ETV Bharat / state

সকালে টিকিট কেটে সন্ধেয় কোটিপতি রাজমিস্ত্রি

author img

By

Published : Dec 26, 2020, 7:59 AM IST

Updated : Dec 26, 2020, 2:32 PM IST

বৃহস্পতিবার সকালে 150 টাকার লটারি কাটেন উত্তম মাইতি । আর তাতেই জেতেন এক কোটি টাকার প্রথম পুরস্কার ।

কোটিপতি রাজমিস্ত্রি
কোটিপতি রাজমিস্ত্রি

আরামবাগ, 26 ডিসেম্বর : বড়দিনে এর থেকে ভালো আর কী উপহার হতে পারে । লকডাউনে কষ্টে কাটানো সময় ভুলিয়ে দিল একটা টিকিট । ভাগ্য সুপ্রসন্ন হল রাজমিস্ত্রি পরিবারের । লটারিতে ঘরে এল এক কোটি টাকা।

লটারি কাটার নেশাটা ছিল বহুদিনের । কিন্তু রাতারাতি কোটিপতি হবেন, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম মাইতি । উত্তমবাবু পেশায় রাজমিস্ত্রি । 2 ছেলে, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে সংসার । স্বামীর সঙ্গে সংসারের হাল ধরতে স্ত্রী কৃষ্ণাদেবীও বাড়িতে সেলাইয়ের কাজ করেন । দুই ছেলে পড়াশোনা শেষ করে বর্তমানে অন্যের দোকানে কাজ করছেন । লকডাউনে তাঁদের কষ্টে সংসার কেটেছে । এরই মধ্যে বৃহস্পতিবার সকালে 150 টাকার 25 সেম নাগাল্যান্ড সরকারের লটারি কাটেন উত্তমবাবু । আর তাতেই মেলে প্রথম পুরস্কার এক কোটি টাকা । সন্ধেয় লটারির দোকান থেকেই ফোন করে জানানো হয় তাঁর পুরস্কার পাওয়ার কথা ।

লটারি জিতে খুুশি উত্তমবাবু ও তাঁর স্ত্রীর বক্তব্য

কোটিপতি হয়ে আনন্দিত উত্তমবাবু জানান, রোজ 250 থেকে 300 টাকার টিকিট কাটেন তিনি । এর আগে কয়েকবার চল্লিশ হাজারের মতো পুরস্কার পেয়েছেন বলে জানান তিনি । স্বামী পুরস্কার জেতায় স্বাভাবিকভাবে খুশি কৃষ্ণাদেবী ।

আরামবাগ, 26 ডিসেম্বর : বড়দিনে এর থেকে ভালো আর কী উপহার হতে পারে । লকডাউনে কষ্টে কাটানো সময় ভুলিয়ে দিল একটা টিকিট । ভাগ্য সুপ্রসন্ন হল রাজমিস্ত্রি পরিবারের । লটারিতে ঘরে এল এক কোটি টাকা।

লটারি কাটার নেশাটা ছিল বহুদিনের । কিন্তু রাতারাতি কোটিপতি হবেন, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম মাইতি । উত্তমবাবু পেশায় রাজমিস্ত্রি । 2 ছেলে, স্ত্রী ও বৃদ্ধা মাকে নিয়ে সংসার । স্বামীর সঙ্গে সংসারের হাল ধরতে স্ত্রী কৃষ্ণাদেবীও বাড়িতে সেলাইয়ের কাজ করেন । দুই ছেলে পড়াশোনা শেষ করে বর্তমানে অন্যের দোকানে কাজ করছেন । লকডাউনে তাঁদের কষ্টে সংসার কেটেছে । এরই মধ্যে বৃহস্পতিবার সকালে 150 টাকার 25 সেম নাগাল্যান্ড সরকারের লটারি কাটেন উত্তমবাবু । আর তাতেই মেলে প্রথম পুরস্কার এক কোটি টাকা । সন্ধেয় লটারির দোকান থেকেই ফোন করে জানানো হয় তাঁর পুরস্কার পাওয়ার কথা ।

লটারি জিতে খুুশি উত্তমবাবু ও তাঁর স্ত্রীর বক্তব্য

কোটিপতি হয়ে আনন্দিত উত্তমবাবু জানান, রোজ 250 থেকে 300 টাকার টিকিট কাটেন তিনি । এর আগে কয়েকবার চল্লিশ হাজারের মতো পুরস্কার পেয়েছেন বলে জানান তিনি । স্বামী পুরস্কার জেতায় স্বাভাবিকভাবে খুশি কৃষ্ণাদেবী ।

Last Updated : Dec 26, 2020, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.