গোঘাট, 19 অগাস্ট : বর্ষার জমা জল আর কাদা থেকে গত দশ বছরেও রেহাই মেলেনি এলাকার বাসিন্দাদের । প্রতি বছরের মতো এ বছরও রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তে জল জমে বিপদ বাড়ছে । চলাচল কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের । তাই রাস্তা সারাইয়ের দাবিতে গণ প্রতিবাদে মুখর হলেন এলাকার মানুষ । রাস্তার কাদা আর জমা জলে ধানের চারা পুঁতে, মাছের চারা ছেড়ে জানালেন প্রতিবাদ । হুগলির গোঘাটের শান্তিপুর এলাকার ঘটনা ৷
গোঘাটের শান্তিপুর থেকে বিষ্ণুদাসপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার হাল একেবারেই বেহাল । প্রতিদিন প্রায় 2 -5 হাজার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন ৷ পাশাপাশি এই রাস্তা হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সংলগ্ন হওয়ায় অনেক যানবাহনও যাতায়াত করে ৷ বর্ষা এলেই মাথায় হাত পড়ে নিত্য যাত্রীদের ৷ 10 বছর আগে শেষবার সারাই হয়েছিল রাস্তা । তারপর থেকে আর কোনওরকম সংস্কার করা হয়নি৷ প্রশাসনকে বার বার জানিয়েও মেলেনি কোনও ফল ৷ তাই বাধ্য হয়েই গতকাল রাস্তায় প্রতিবাদে নামেন স্থানীয়রা । এলাকার বাসিন্দা গোপালচন্দ্র ধারা বলেন, "প্রধানমন্ত্রী সড়ক যোজনায় অলিগলিতে রাস্তা তৈরি হচ্ছে ৷ অথচ বার বার দাবি জানিয়েও আমাদের রাস্তাটি তৈরি করা হচ্ছে না ।"
আর এক বাসিন্দা দিব্যেন্দু ঘোষ বলেন, "মেদিনীপুর যাওয়ার এক মাত্র যোগাযোগের রাস্তা এটা ৷ এই রাস্তার মধ্যে পড়ে চারটি স্কুল ৷ কোনওদিন স্কুলের পড়ুয়াদের রাস্তায় পড়ে যেতে দেখি ৷ আবার কোনওদিন কাদা মেখে বাড়ি ফিরতে0 হয় । হঠাৎ কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে চায় না ।"
গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রভাস বন্দ্যোপাধ্যায় বলেন, "নতুন বোর্ড গঠন হওয়ার পর আমরা তিন মাস হল কাজ করছি । কোন রাস্তা পঞ্চায়েতের অধীন ও কোন রাস্তা পঞ্চায়েত সমিতির অধীন এখনও ঠিক মতো জানি না ৷ যে রাস্তাটির কথা বলা হচ্ছে সে ব্যাপারেও কিছু জানা নেই । তবে, জেলা পরিষদের কাছে রাস্তা অনুমোদনের জন্য আবেদন করেছি ৷ সেখান থেকে অনুমোদন পেলে আমরা রাস্তার কাজে হাত দেব ।"