেও দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ, রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রীর ।

অমিত মালব্য
অমিত মালব্য
author img

By

Published : Feb 19, 2021, 1:32 PM IST

নিমতিতা, 19 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার পিছনে রেল ও বিজেপির দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী । এবার তার জবাব দিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য । বৃহস্পতিবার বিকালে ডানলপে প্রধানমন্ত্রীর সভাস্থান পরিদর্শনে এসে তিনি বলেন, "বিজেপির 130 জন কর্মীর মৃত্যু হয়েছে । এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং তৃণমূল । রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যেোপাধ্যায়ের । এর জবাব বাংলার মানুষ নির্বাচনের সময় দিয়ে দেবে । "

তিনি আরও বলেন, "এটা প্রথম ঘটনা নয় । আমাদের নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতাদের উপর হামলা হচ্ছে । এটা সামান্য ঘটনামাত্র । হামলা কোথায় হচ্ছে বড় কথা নয় । কেন হচ্ছে সেটা বলতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে বসে আছেন ? এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানকার মন্ত্রীও সুরক্ষিত নন। মন্ত্রী যদি সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষ কী করবেন । এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী । ওঁর উচিত এনআইএকে ডেকে তদন্ত করা । "উল্লেখ্য, জাকির হোসেনের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন । রিমোট দিয়ে ব্লাস্ট করানো হয়েছে বলেও দাবি করেন তিনি ।

আরও পড়ুন, নিমতিতা স্টেশনে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহে ফরেন্সিক দল

বিজেপির সহ পর্যবেক্ষক বলেন, "10 বছর ধরে কী করছেন মুখ্যমন্ত্রী ? এর মধ্যে অনেক কারখানা আগেই বন্ধ হয়ে গিয়েছে । নতুন কোনও শিল্প আসেনি । যুবকদের কোনও রোজগার নেই । বিজেপি সরকার এলে সব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি । "

নিমতিতা, 19 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার পিছনে রেল ও বিজেপির দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী । এবার তার জবাব দিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য । বৃহস্পতিবার বিকালে ডানলপে প্রধানমন্ত্রীর সভাস্থান পরিদর্শনে এসে তিনি বলেন, "বিজেপির 130 জন কর্মীর মৃত্যু হয়েছে । এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী এবং তৃণমূল । রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যেোপাধ্যায়ের । এর জবাব বাংলার মানুষ নির্বাচনের সময় দিয়ে দেবে । "

তিনি আরও বলেন, "এটা প্রথম ঘটনা নয় । আমাদের নেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতাদের উপর হামলা হচ্ছে । এটা সামান্য ঘটনামাত্র । হামলা কোথায় হচ্ছে বড় কথা নয় । কেন হচ্ছে সেটা বলতে হবে । মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে বসে আছেন ? এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানকার মন্ত্রীও সুরক্ষিত নন। মন্ত্রী যদি সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষ কী করবেন । এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী । ওঁর উচিত এনআইএকে ডেকে তদন্ত করা । "উল্লেখ্য, জাকির হোসেনের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন । রিমোট দিয়ে ব্লাস্ট করানো হয়েছে বলেও দাবি করেন তিনি ।

আরও পড়ুন, নিমতিতা স্টেশনে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহে ফরেন্সিক দল

বিজেপির সহ পর্যবেক্ষক বলেন, "10 বছর ধরে কী করছেন মুখ্যমন্ত্রী ? এর মধ্যে অনেক কারখানা আগেই বন্ধ হয়ে গিয়েছে । নতুন কোনও শিল্প আসেনি । যুবকদের কোনও রোজগার নেই । বিজেপি সরকার এলে সব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.