রিষড়া, 6 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আতঙ্কিত হয়ে পরে রিষড়া সন্ধ্যা বাজার সহ বিভিন্ন অঞ্চল । সেই আতঙ্ক ছড়িয়েছিল রিষড়ার পিকে দাস লেনে অবস্থিত বিচারকের পরিবারেও । রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রিষড়ার চার নম্বর ওয়ার্ডে । সেই দিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমা আদালতের এডিজে জয়প্রকাশ সিং পরিবার নিয়ে বাড়িতেই ছিলেন । আর পাঁচটা ছুটির দিনের মতো স্ত্রী ও তিন সন্তানদের সঙ্গে বসেছিলেন । হঠাৎ শুনতে পান বোমের আওয়াজ ।
অভিযোগ, বিচারকের বাড়ির সামনে অস্ত্র হাতে দুষ্কৃতীরা জড়ো হয় । আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল যে কোনও সময় বড় কিছু ঘটে যাওয়ার । গোটা পরিবার নিয়ে করে আতঙ্কে ছিলেন জয়প্রকাশবাবু । বাধ্য হয়ে পুলিশকে ফোন করেন তিনি । যদিও তাতে কোনও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তার পরিবার ।
সোমবার হাইকোর্টে এই বিষয়ে একটি পিটিশন দাখিল করেন বিচারক । এরপরই তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয় । যদিও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে । এই বিষয়ে তাঁর স্ত্রী নির্মলা সিং বলেন,"রামনবমীর মিছিল শুরু হওয়ার পর থেকে ঝামেলা হয় । বাড়ির সামনে আতঙ্কের পরিস্থিতি হয়ে যায় । অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল ওরা । কখন কী হবে কিছুই বলা যাচ্ছিল না । পুলিশকে ফোন করেও পাওয়া যায়নি । এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্কে রয়েছি । তাই আমার স্বামী হাইকোর্টে পিটিশন দেন । তারপরই পুলিশ মোতায়েন করা হয় ।
জয়প্রকাশবাবুর বড় ছেলে আইনজীবী অভয় সিং বলেন, "আমরা ও আমাদের প্রতিবেশীরা সকলেই আতঙ্কে ছিলাম । সকলে বাবাকে বলেন । কিন্তু পুলিশে ফোন করা হলেও তখন কাউকে পাওয়া যায়নি । আরও বড় ঘটনা ঘটতে পারত । সেই আশঙ্কা থেকে আমাদের ফোন করা । তারপর বাবা হাইকোর্টে পিটিশন দিতেই পুলিশ মোতায়েন করা হল ৷"
আরও পড়ুন : ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ