ETV Bharat / state

কোভিড কিচেন খুলে করোনা আক্রান্তদের পাশে মগরা থানা - corona

করোনা আক্রান্ত ও দুঃস্থদের দু’বেলা খাবারে ব্যবস্থা করল মগরা থানার পুলিশ ৷ যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বাড়িতে টানা 11 দিন খাবার পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে ৷

lock down in west bengal covid kitchen at magra police station for help to corona patient in hooghly
কার্যত লকডাউনে কোভিড কিচেন খুলে করোনা আক্রান্তদের পাশে মগরা থানা
author img

By

Published : Jun 1, 2021, 4:24 PM IST

মগরা (হুগলি), 1 জুন : করোনা রোগীদের জন্য কোভিড কিচেন চালু করেছে মগরা থানার পুলিশ । টানা 11 দিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে থানার পক্ষ থেকে । ব্লক প্রশাসন ও পুলিশের সহযোগিতায় দু’বেলা এই খাবার ব্যবস্থা করা হয়েছে । আপাতত মোট একশো জনের জন্য এই ব্যবস্থা থাকছে ।

মগরা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে সপ্তাহে সাতদিনের মধ্যে দু’দিন নিরামিষ ৷ বাকি পাঁচদিন ভাত, ডাল, মাছ, মাংস এমনকি বিরিয়ানির ব্যবস্থাও থাকছে কোভিড কিচেনে । করোনা পরিস্থিতিতে দুঃস্থ ও অসুস্থ মানুষজন বাড়িতে রান্না করতে পারছেন না । এই সময় যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাঁদের জন্যই এই উদ্যোগ নিয়েছে প্রসশান ।

আরও পড়ুন : হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

পুলিশ ও ব্লক প্রশাসনের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । মগরা থানার সিভিক ভলান্টিয়াররা দু’বেলা করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন । করোনা পরিস্থিতিতে গরিব দুঃস্থদের যাতে ঘর থেকে বেরতে না হয় এবং সংক্রমণ না ছড়ায়, তার জন্যই এই উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশসান । সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের সাহায্য করতে রান্নার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় কয়েকজন । পাশাপাশি কার্যত লকডাউনের নিয়মকানুনও কঠোরভাবে লাগু করছে মগরা থানার পুলিশ ।

মগরা (হুগলি), 1 জুন : করোনা রোগীদের জন্য কোভিড কিচেন চালু করেছে মগরা থানার পুলিশ । টানা 11 দিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে থানার পক্ষ থেকে । ব্লক প্রশাসন ও পুলিশের সহযোগিতায় দু’বেলা এই খাবার ব্যবস্থা করা হয়েছে । আপাতত মোট একশো জনের জন্য এই ব্যবস্থা থাকছে ।

মগরা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে সপ্তাহে সাতদিনের মধ্যে দু’দিন নিরামিষ ৷ বাকি পাঁচদিন ভাত, ডাল, মাছ, মাংস এমনকি বিরিয়ানির ব্যবস্থাও থাকছে কোভিড কিচেনে । করোনা পরিস্থিতিতে দুঃস্থ ও অসুস্থ মানুষজন বাড়িতে রান্না করতে পারছেন না । এই সময় যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাঁদের জন্যই এই উদ্যোগ নিয়েছে প্রসশান ।

আরও পড়ুন : হাওড়া উত্তরে পুলিশের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

পুলিশ ও ব্লক প্রশাসনের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । মগরা থানার সিভিক ভলান্টিয়াররা দু’বেলা করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন । করোনা পরিস্থিতিতে গরিব দুঃস্থদের যাতে ঘর থেকে বেরতে না হয় এবং সংক্রমণ না ছড়ায়, তার জন্যই এই উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশসান । সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের সাহায্য করতে রান্নার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় কয়েকজন । পাশাপাশি কার্যত লকডাউনের নিয়মকানুনও কঠোরভাবে লাগু করছে মগরা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.