ETV Bharat / state

Nadda at Vande Mataram Bhavan : প্রাক-পঞ্চায়েত নির্বাচন সফরে ফের বাঙালি আবেগে শান নাড্ডার, বঙ্কিমের বন্দেমাতরম ভবন পরিদর্শন

রাজ্য সফরে এসে হুগলিতে বন্দেমাতরম ভবনে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda Visits Vande Mataram Bhavan in Hooghly) ৷ সেখান থেকে চন্দনগর রাজবিহারী রিসার্চ ইন্সটিটিউটে যান তিনি ৷

jp-nadda-visits-vande-mataram-bhavan-in-hooghly
jp-nadda-visits-vande-mataram-bhavan-in-hooghly
author img

By

Published : Jun 8, 2022, 12:22 PM IST

Updated : Jun 8, 2022, 1:42 PM IST

হুগলি, 8 জুন : দু’দিনের রাজ্য সফরের প্রথমদিনে হুগলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর প্রথমদিনেই চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি (JP Nadda Visits Vande Mataram Bhavan in Hooghly) ৷ সেখানে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ যা নিয়ে রাজনৈতিক সমালোচকদের মত, পঞ্চায়েত নির্বাচনের আগে, আবারও বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ গঙ্গার ঘাটে অবস্থিত স্মৃতি বিজড়িত ভবনটি ঘুরে দেখেন নাড্ডা ৷

আগামী বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ বিধানসভা ভোটে ভরাডুবির পর, পঞ্চায়েতের আগে বিজেপির নেতিয়ে পড়া পদ্মকে তরতাজা করতে আসরে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যার শুরুটা করে গিয়েছিলেন অমিত শাহ ৷ এ বার দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সফরের প্রথমদিনে হুগলি নদীর তীরে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি ৷ সেখানে নাড্ডার প্রতিটি কথাতেই ফের উঠে এল বাংলা এবং বাঙালি ৷ আর সেই সূত্রে জাতীয়তাবাদী আবেগেও শান দিলেন তিনি ৷

প্রাক-পঞ্চায়েত নির্বাচন সফরে ফের বাঙালি আবেগে শান নাড্ডার

আরও পড়ুন : Rampurhat Massacre : নাড্ডার কাছে রামপুরহাট কাণ্ডের রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের

নাড্ডার কথায়, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবনের মূল্যবান পাঁচ বছর এই বন্দেমাতরম ভবনে কাটিয়েছেন ৷ এখান থেকেই ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দেমাতরমের রচনা করেছেন তিনি ৷" রাজনীতির কারবারিদের মতে, 2023-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ যেখানে ফের একবার বিজেপির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে চলেছে ৷ বিধানসভা এবং সদ্য-সমাপ্ত পৌর নির্বাচনে ভরাডুবির পর, পঞ্চায়েতে ভাল ফল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির ৷ আর তাই বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবন দর্শনের মধ্যে দিয়ে বাঙালি আবেগ এবং জাতীয়তাবাদী ভাবধারাকে একসূত্রে বাঁধার চেষ্টাই করলেন নাড্ডা ৷

হুগলি, 8 জুন : দু’দিনের রাজ্য সফরের প্রথমদিনে হুগলিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আর প্রথমদিনেই চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি (JP Nadda Visits Vande Mataram Bhavan in Hooghly) ৷ সেখানে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷ যা নিয়ে রাজনৈতিক সমালোচকদের মত, পঞ্চায়েত নির্বাচনের আগে, আবারও বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ গঙ্গার ঘাটে অবস্থিত স্মৃতি বিজড়িত ভবনটি ঘুরে দেখেন নাড্ডা ৷

আগামী বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ বিধানসভা ভোটে ভরাডুবির পর, পঞ্চায়েতের আগে বিজেপির নেতিয়ে পড়া পদ্মকে তরতাজা করতে আসরে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব ৷ যার শুরুটা করে গিয়েছিলেন অমিত শাহ ৷ এ বার দু’দিনের রাজ্য সফরে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ সফরের প্রথমদিনে হুগলি নদীর তীরে বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবনে গেলেন তিনি ৷ সেখানে নাড্ডার প্রতিটি কথাতেই ফের উঠে এল বাংলা এবং বাঙালি ৷ আর সেই সূত্রে জাতীয়তাবাদী আবেগেও শান দিলেন তিনি ৷

প্রাক-পঞ্চায়েত নির্বাচন সফরে ফের বাঙালি আবেগে শান নাড্ডার

আরও পড়ুন : Rampurhat Massacre : নাড্ডার কাছে রামপুরহাট কাণ্ডের রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের

নাড্ডার কথায়, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবনের মূল্যবান পাঁচ বছর এই বন্দেমাতরম ভবনে কাটিয়েছেন ৷ এখান থেকেই ভারতীয় জাতীয় সঙ্গীত বন্দেমাতরমের রচনা করেছেন তিনি ৷" রাজনীতির কারবারিদের মতে, 2023-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ যেখানে ফের একবার বিজেপির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে চলেছে ৷ বিধানসভা এবং সদ্য-সমাপ্ত পৌর নির্বাচনে ভরাডুবির পর, পঞ্চায়েতে ভাল ফল করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির ৷ আর তাই বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম ভবন দর্শনের মধ্যে দিয়ে বাঙালি আবেগ এবং জাতীয়তাবাদী ভাবধারাকে একসূত্রে বাঁধার চেষ্টাই করলেন নাড্ডা ৷

Last Updated : Jun 8, 2022, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.