ETV Bharat / state

স্কুল পড়ুয়াকে মারধর তৃণমূল নেতার, প্রতিবাদে রাস্তা অবরোধ - hooghly

স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ হুগলির পুরশুড়ার সোদপুর এলাকার ঘটনা ৷ এই ঘটনার প্রতিবাদে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ৷ পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ ৷

পড়ুয়াদের বিক্ষোভ
author img

By

Published : Sep 11, 2019, 8:36 PM IST

Updated : Sep 11, 2019, 8:46 PM IST

পুরশুড়া, 11 সেপ্টেম্বর : এক স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ হুগলির পুরশুড়ার সোদপুর এলাকার ঘটনা ৷ এই ঘটনার প্রতিবাদে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ৷ পরিস্থিত সামাল দিতে ঘটনাস্থানে যায় আরামবাগের SDPO সহ পুরশুড়া থানার OC ৷

গত শুক্রবার পুরশুড়া থানার সোদপুর হাইস্কুলের বাইরে দাঁড়িয়েছিল ঋজু মালিক ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শেখ আলাউদ্দিন, ঋজুকে বিনা কারণেই মারধর করে ৷ ঋজুর দাবি, "বিনা দোষে মেরেছেন ওই নেতা । ওঁর শাস্তি চাই ৷ স্কুল থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ উনি এসে বলেন, আমি নাকি মেয়েদের কটূক্তি করেছি ৷ তারপরই চড় মারতে শুরু করেন ৷" স্কুলের সহকারী প্রধান শিক্ষক অশোককুমার বাগ বলেন, "গত শুক্রবার স্কুলে সাইকেল দেওয়া হচ্ছিল ৷ ওই ছাত্রটি সাইকেল নিয়ে বাড়ি চলে যায় ৷ পরে স্কুলের সামনে বাজারে ঘোরাঘুরি করছিল ৷ স্কুলের বাইরে কোনও ঘটনার জন্য ওই ছাত্রকে মারধর করা হয় ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটে জেতার ভরসা : লকেট

আজ সকালে স্কুল শুরুর আগে এই ঘটনার প্রতিবাদে ও তৃণমূল নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ প্রথমে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ পরে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করা হয় । পড়ুয়াদের বিক্ষোভের জেরে ঘণ্টা তিনেক যান চলাচল স্তব্ধ হয়ে যায় রাজ্য সড়কে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যান আরামবাগের SDPO সহ পুরশুড়া থানার OC ৷ পুলিশি আশ্বাস পেয়ে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেয় ৷ যদিও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ৷

পুরশুড়া, 11 সেপ্টেম্বর : এক স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ হুগলির পুরশুড়ার সোদপুর এলাকার ঘটনা ৷ এই ঘটনার প্রতিবাদে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ৷ পরিস্থিত সামাল দিতে ঘটনাস্থানে যায় আরামবাগের SDPO সহ পুরশুড়া থানার OC ৷

গত শুক্রবার পুরশুড়া থানার সোদপুর হাইস্কুলের বাইরে দাঁড়িয়েছিল ঋজু মালিক ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শেখ আলাউদ্দিন, ঋজুকে বিনা কারণেই মারধর করে ৷ ঋজুর দাবি, "বিনা দোষে মেরেছেন ওই নেতা । ওঁর শাস্তি চাই ৷ স্কুল থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ উনি এসে বলেন, আমি নাকি মেয়েদের কটূক্তি করেছি ৷ তারপরই চড় মারতে শুরু করেন ৷" স্কুলের সহকারী প্রধান শিক্ষক অশোককুমার বাগ বলেন, "গত শুক্রবার স্কুলে সাইকেল দেওয়া হচ্ছিল ৷ ওই ছাত্রটি সাইকেল নিয়ে বাড়ি চলে যায় ৷ পরে স্কুলের সামনে বাজারে ঘোরাঘুরি করছিল ৷ স্কুলের বাইরে কোনও ঘটনার জন্য ওই ছাত্রকে মারধর করা হয় ৷"

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটে জেতার ভরসা : লকেট

আজ সকালে স্কুল শুরুর আগে এই ঘটনার প্রতিবাদে ও তৃণমূল নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ প্রথমে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ পরে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করা হয় । পড়ুয়াদের বিক্ষোভের জেরে ঘণ্টা তিনেক যান চলাচল স্তব্ধ হয়ে যায় রাজ্য সড়কে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যান আরামবাগের SDPO সহ পুরশুড়া থানার OC ৷ পুলিশি আশ্বাস পেয়ে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেয় ৷ যদিও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Intro:Body:স্কুল চলাকালীন এক ছাত্র মারধোর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের।পরে কোলকাতা আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র ছাত্রী দের।ঘটনা হুগলীর পুরশুরা থানার সোদপুর এলাকার।
অভিযোগ গত সোমবার সোদপুর হাই স্কুলে ক্লাস চলা কালীন স্থানীয় তৃণমূল নেতা সেখ আলাউদ্দিন স্কুলে ঢুকে নবম শ্রেনীর এক ছাত্র ঋজু মালিক কে ব্যাপক মারধর করেন।
বিনা কারণে মারধোর এবং অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে স্কুলের ছাত্র ছাত্রীরা আজ স্কুল এবং রাস্তায় নেমে প্রতিবাদ করে।
প্রথমে স্কুল শুরুর আগেই স্কুল ঘেরাও করে ব্যপক বিক্ষোভ দেখায়। স্কুলে তালা ঝুলিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের না ঢুকতে দিয়ে হাতে পোষ্টার নিয়ে বিক্ষোভে শুরু করে।এই ঘটনার জেরে এলাকায় স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর পরই তারা আরামবাগ কলকাতা রাজ্য সড়কে অবরোধে বসে পড়েন।এতে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয়। পরিস্থতি সামাল দিতে ঘটনা স্থলে আসেন পুরশুড়া থানার ওসি,আরামবাগের এস ডি পি ও সহ বিশাল পুলিশ বাহিনী।নামানো হয়েছে র‍্যাফও।ছাত্রছাত্রীরা এস ডিপিও কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভ এখনও চলছে।
তাদের দাবি, কেন স্কুল চলা কালীন ঐ তৃণমূল নেতা ছাত্রদের মারধোর করবে।অবিলম্বে এর প্রতিকার চাই।দাবিতে অনড় থেকে এখনো পথ অবরোধ করে বিক্ষোভ চলছে।

wb_hgl_01_pursurah_student bikkhov_copi_10007


Conclusion:
Last Updated : Sep 11, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.