ETV Bharat / state

পূর্ববঙ্গের বাঙালদের কি নাগরিকত্বের দরকার নেই ? প্রশ্ন লকেটের - CAA 2019

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলে কটাক্ষ করলেন মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ বলেন, "পূর্ববঙ্গের বাঙাল যারা এখানে এসেছেন, তাদের কি নাগরিকত্ব দরকার নেই ? মুখ্যমন্ত্রী তাঁদের চান না ৷ মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী হয়ে গেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছেন ৷ "

লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Dec 21, 2019, 11:54 PM IST

Updated : Dec 22, 2019, 12:02 AM IST

বাঁশবেড়িয়া, 21 ডিসেম্বর : আজ বাঁশবেড়িয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন যাত্রায় যোগদান দিতে আসেন BJP-র মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ যাত্রা শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলেও কটাক্ষ করেন ৷ বলেন, "ওপার বাংলার বাঙালিদের কারা নেবে ? পূর্ব বাংলার বাঙালদের ভয় দেখানো হচ্ছে ৷ পূর্ববঙ্গের বাঙাল যারা এখানে এসেছেন, তাদের কি নাগরিকত্ব দরকার নেই ? মুখ্যমন্ত্রী তাঁদের চান না ৷ মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী হয়ে গেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছেন ৷ এদের বার করুন ৷ তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে ৷"

বাইরে থেকে জঙ্গিরা এসে এদেশে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন লকেট ৷ "বাইরে থেকে জঙ্গিরা এসে, জামাতরা এসে এসব আন্দোলনের মধ্যে যুক্ত হচ্ছে ৷ ছাত্রদের নাম করে এই জঙ্গিরা এসে আন্দোলনে যোগ দিচ্ছে ৷ ভারতে হিংসাত্বক বাংলা তৈরির চেষ্টা করছে ৷" বুদ্ধিজীবীদেরও এক হাত নেন তিনি ৷ কটাক্ষ করে বলেন, "তৃণমূলের বুদ্ধিজীবীরা তৃণমূলের কিছু হলেই রাস্তায় নামে ৷ যখন মালদায় ধর্ষণ হল, পুড়িয়ে দেওয়া হল তখন একজনও বুদ্ধিজীবী বেরোয়নি ৷ বুদ্ধিজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাস্তায় নামে ৷ আবার, তাঁর কথা মতোই বাড়িতে ঢুকে যায় ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায় ৷

ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ৷ তাঁদের এদেশ থেকে কেউ তাড়াবে না বলে আশ্বাস দিলেন তিনি ৷ সঙ্গে বলেন, "মানুষকে পুরোপুরিভাবে ভুল বোঝানো হচ্ছে ৷ এখানের বসবাসকারী, এখানে যারা বছরের পর বছর মুসলিম রয়েছেন, যাদের বাবা-কাকা এখানে মারা গেছেন, কবর হয়েছে, তাঁরা কখনও যাবেন না ৷ তাঁদের যেতে হবে না ৷ তাঁরা এখানেরই মুসলিম ৷ মুসলিম, হিন্দু, বাঙালিদের মধ্যে ষড়যন্ত্র করে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি তৈরি করছে ৷ এই বিল নাগরিকত্ব দেওয়ার, ছিনিয়ে নেওয়ার নয় ৷"

বাঁশবেড়িয়া, 21 ডিসেম্বর : আজ বাঁশবেড়িয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন যাত্রায় যোগদান দিতে আসেন BJP-র মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷ যাত্রা শেষে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলেও কটাক্ষ করেন ৷ বলেন, "ওপার বাংলার বাঙালিদের কারা নেবে ? পূর্ব বাংলার বাঙালদের ভয় দেখানো হচ্ছে ৷ পূর্ববঙ্গের বাঙাল যারা এখানে এসেছেন, তাদের কি নাগরিকত্ব দরকার নেই ? মুখ্যমন্ত্রী তাঁদের চান না ৷ মুখ্যমন্ত্রী বাঙালি বিরোধী হয়ে গেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছেন ৷ এদের বার করুন ৷ তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে ৷"

বাইরে থেকে জঙ্গিরা এসে এদেশে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন লকেট ৷ "বাইরে থেকে জঙ্গিরা এসে, জামাতরা এসে এসব আন্দোলনের মধ্যে যুক্ত হচ্ছে ৷ ছাত্রদের নাম করে এই জঙ্গিরা এসে আন্দোলনে যোগ দিচ্ছে ৷ ভারতে হিংসাত্বক বাংলা তৈরির চেষ্টা করছে ৷" বুদ্ধিজীবীদেরও এক হাত নেন তিনি ৷ কটাক্ষ করে বলেন, "তৃণমূলের বুদ্ধিজীবীরা তৃণমূলের কিছু হলেই রাস্তায় নামে ৷ যখন মালদায় ধর্ষণ হল, পুড়িয়ে দেওয়া হল তখন একজনও বুদ্ধিজীবী বেরোয়নি ৷ বুদ্ধিজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাস্তায় নামে ৷ আবার, তাঁর কথা মতোই বাড়িতে ঢুকে যায় ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি বিরোধী বলে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায় ৷

ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ৷ তাঁদের এদেশ থেকে কেউ তাড়াবে না বলে আশ্বাস দিলেন তিনি ৷ সঙ্গে বলেন, "মানুষকে পুরোপুরিভাবে ভুল বোঝানো হচ্ছে ৷ এখানের বসবাসকারী, এখানে যারা বছরের পর বছর মুসলিম রয়েছেন, যাদের বাবা-কাকা এখানে মারা গেছেন, কবর হয়েছে, তাঁরা কখনও যাবেন না ৷ তাঁদের যেতে হবে না ৷ তাঁরা এখানেরই মুসলিম ৷ মুসলিম, হিন্দু, বাঙালিদের মধ্যে ষড়যন্ত্র করে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি তৈরি করছে ৷ এই বিল নাগরিকত্ব দেওয়ার, ছিনিয়ে নেওয়ার নয় ৷"

Intro:যারা হিংসা করছে তারা এদেশের নাগরিক নয়। যদি সে নাগরিক হতো তাহলে এইভাবে ট্রেনের ক্যাশ বাক্স লুট করতো না ।ট্রেনে বাসে আগুন জ্বালাতে না ।এটা দেখেই প্রমাণিত হয়ে গেছে তারা এ দেশের নাগরিক নয়। মমতা ব্যানার্জি বলছেন মানুষ মারা যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে লকেট চ্যাটার্জি বলেন উত্তরপ্রদেশের কথা কেন বলছেন। পশ্চিমবাংলায় মালদা, মুর্শিদাবাদের ভালুকা রোড স্টেশন, উলবেরিয়া সহ বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে তার জন্য মুখ্যমন্ত্রী সরকার কত জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বিজেপি কর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে।অথচ এই ঘটনা গুলোর জন্য কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টে উনি বলছেন যারা আগুন জ্বালাচ্ছে তারা নাকি বিজেপি কর্মী। উনি মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী কে আক্রমণ করেন লকেট। সমস্ত রাজ্যে আন্দোলন করেছে কিন্তু শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করেছে ।আসাম বুঝতে পেরেছে। যে আন্দোলন বলছে সেটা আন্দোলন নামে লুটপাট হচ্ছে। হুগলির সাংসদ বলেন এরা কারা ভারতবর্ষের নাগরিক হতে পারে না ।এরা আতঙ্কে ভয়ে মুখ্যমন্ত্রী নির্দেশেই এই আন্দোলন করছে। যাতে আগামী দিনে NRC যাতে আগে থেকে বন্ধ করা যায় ।সেজন্য তারা ছক তৈরি করছেন ।ওপার বাংলা থেকে যারা সংখ্যালঘুরা আছেন তারা এখান থেকে নাগরিকত্ব পাবেন ।আবার যারা এখানে নাগরিক নন অনুপ্রবেশকারী। ওপার বাংলা থেকে এসে যারা জাল ভোটার কার্ড বানিয়েছেন, জাল রেশন কার্ড করে নিয়ে নাগরিক ভেবে নিয়ে দিনের পর দিন বসবাস করে গেছেন। তাদেরকে এবার বেরোতে হবে ।এরা মমতা ব্যানার্জির ভোটার। এক কোটি ভোটার আছে। এখানে 1 কোটি ভোটার মমতা ব্যানার্জির সরকার থাকবে কি থাকবে না। সেটা নির্ভর করে 1 কোটি জাল ভোটার চলে গেলে মমতা ব্যানার্জি সরকার করতে পারবে না। 2005 এ মুখ্যমন্ত্রী বলেছিলেন ভুতুড়ে ভোটার সরাতে হবে। তখন যেমন তৃণমূল আসতে পারবে না ।আজ 2019 এর ঠিক উল্টো বলছে ।যাতে সরকার চলে না যায় তাই ভুতুরে ভোটার গুলো তিনি রেখে দিতে চাইছেন। এই ঘটনাগুলো ঘটছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। মিথ্যে বোঝানো হচ্ছে সকলকে। যারা ওপার বাংলার শরণার্থী তারা অবশ্যই নাগরিকত্ব পাবে।আজ বাঁশবেড়িয়া প্রধানমন্ত্রী অভিনন্দন যাত্রার যোগদান করে এভাবেই আক্রমণ করেন বর্তমান সরকারকে।Body:WB_HGL_BANSBERIYA MP LOKET RECX_7203418Conclusion:
Last Updated : Dec 22, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.