ETV Bharat / state

Nadda at Vande Mataram Bhavan : প্রাক-পঞ্চায়েত নির্বাচন সফরে ফের বাঙালি আবেগে শান নাড্ডার, বঙ্কিমের বন্দেমাতরম ভবন পরিদর্শন - Nadda at Vande Mataram Bhavan

রাজ্য সফরে এসে হুগলিতে বন্দেমাতরম ভবনে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda Visits Vande Mataram Bhavan in Hooghly) ৷ সেখান থেকে চন্দনগর রাজবিহারী রিসার্চ ইন্সটিটিউটে যান তিনি ৷

jp-nadda-visits-vande-mataram-bhavan-in-hooghly
jp-nadda-visits-vande-mataram-bhavan-in-hooghly
author img

By

Published : Jun 8, 2022, 12:22 PM IST

Updated : Jun 8, 2022, 1:42 PM IST

হুগলি, 8 জুন : দু’দিনের রাজ্য সফরের প্রথমদিনে হুগলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর প্রথমদিনেই চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি (JP Nadda Visits Vande Mataram Bhavan in Hooghly) ৷ সেখানে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ যা নিয়ে রাজনৈতিক সমালোচকদের মত, পঞ্চায়েত নির্বাচনের আগে, আবারও বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ গঙ্গার ঘাটে অবস্থিত স্মৃতি বিজড়িত ভবনটি ঘুরে দেখেন নাড্ডা ৷

আগামী বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ বিধানসভা ভোটে ভরাডুবির পর, পঞ্চায়েতের আগে বিজেপির নেতিয়ে পড়া পদ্মকে তরতাজা করতে আসরে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যার শুরুটা করে গিয়েছিলেন অমিত শাহ ৷ এ বার দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সফরের প্রথমদিনে হুগলি নদীর তীরে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি ৷ সেখানে নাড্ডার প্রতিটি কথাতেই ফের উঠে এল বাংলা এবং বাঙালি ৷ আর সেই সূত্রে জাতীয়তাবাদী আবেগেও শান দিলেন তিনি ৷

প্রাক-পঞ্চায়েত নির্বাচন সফরে ফের বাঙালি আবেগে শান নাড্ডার

আরও পড়ুন : Rampurhat Massacre : নাড্ডার কাছে রামপুরহাট কাণ্ডের রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের

নাড্ডার কথায়, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবনের মূল্যবান পাঁচ বছর এই বন্দেমাতরম ভবনে কাটিয়েছেন ৷ এখান থেকেই ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দেমাতরমের রচনা করেছেন তিনি ৷" রাজনীতির কারবারিদের মতে, 2023-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ যেখানে ফের একবার বিজেপির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে চলেছে ৷ বিধানসভা এবং সদ্য-সমাপ্ত পৌর নির্বাচনে ভরাডুবির পর, পঞ্চায়েতে ভাল ফল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির ৷ আর তাই বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবন দর্শনের মধ্যে দিয়ে বাঙালি আবেগ এবং জাতীয়তাবাদী ভাবধারাকে একসূত্রে বাঁধার চেষ্টাই করলেন নাড্ডা ৷

হুগলি, 8 জুন : দু’দিনের রাজ্য সফরের প্রথমদিনে হুগলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর প্রথমদিনেই চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি (JP Nadda Visits Vande Mataram Bhavan in Hooghly) ৷ সেখানে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ যা নিয়ে রাজনৈতিক সমালোচকদের মত, পঞ্চায়েত নির্বাচনের আগে, আবারও বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ গঙ্গার ঘাটে অবস্থিত স্মৃতি বিজড়িত ভবনটি ঘুরে দেখেন নাড্ডা ৷

আগামী বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ বিধানসভা ভোটে ভরাডুবির পর, পঞ্চায়েতের আগে বিজেপির নেতিয়ে পড়া পদ্মকে তরতাজা করতে আসরে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যার শুরুটা করে গিয়েছিলেন অমিত শাহ ৷ এ বার দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সফরের প্রথমদিনে হুগলি নদীর তীরে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি ৷ সেখানে নাড্ডার প্রতিটি কথাতেই ফের উঠে এল বাংলা এবং বাঙালি ৷ আর সেই সূত্রে জাতীয়তাবাদী আবেগেও শান দিলেন তিনি ৷

প্রাক-পঞ্চায়েত নির্বাচন সফরে ফের বাঙালি আবেগে শান নাড্ডার

আরও পড়ুন : Rampurhat Massacre : নাড্ডার কাছে রামপুরহাট কাণ্ডের রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের

নাড্ডার কথায়, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবনের মূল্যবান পাঁচ বছর এই বন্দেমাতরম ভবনে কাটিয়েছেন ৷ এখান থেকেই ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দেমাতরমের রচনা করেছেন তিনি ৷" রাজনীতির কারবারিদের মতে, 2023-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ যেখানে ফের একবার বিজেপির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে চলেছে ৷ বিধানসভা এবং সদ্য-সমাপ্ত পৌর নির্বাচনে ভরাডুবির পর, পঞ্চায়েতে ভাল ফল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির ৷ আর তাই বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবন দর্শনের মধ্যে দিয়ে বাঙালি আবেগ এবং জাতীয়তাবাদী ভাবধারাকে একসূত্রে বাঁধার চেষ্টাই করলেন নাড্ডা ৷

Last Updated : Jun 8, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.