ETV Bharat / state

"আদিবাসীদের জন্য কিছুই করেননি" অসীমা পাত্রকে কটাক্ষ লকেটের - tmc

"ধনেখালিতে সন্ত্রাসের প্রতিবাদ হবে।" নাম না করে অসীমা পাত্রকে হুঁশিয়ারি দিলেন হুগলি লোকসসাভার BJP প্রার্থী লকেট চ্যাটার্জি।

লকেট চ্যাটার্জি
author img

By

Published : Apr 6, 2019, 11:16 PM IST

ধনেখালি, 6 এপ্রিল : "নিজেদের দলের মধ্যে কেউ তাঁকে দেখতেই পারেন না। তিনি আবার নিজেকে বিশাল নেত্রী ভাবেন। চার-পাঁচতলা বাড়ি করেছেন। অথচ আদিবাসীদের জন্য কিছুই করেননি। আমি ভোটে জেতার পর কথা দিচ্ছি এই সব লোকদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।" নাম না করে অসীমা পাত্রকে কটাক্ষ করে আজ একথা বলেন হুগলি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী লকেট চ্যাটার্জি।

ভিডিয়োয় শুনুন লকেট চ্যাটার্জির বক্তব্য

আজ হুগলির ধনেখালিতে বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে প্রচার সারেন লকেট। ধনেখালির মদনমোহনতলায় মিছিল শেষ করেন তিনি। সেখানে লকেট ভাষণে বলেন, "এতদিন ধরে ধনেখালিতে যাদের নেতৃত্বে সন্ত্রাস চলছে, কথা দিচ্ছি এই লোকসভায় জেতার পর তারা আর এখানে সন্ত্রাস চালাতে পারবে না। তাদের এই ধনেখালি থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "যারা ভারতে থেকে পাকিস্তানের কথা বলে, তাদের এখানে থাকার কোনও অধিকার নেই। তাদের পাকিস্তানে যাওয়া উচিৎ। তাদের একটিও ভোট দেওয়া উচিৎ নয়।"

এরপর পঞ্চায়েত ভোটে প্রসঙ্গে লকেট বলেন, " পঞ্চায়েত ভোটে যারা সন্ত্রাস করেছে তাদের দেশের মানুষ দেখেছে। ধনেখালিতে যারা সন্ত্রাস চালিয়েছে তাদের সবার উপর প্রতিশোধ নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। মনে রাখবেন। এখানে আমি এসেছি যখন শেষ করেই বের হব। কেউ ছাড় পাবেন না।"

Intro:Body:তৃণমূল করে বলে বেল পেয়ে গেল আর আমাদের ছেলেদের মিথ্যা কেস দিয়ে বাইশ দিন পঁচিশ দিন জেলে ঢুকিয়ে রাখা হয় ইয়ার্কি পেয়ে গেছে নাকি এর জন্য বিক্ষোভ আন্দোলন হবে বললেন লকেট চ্যাটার্জি।

গতকাল ব্রিগেডে যাওয়ার পথে হাওড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হুগলীর পোলবা থানার সোনাটিগরি গ্রামের বিজেপি কর্মী সুজিত দাস।আজ বিকালে চারটে নাগাদ তাঁর পরিবারের সাথে দেখা করতে যান হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি পার্থী লকেট চ্যাটার্জী।সুজিত দাসের স্ত্রী রিনা ঘোষ ও নয় বছরের ছেলে স্বাগত ঘোষ সহ পরিবারের সকলের সাথে কথা বলেন।
পরিবারের পাশে দাঁড়িয়ে লকেট বলেন বাংলায় বিজেপির উত্থান কর্মীদের হাত ধরে।সুজিত ঘোষ এই এলকায় একজন ভালো পরিচিত কর্মী।ওনার স্ত্রী কে বলেছি আমরা ওনার পাশে আছি এবং আগামী দিনে কিছু একটা করে দেওয়ার চেষ্টা করবো।বাচ্ছা টিকে মানুষ করতে মাকে সাবলম্বী হতে হবে তাই মা কে আগে সাবলম্বী করতে হবে।
চুঁচুড়ায় মগরা পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে থেকে উদ্ধার ৩টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ৩ টে ম্যাগাজিন পাওয়া যায় সেই প্রসঙ্গে বলে ওরা বোমা নিয়ে অস্ত্র নিয়ে ভোটের জন্য প্রস্তুত হয়ে আছে এবং বোমাবাজি করে বিস্ফোরক দিয়ে ভোট করতে চাইছে।এ জিনিস করা যাবে না।এই জিনিসের আমরা প্রতিবাদ জানাই।এটা নিয়ে আমাদের আন্দোলন হবে।এবং এত টাকা তাদের কাছ থেকে উদ্ধর হয়েছে সিবিআই সারাদিন তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছর।এ জিনিস চাপা থাকে না মানুষ জানুক তৃণমূলের লোকেরা শুধু মাত্র নিজেদের সম্পত্তি গুছিয়েছে।এদের প্রত্যেক কে স্বস্তি দেওয়া উচিৎ।

কিন্তু আমি শুনলাম ওদের বেল হয়ে গেছে।কিসের জন্য বেল হবে ?আজকে প্রশাসন কোন সাহসে যাদের বাড়িতে বিস্ফোরক পাওয়া গেছে টাকা পাওয়া গেছে রেড হয়েছে প্রশাসন কি করে তাদের বেল দিয়ে দেয়?শুধু প্রশাসনিক সুবিধা তারা তৃণমূল করে বলে।আর আমাদের ছেলেদের মিথ্যা কেস দিয়ে বাইশ দিন পঁচিশ দিন জেলে ঢুকিয়ে রাখা হয় ইয়ার্কি পেয়ে গেছে নাকি এর জন্য বিক্ষোভ আন্দোলন হবে।


WB_HGL_04_04_POLBA_LOKET_V_1_SANATH
B_1_লকেট চ্যাটার্জি।
Conclusion:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.