ETV Bharat / state

জুটমিলে কর্মরত অবস্থায় মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চন্দননগরে - জুটমিল কর্মীর মৃত্যু

জুটমিলের কর্মী ও পরিবারের দাবি, জুটমিল কর্তৃপক্ষকে মৃতের পরিবারের কারুর চাকরি ,টাকা ও থাকার ঘরের ব্যবস্থা করতে হবে । যদিও সব দাবি মানতে চায়নি জুটমিল কর্তৃপক্ষ । এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ।

Chandannagar
ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চন্দননগরে
author img

By

Published : Jan 3, 2021, 1:22 PM IST

চন্দননগর, 3 জানুয়ারি : জুটমিলে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের । মৃতের নাম সঞ্জয় দাস (51) । আজ ভোররাতে জুটের গাঁট চাপা পড়ে মৃত্যু হয় তাঁর । এরপরে জুটমিলের মধ্যে দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও জুটমিলের কর্মীরা । চন্দননগরে গোন্দোলপাড়া এলাকার ঘটনা ।

জুটমিলের কর্মী ও পরিবারের দাবি, জুটমিল কর্তৃপক্ষকে মৃতের পরিবারের কারুর চাকরি ,টাকা ও থাকার ঘরের ব্যবস্থা করতে হবে । আর তা নিয়ে জুটমিলে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় । সব দাবি না মানায় জুটমিলের মধ্যেই দেহ রেখে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে চন্দননগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এখনও পর্যন্ত জুটমিলের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে ।ইউনিয়নের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের ব্যবস্থা করছে । উল্লেখ্য, টানা দুই বছর গোন্দোলপাড়া জুটমিল বন্ধ থাকার পর 1 নভেম্বর 2020 থেকে জুটমিল খোলা হয়েছে ।

আরও পড়ুন, বাগুইআটিতে যুবতির রহস্য-মৃত্যু

এক জুটমিল শ্রমিক তারক দাস বলেন, "জুটের গাঁট চাপা পড়ে মারা গেছে সঞ্জয় । রাত 3টে থেকে মৃতদেহ পড়ে আছে । ম্যানেজমেন্ট আমাদের দাবি মানছে না । আমরা চাকুরির সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা দাবি জানিয়েছি । ওর একটা বাচ্চা মেয়ে আছে । ওর সংসারের দিকে তাকিয়ে আমরা টাকার দাবি জানাচ্ছি ।"

চন্দননগর, 3 জানুয়ারি : জুটমিলে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের । মৃতের নাম সঞ্জয় দাস (51) । আজ ভোররাতে জুটের গাঁট চাপা পড়ে মৃত্যু হয় তাঁর । এরপরে জুটমিলের মধ্যে দেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও জুটমিলের কর্মীরা । চন্দননগরে গোন্দোলপাড়া এলাকার ঘটনা ।

জুটমিলের কর্মী ও পরিবারের দাবি, জুটমিল কর্তৃপক্ষকে মৃতের পরিবারের কারুর চাকরি ,টাকা ও থাকার ঘরের ব্যবস্থা করতে হবে । আর তা নিয়ে জুটমিলে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় । সব দাবি না মানায় জুটমিলের মধ্যেই দেহ রেখে কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে চন্দননগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এখনও পর্যন্ত জুটমিলের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে ।ইউনিয়নের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের ব্যবস্থা করছে । উল্লেখ্য, টানা দুই বছর গোন্দোলপাড়া জুটমিল বন্ধ থাকার পর 1 নভেম্বর 2020 থেকে জুটমিল খোলা হয়েছে ।

আরও পড়ুন, বাগুইআটিতে যুবতির রহস্য-মৃত্যু

এক জুটমিল শ্রমিক তারক দাস বলেন, "জুটের গাঁট চাপা পড়ে মারা গেছে সঞ্জয় । রাত 3টে থেকে মৃতদেহ পড়ে আছে । ম্যানেজমেন্ট আমাদের দাবি মানছে না । আমরা চাকুরির সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা দাবি জানিয়েছি । ওর একটা বাচ্চা মেয়ে আছে । ওর সংসারের দিকে তাকিয়ে আমরা টাকার দাবি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.