ETV Bharat / state

কেন্দ্র সরকার সরাসরি মানুষকে টাকা দিলে দিদিমণির খুব অসুবিধা, কটাক্ষ অর্জুনের

author img

By

Published : Sep 30, 2020, 7:25 PM IST

গতকাল কৃষি বিলের সমর্থনে পথসভা করে BJP এই নেতা । এদিন বলাগড়ের কোরলা থেকে নাটাগড়ের বাসস্ট্যান্ড পর্যন্ত পদ যাত্রা করে BJP সমর্থকরা । সংবাদ মাধ্যমে সাংসদ অর্জুন সিং জানান, কেন্দ্র সরকার সরাসরি মানুষকে টাকা দিলে দিদিমণির খুব অসুবিধা । চুরি করতে পারেন না ।

hooghly news
hooghly news

বলাগড়, 30 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেন্দ্র সরাসরি টাকা দিলেই ভালো । সরাসরি মানুষের কাছে গেলে ওনার খুব অসুবিধা । কারণ তখন উনি টাকা মারতে পারেন না। টাকা চুরি করতে পারেন না । এভাবে কটাক্ষ করেন সাংসদ অর্জুন সিং ।

তিনি আরও বলেন, BJP কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়ার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের সাথে মিটিং করে যাচ্ছেন । উনি এখানে শাসন চালাচ্ছেন না, উনি এখানে হিটলারের শাসন চালাচ্ছেন । গতকাল কৃষি বিলের সমর্থনে পথসভা করে BJP এই নেতা । এদিন বলাগড়ের কোরলা থেকে নাটাগড়ের বাসস্ট্যান্ড পর্যন্ত পদ যাত্রা করে BJP সমর্থকরা । সংবাদ মাধ্যমে সাংসদ অর্জুন সিং জানান, বিরোধীপক্ষরা কৃষিবিলের অপপ্রচার চালাচ্ছে কৃষকদের বোঝাতেই এই পথসভা । প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্কের খাতায় সরাসরি বীজ কেনার টাকা দেন । মুখ্যমন্ত্রীর এতেই সমস্যা । টাকা মারতে পারছেন না ।

ক্লাবগুলোকে টাকা দেওয়া প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, সরকারের টাকা না দিয়ে তাঁদের কয়লা চুরি লোহা চুরি থেকে টাকা দিলে ভালো হয় । ক্লাবগুলোকে টাকা দিয়েছেন ওনার রাজনীতি করার জন্য। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে 50 হাজার টাকা দিচ্ছেন ভালো । আরও বেশি করে দিন । ক্লাবগুলো যদি টাকা না পায় সে টাকা ভাইপো নিয়ে যাবে । তার থেকে ভালো কিছু ক্লাবের লোকেরা পাবে । কিছু জায়গায় পুজোটা হয়ে যাবে । মূল্যবৃদ্ধির বিষয়ে দিদিমণির সময় নেই । দিদিমণির সময় শুধু আছে কত তৃণমূলের কর্মী BJP-তে চলে যাচ্ছে তাঁদের শুধু আটকে রাখা ।

বলাগড়, 30 সেপ্টেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কেন্দ্র সরাসরি টাকা দিলেই ভালো । সরাসরি মানুষের কাছে গেলে ওনার খুব অসুবিধা । কারণ তখন উনি টাকা মারতে পারেন না। টাকা চুরি করতে পারেন না । এভাবে কটাক্ষ করেন সাংসদ অর্জুন সিং ।

তিনি আরও বলেন, BJP কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়ার জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের সাথে মিটিং করে যাচ্ছেন । উনি এখানে শাসন চালাচ্ছেন না, উনি এখানে হিটলারের শাসন চালাচ্ছেন । গতকাল কৃষি বিলের সমর্থনে পথসভা করে BJP এই নেতা । এদিন বলাগড়ের কোরলা থেকে নাটাগড়ের বাসস্ট্যান্ড পর্যন্ত পদ যাত্রা করে BJP সমর্থকরা । সংবাদ মাধ্যমে সাংসদ অর্জুন সিং জানান, বিরোধীপক্ষরা কৃষিবিলের অপপ্রচার চালাচ্ছে কৃষকদের বোঝাতেই এই পথসভা । প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাঙ্কের খাতায় সরাসরি বীজ কেনার টাকা দেন । মুখ্যমন্ত্রীর এতেই সমস্যা । টাকা মারতে পারছেন না ।

ক্লাবগুলোকে টাকা দেওয়া প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, সরকারের টাকা না দিয়ে তাঁদের কয়লা চুরি লোহা চুরি থেকে টাকা দিলে ভালো হয় । ক্লাবগুলোকে টাকা দিয়েছেন ওনার রাজনীতি করার জন্য। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে 50 হাজার টাকা দিচ্ছেন ভালো । আরও বেশি করে দিন । ক্লাবগুলো যদি টাকা না পায় সে টাকা ভাইপো নিয়ে যাবে । তার থেকে ভালো কিছু ক্লাবের লোকেরা পাবে । কিছু জায়গায় পুজোটা হয়ে যাবে । মূল্যবৃদ্ধির বিষয়ে দিদিমণির সময় নেই । দিদিমণির সময় শুধু আছে কত তৃণমূলের কর্মী BJP-তে চলে যাচ্ছে তাঁদের শুধু আটকে রাখা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.