ETV Bharat / state

FIFA World Cup Fever: মহারণ কাতারে হলেও বাংলার মিষ্টির দোকান মেসি-এমবাপের কবজায় - দোকানে হাজির মেসি এমবাপে আদলে মিষ্টি

আজ বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup Final) ৷ মুখেমুখি ফান্স ও আর্জেন্তিনা ৷ বিশ্ব পাবে নতুন ফুটবল চ্যাম্পিয়ন ৷ তার আগে হাওড়া থেকে চন্দননগর হাজির বিশ্বকাপ মিষ্টি নিয়ে (FIFA World Cup Fever) ৷ তাতে রয়েছেন আর্জেন্তিনার মেসি (Lionel Messi) থেকে ফান্সের এমবাপে (Kylian Mbappe) ৷

FIFA World Cup Fever
Lionel Messi and Kylian Mbappe sweets
author img

By

Published : Dec 18, 2022, 5:50 PM IST

মহারণ কাতারে হলেও বাংলার মিষ্টির দোকান মেসি-এমবাপের কবজায়

হাওড়া/হুগলি/শিলিগুড়ি, 18 ডিসেম্বর: বিশ্বকাপ ফাইনালকে (FIFA World Cup Final) কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ৷ রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি ফান্স (France) ও আর্জেন্তিনা (Argentina) ৷ বিশ্ব পাবে নতুন ফুটবল চ্যাম্পিয়ন ৷ মেসি এবং এমবাপে দুজনেই এবার গোল্ডেন বুটের দাবিদার ৷ শেষ পর্যন্ত কার হাতে তা ওঠে, জানা যাবে রাতে ৷ তবে তার আগে হাওড়া থেকে চন্দননগর হাজির বিশ্বকাপ মিষ্টি নিয়ে ৷ আর সেই মিষ্টিতেও শোভা পাচ্ছেন আর্জেন্তিনার মেসি থেকে ফান্সের এমবাপে ৷

বিশ্বকাপ ফাইনালের জন্য চন্দননগরে লাগানো হয়েছে ফ্রান্সের পতাকা ৷ করা হয়েছে নানা আয়োজন । পিছিয়ে নেই মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলিও। চন্দননগরের বাসিন্দাদের মধ্যে রয়েছে ফরাসি আবেগ ৷ আর তা থেকেই বেড়েছে ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) প্রতি ভালোবসা । তাই একাধিক মিষ্টান্ন ব্যবসায়ীরা ক্ষীর দিয়ে তৈরি করে ফেলেছে এমবাপেকে । দেখা যাচ্ছে, মাঠে এমবাপে ফুটবল পায়ে দাঁড়িয়ে রয়েছেন ।

প্রায় দু'ফুটের এমবাপের এই সন্দেশের মূল্য আড়াই হাজার টাকা । গ্রাহকদের কথা চিন্তা করে সাধ্যের মধ্যেই এই দাম রাখা হয়েছে । আর যা দেখতে ভিড়ও জমাচ্ছেন গ্রাহকরা ৷ চন্দননগর সরিষা পাড়া ও পঞ্চানন তলার দুই মিষ্টির দোকানের এই মিষ্টির ছবি ধরা পড়ছে ।

FIFA World Cup Final
আজেন্তিনার রঙের মিষ্টি

বিশ্বকাপ জ্বরে কাবু হাওড়াও । সেখানেও শহরের মিষ্টিতে লেগেছে বিশ্বকাপের হাওয়া । হাওড়া অলি-গলিতে গেলে চোখে পড়বে আর্জেন্তিনার পতাকা । মেসির কাট আউট । আর তার সঙ্গে নতুন সংযোজন মেসি মিষ্টি ৷ হাওড়ার মিষ্টির দোকানগুলিতে পাওয়া যাচ্ছে বিশ্বকাপ স্পেশাল মিষ্টি । বিক্রি হচ্ছে ওয়ার্ল্ড কাপ সন্দেশ (FIFA World Cup Fever) ।

FIFA World Cup Final
ক্ষীর দিয়ে তৈরি মেসির আদলে মিষ্টি

হাওড়ার এক নামকরা মিষ্টির দোকানে বিশ্বকাপ উপলক্ষে সাজানো একটি বড় ওয়ার্ল্ড কাপ সন্দেশ । তার মধ্যে ক্ষীর দিয়ে তৈরি লিওনেল মেসি (Lionel Messi) । আর্জেন্তিনার প্রতি ভালোবাসা থেকেই 17 কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করা হয়েছে ।

FIFA World Cup Final
ক্ষীর দিয়ে তৈরি এমবাপের আদলে মিষ্টি

দোকানের কর্ণধার কেষ্ট হালদার বলেন, "মেসির হাত ধরে আর্জেন্তিনা ফাইনালে খেলছে (FIFA World Cup) । তারা বিশ্বকাপ জয় করবেই বলে আশাবাদী আমি । সারা দোকানে আর্জেন্তিনার পতাকা দিয়ে সাজানো হয়েছে । পাশাপাশি মেসির ক্ষীরের মূর্তিও আমার দোকানে পাওয়া যাচ্ছে ৷ সঙ্গে নীল-সাদা রসগোল্লা, সন্দেশ ও ক্ষীরের বিশ্বকাপ মাঠ ও মেসি । আর্জেন্তিনা ফাইনালে জিতলে বড় ফুটবল, রসগোল্লা বানিয়ে সকলকে খাইয়ে আনন্দ ভাগ করে নেব ।"

FIFA World Cup Fever
শিলিগুড়িতে দেদার বিকোচ্ছে নীল সাদা রসগোল্লা

আরও পড়ুন: মেসি-ম্যাজিক না এমবাপের দৌড় ? বেদুইনের দেশে বাজিমাত করবে কে

মিষ্টির দোকানে আর্জেন্তিনার মিষ্টি কিনতে আসা কালিদাস পাত্র বলেন, "এই দোকানে ঢুকলে মনে হচ্ছে দেশ ছেড়ে আমি আর্জেন্তিনাতেই পৌঁছে গিয়েছি । বহু বছর ধরে আর্জেন্তিনার সমর্থক আমি ।" শিলিগুড়িতেও দেদার বিকোচ্ছে নীল-সাদা রঙের ল্যাংচা ও রসগোল্লা ৷ ক্রেতা থেকে বিক্রেতা এখন শুধু অপেক্ষা করছেন ৷ কার হাতে বিশ্বকাপের ট্রফি ওঠে তা জানা যাবে রাতে ৷ আর তারপরেই মিষ্টি মুখ করে সকলে মিলে করবেন উৎসব পালন ।

মহারণ কাতারে হলেও বাংলার মিষ্টির দোকান মেসি-এমবাপের কবজায়

হাওড়া/হুগলি/শিলিগুড়ি, 18 ডিসেম্বর: বিশ্বকাপ ফাইনালকে (FIFA World Cup Final) কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ৷ রবিবাসরীয় ফাইনালে মুখোমুখি ফান্স (France) ও আর্জেন্তিনা (Argentina) ৷ বিশ্ব পাবে নতুন ফুটবল চ্যাম্পিয়ন ৷ মেসি এবং এমবাপে দুজনেই এবার গোল্ডেন বুটের দাবিদার ৷ শেষ পর্যন্ত কার হাতে তা ওঠে, জানা যাবে রাতে ৷ তবে তার আগে হাওড়া থেকে চন্দননগর হাজির বিশ্বকাপ মিষ্টি নিয়ে ৷ আর সেই মিষ্টিতেও শোভা পাচ্ছেন আর্জেন্তিনার মেসি থেকে ফান্সের এমবাপে ৷

বিশ্বকাপ ফাইনালের জন্য চন্দননগরে লাগানো হয়েছে ফ্রান্সের পতাকা ৷ করা হয়েছে নানা আয়োজন । পিছিয়ে নেই মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলিও। চন্দননগরের বাসিন্দাদের মধ্যে রয়েছে ফরাসি আবেগ ৷ আর তা থেকেই বেড়েছে ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) প্রতি ভালোবসা । তাই একাধিক মিষ্টান্ন ব্যবসায়ীরা ক্ষীর দিয়ে তৈরি করে ফেলেছে এমবাপেকে । দেখা যাচ্ছে, মাঠে এমবাপে ফুটবল পায়ে দাঁড়িয়ে রয়েছেন ।

প্রায় দু'ফুটের এমবাপের এই সন্দেশের মূল্য আড়াই হাজার টাকা । গ্রাহকদের কথা চিন্তা করে সাধ্যের মধ্যেই এই দাম রাখা হয়েছে । আর যা দেখতে ভিড়ও জমাচ্ছেন গ্রাহকরা ৷ চন্দননগর সরিষা পাড়া ও পঞ্চানন তলার দুই মিষ্টির দোকানের এই মিষ্টির ছবি ধরা পড়ছে ।

FIFA World Cup Final
আজেন্তিনার রঙের মিষ্টি

বিশ্বকাপ জ্বরে কাবু হাওড়াও । সেখানেও শহরের মিষ্টিতে লেগেছে বিশ্বকাপের হাওয়া । হাওড়া অলি-গলিতে গেলে চোখে পড়বে আর্জেন্তিনার পতাকা । মেসির কাট আউট । আর তার সঙ্গে নতুন সংযোজন মেসি মিষ্টি ৷ হাওড়ার মিষ্টির দোকানগুলিতে পাওয়া যাচ্ছে বিশ্বকাপ স্পেশাল মিষ্টি । বিক্রি হচ্ছে ওয়ার্ল্ড কাপ সন্দেশ (FIFA World Cup Fever) ।

FIFA World Cup Final
ক্ষীর দিয়ে তৈরি মেসির আদলে মিষ্টি

হাওড়ার এক নামকরা মিষ্টির দোকানে বিশ্বকাপ উপলক্ষে সাজানো একটি বড় ওয়ার্ল্ড কাপ সন্দেশ । তার মধ্যে ক্ষীর দিয়ে তৈরি লিওনেল মেসি (Lionel Messi) । আর্জেন্তিনার প্রতি ভালোবাসা থেকেই 17 কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করা হয়েছে ।

FIFA World Cup Final
ক্ষীর দিয়ে তৈরি এমবাপের আদলে মিষ্টি

দোকানের কর্ণধার কেষ্ট হালদার বলেন, "মেসির হাত ধরে আর্জেন্তিনা ফাইনালে খেলছে (FIFA World Cup) । তারা বিশ্বকাপ জয় করবেই বলে আশাবাদী আমি । সারা দোকানে আর্জেন্তিনার পতাকা দিয়ে সাজানো হয়েছে । পাশাপাশি মেসির ক্ষীরের মূর্তিও আমার দোকানে পাওয়া যাচ্ছে ৷ সঙ্গে নীল-সাদা রসগোল্লা, সন্দেশ ও ক্ষীরের বিশ্বকাপ মাঠ ও মেসি । আর্জেন্তিনা ফাইনালে জিতলে বড় ফুটবল, রসগোল্লা বানিয়ে সকলকে খাইয়ে আনন্দ ভাগ করে নেব ।"

FIFA World Cup Fever
শিলিগুড়িতে দেদার বিকোচ্ছে নীল সাদা রসগোল্লা

আরও পড়ুন: মেসি-ম্যাজিক না এমবাপের দৌড় ? বেদুইনের দেশে বাজিমাত করবে কে

মিষ্টির দোকানে আর্জেন্তিনার মিষ্টি কিনতে আসা কালিদাস পাত্র বলেন, "এই দোকানে ঢুকলে মনে হচ্ছে দেশ ছেড়ে আমি আর্জেন্তিনাতেই পৌঁছে গিয়েছি । বহু বছর ধরে আর্জেন্তিনার সমর্থক আমি ।" শিলিগুড়িতেও দেদার বিকোচ্ছে নীল-সাদা রঙের ল্যাংচা ও রসগোল্লা ৷ ক্রেতা থেকে বিক্রেতা এখন শুধু অপেক্ষা করছেন ৷ কার হাতে বিশ্বকাপের ট্রফি ওঠে তা জানা যাবে রাতে ৷ আর তারপরেই মিষ্টি মুখ করে সকলে মিলে করবেন উৎসব পালন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.