পুরশুড়া, 11 সেপ্টেম্বর : এক স্কুল পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ হুগলির পুরশুড়ার সোদপুর এলাকার ঘটনা ৷ এই ঘটনার প্রতিবাদে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ৷ পরিস্থিত সামাল দিতে ঘটনাস্থানে যায় আরামবাগের SDPO সহ পুরশুড়া থানার OC ৷
গত শুক্রবার পুরশুড়া থানার সোদপুর হাইস্কুলের বাইরে দাঁড়িয়েছিল ঋজু মালিক ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শেখ আলাউদ্দিন, ঋজুকে বিনা কারণেই মারধর করে ৷ ঋজুর দাবি, "বিনা দোষে মেরেছেন ওই নেতা । ওঁর শাস্তি চাই ৷ স্কুল থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ উনি এসে বলেন, আমি নাকি মেয়েদের কটূক্তি করেছি ৷ তারপরই চড় মারতে শুরু করেন ৷" স্কুলের সহকারী প্রধান শিক্ষক অশোককুমার বাগ বলেন, "গত শুক্রবার স্কুলে সাইকেল দেওয়া হচ্ছিল ৷ ওই ছাত্রটি সাইকেল নিয়ে বাড়ি চলে যায় ৷ পরে স্কুলের সামনে বাজারে ঘোরাঘুরি করছিল ৷ স্কুলের বাইরে কোনও ঘটনার জন্য ওই ছাত্রকে মারধর করা হয় ৷"
আরও পড়ুন : অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটে জেতার ভরসা : লকেট
আজ সকালে স্কুল শুরুর আগে এই ঘটনার প্রতিবাদে ও তৃণমূল নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ প্রথমে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ পরে কলকাতা-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করা হয় । পড়ুয়াদের বিক্ষোভের জেরে ঘণ্টা তিনেক যান চলাচল স্তব্ধ হয়ে যায় রাজ্য সড়কে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যান আরামবাগের SDPO সহ পুরশুড়া থানার OC ৷ পুলিশি আশ্বাস পেয়ে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেয় ৷ যদিও পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ৷