ETV Bharat / state

Man Arrest for Cheating Case : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিয়ে ভেস্তে জেলে পাঠালেন প্রেমিকা - Man Arrest for Cheating A lady in Relationship in Hooghly

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাস এবং তার পর অন্যত্র বিয়ের চেষ্টা (Man Arrest for Cheating A lady in Relationship in Hooghly) ৷ এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শ্রীরামপুর মহিলা থানার পুলিশ ৷ যদিও, তাঁকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে পরিবারের লোকজন ৷

man-arrest-for-cheating-a-lady-in-relationship-in-hooghly
man-arrest-for-cheating-a-lady-in-relationship-in-hooghly
author img

By

Published : Feb 21, 2022, 2:27 PM IST

শেওড়াফুলি (হুগলি), 21 ফেব্রুয়ারি : দীর্ঘ 22 বছরের সম্পর্ক এবং সহবাসের পর মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (Man Arrest for Cheating A lady in Relationship in Hooghly) ৷ হুগলির শেওড়াফুলির রাজাবাগানের ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ শৌভিক চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি অন্যত্র বিয়ে করছিলেন ৷ এর পরেই প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা ৷

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, গত 22 বছর ধরে শেওড়াফুলির রাজাবাগানের বাসিন্দা শৌভিক চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি ৷ তাঁরা একই এলাকার বাসিন্দা ৷ এমনকি মাঝে কয়েকদিনের জন্য তারাপীঠ থেকে ঘুরে এসেছিলেন তাঁরা ৷ সেখানেই শৌভিক তাঁকে সিঁদুর পরিয়ে দেন বলে অভিযোগ করেছেন মহিলার পরিবার ৷ কিন্তু, রবিবার সকালে শৌভিক চট্টোপাধ্যায়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব আসে ৷ তখন তাঁরা বুঝতে পারেন যে, শৌভিক অন্যত্র বিয়ে করছেন ৷

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিয়ে ভেস্তে জেলে পাঠালেন প্রেমিকা

আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বাড়ির সামনে ধরনা

তৎক্ষণাত তিনি শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান ৷ সেখানে তাঁর থেকে সব শুনে শ্রীরামপুর মহিলা থানায় পাঠানো হয় ৷ মহিলা থানায় শৌভিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করা হয় ৷ এর পর মহিলা থানার পুলিশ শৌভিককে গ্রেফতার করে ৷ প্রতারিত ওই মহিলা অভিযোগ করেছেন, করোনার সময় শৌভিক তাঁকে আয়া সাজিয়ে বাড়িতে নিয়ে যায় ৷ সেখানে সেবা শুশ্রূষার নামে একাধিকবার তাঁরা ঘনিষ্ঠ হন বলে পুলিশকে জানিয়েছেন মহিলা ৷

যদিও সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত শৌভিকের দাদা কৌশিক চট্টোপাধ্যায় ৷ চার মাস আগে তাঁদের বাড়িতে অভিযোগকারী আয়ার কাজ করতেন বলে স্বীকার করেছেন তিনি ৷ কিন্তু, তাঁদের মধ্যে সম্পর্ক থাকলে, তা জানানো হয়নি কেন ? সেই প্রশ্ন তুলেছেন শৌভিকের দাদা ৷ পাশাপাশি, অভিযোগকারীর এর আগে দু’বার বিয়ে হয়েছে বলেও পাল্টা অভিযোগ করেছেন কৌশিক চট্টোপাধ্যায় ৷

শেওড়াফুলি (হুগলি), 21 ফেব্রুয়ারি : দীর্ঘ 22 বছরের সম্পর্ক এবং সহবাসের পর মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে (Man Arrest for Cheating A lady in Relationship in Hooghly) ৷ হুগলির শেওড়াফুলির রাজাবাগানের ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযোগ শৌভিক চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি অন্যত্র বিয়ে করছিলেন ৷ এর পরেই প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা ৷

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, গত 22 বছর ধরে শেওড়াফুলির রাজাবাগানের বাসিন্দা শৌভিক চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি ৷ তাঁরা একই এলাকার বাসিন্দা ৷ এমনকি মাঝে কয়েকদিনের জন্য তারাপীঠ থেকে ঘুরে এসেছিলেন তাঁরা ৷ সেখানেই শৌভিক তাঁকে সিঁদুর পরিয়ে দেন বলে অভিযোগ করেছেন মহিলার পরিবার ৷ কিন্তু, রবিবার সকালে শৌভিক চট্টোপাধ্যায়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব আসে ৷ তখন তাঁরা বুঝতে পারেন যে, শৌভিক অন্যত্র বিয়ে করছেন ৷

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিয়ে ভেস্তে জেলে পাঠালেন প্রেমিকা

আরও পড়ুন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বাড়ির সামনে ধরনা

তৎক্ষণাত তিনি শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান ৷ সেখানে তাঁর থেকে সব শুনে শ্রীরামপুর মহিলা থানায় পাঠানো হয় ৷ মহিলা থানায় শৌভিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করা হয় ৷ এর পর মহিলা থানার পুলিশ শৌভিককে গ্রেফতার করে ৷ প্রতারিত ওই মহিলা অভিযোগ করেছেন, করোনার সময় শৌভিক তাঁকে আয়া সাজিয়ে বাড়িতে নিয়ে যায় ৷ সেখানে সেবা শুশ্রূষার নামে একাধিকবার তাঁরা ঘনিষ্ঠ হন বলে পুলিশকে জানিয়েছেন মহিলা ৷

যদিও সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত শৌভিকের দাদা কৌশিক চট্টোপাধ্যায় ৷ চার মাস আগে তাঁদের বাড়িতে অভিযোগকারী আয়ার কাজ করতেন বলে স্বীকার করেছেন তিনি ৷ কিন্তু, তাঁদের মধ্যে সম্পর্ক থাকলে, তা জানানো হয়নি কেন ? সেই প্রশ্ন তুলেছেন শৌভিকের দাদা ৷ পাশাপাশি, অভিযোগকারীর এর আগে দু’বার বিয়ে হয়েছে বলেও পাল্টা অভিযোগ করেছেন কৌশিক চট্টোপাধ্যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.