ETV Bharat / state

Minor Body Recovered: নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার ঘিরে মগরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের - রেললাইন থেকে উদ্ধার নাবালকের দেহ

মগরায় রেললাইন থেকে উদ্ধার নাবালকের দেহ (Minor Body Recovered) ৷ প্রেমঘটিত কারণে তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের ৷ এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে স্থানীয়দের ৷

Minor Body Recovered
Minor Body Recovered
author img

By

Published : Nov 28, 2022, 8:11 PM IST

মগরা, 28 নভেম্বর: 15 দিন নিখোঁজ থাকার পর অবশেষে নাবালকের খোঁজ মিলল (Body of missing boy recovered in Mogra) ৷ মগরা রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয় । একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের । মৃত বছর 17'র সুজয় শীল ।

সোমবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের মর্গে দেহ শনাক্ত করে পরিবার । এই খবর পাওয়ার পরই প্রেমিকার বাড়িতে চড়াও হয় নাবালকের পরিবার ও এলাকাবাসী । স্থানীয় মানুষজন মেয়েটির বাড়ি ভাঙচুর করে । পুলিশ মেয়েটির পরিবারকে উদ্ধার করতে গেলে তারা বাঁধার মুখে পড়ে । ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে পুলিশকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । ইট-পাটকেল ছুঁড়তে থাকে স্থানীয়রা (Locals clash with police)। লাঠিচার্জ করতে হয় পুলিশকে ।

মগরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের

দুই পক্ষের ইট ছোঁড়াছুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে । তাদের মগড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপরই পুলিশবাহিনী মোতায়েন করা হয় এলাকায় । মৃত নাবালকের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবার । তাই তাকে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

গত 14 নভেম্বর থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর নাবালক সুজয় । নাবালকের পরিবার মগরা থানায় নিখোঁজের অভিযোগ করে । গভীর রাতে মগরার রেল লাইন থেকে তার দেহ উদ্ধার করে ব্যান্ডেল জিআরপি । রবিবার পরিবারকে খবর দেয় পুলিশ । ছেলেটির পরিবারের দাবি, ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে তাকে ।

মগরা, 28 নভেম্বর: 15 দিন নিখোঁজ থাকার পর অবশেষে নাবালকের খোঁজ মিলল (Body of missing boy recovered in Mogra) ৷ মগরা রেললাইন থেকে তার দেহ উদ্ধার হয় । একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের । মৃত বছর 17'র সুজয় শীল ।

সোমবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের মর্গে দেহ শনাক্ত করে পরিবার । এই খবর পাওয়ার পরই প্রেমিকার বাড়িতে চড়াও হয় নাবালকের পরিবার ও এলাকাবাসী । স্থানীয় মানুষজন মেয়েটির বাড়ি ভাঙচুর করে । পুলিশ মেয়েটির পরিবারকে উদ্ধার করতে গেলে তারা বাঁধার মুখে পড়ে । ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে পুলিশকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । ইট-পাটকেল ছুঁড়তে থাকে স্থানীয়রা (Locals clash with police)। লাঠিচার্জ করতে হয় পুলিশকে ।

মগরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ স্থানীয়দের

দুই পক্ষের ইট ছোঁড়াছুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে । তাদের মগড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপরই পুলিশবাহিনী মোতায়েন করা হয় এলাকায় । মৃত নাবালকের পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবার । তাই তাকে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: গৃহবধূকে খুন করে দেহ পোড়ানোর অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ 3

গত 14 নভেম্বর থেকে নিখোঁজ ছিল বছর সতেরোর নাবালক সুজয় । নাবালকের পরিবার মগরা থানায় নিখোঁজের অভিযোগ করে । গভীর রাতে মগরার রেল লাইন থেকে তার দেহ উদ্ধার করে ব্যান্ডেল জিআরপি । রবিবার পরিবারকে খবর দেয় পুলিশ । ছেলেটির পরিবারের দাবি, ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে তাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.