ETV Bharat / state

Jagadhatri Puja : জগদ্ধাত্রী পুজোয় জনসমাগম চন্দননগরে, খুশি মেলার দোকানদাররা - পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজো

একটা সময় ছিল, যখন জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) দেখতে দূরদূরান্ত মানুষ আসতেন চন্দননগরে ৷ আর সঙ্গে থাকত আলোর আকর্ষণ ৷ তখন দূরত্ববিধি ছিল না, মাস্ক, স্যানিটাইজারও নয় ৷ হঠাৎ সব বদলে গেল ৷ তারপরও এবছর অন্য দৃশ্য ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

জগদ্ধাত্রী পুজো, Jagadhatri Puja, চন্দননগর, Chandannagar
দেবী জগদ্ধাত্রী
author img

By

Published : Nov 12, 2021, 9:53 AM IST

চন্দননগর, 12 নভেম্বর : দুর্গাপুজো, কালীপুজোর পর এবার শুরু হয়েছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা ৷ আর জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) মানে হুগলির চন্দননগর ৷ প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ আসেন এখানে এই পুজো দেখতে ৷ বিশেষত চন্দননগরের আলোকসজ্জার জন্য এসময় উপচে পড়া ভিড় দেখা যেত, কোভিডকালের আগে ৷

এখন করোনাভাইরাস সংক্রমণ পুরোপুরি চলে না গেলেও, তার রেশ কিছুটা কমেছে ৷ কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার ফলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ৷ তাই এবছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোও ফিরেছে পুরানো ছন্দে ৷ স্টেশন থেকে শুরু করে শহরজুড়ে বিভিন্ন রাস্তা আলোকমালায় সেজে উঠেছে ৷ তাই গতবারের তুলনায় এবছর সপ্তমীতে অন্যরকম ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

গতকাল সপ্তমীতে বহু মানুষ ট্রেন থেকে নেমে ঠাকুর ও আলোকসজ্জা দেখতে এসেছেন । দর্শনার্থীদের অনেকের মুখে মাস্ক দেখা গেলেও, মাস্ক পরায় অনীহাও চোখে পড়ল ৷ পুজো দেখতে আসা এক দর্শনার্থী জানালেন তিনি হাঁটছিলেন বলে মাস্কটি ব্যাগে রেখেছিলেন এবং তাঁর ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷ আবার আরেক দর্শনার্থী মাস্ক পরা নিয়ে সচেতনতাকে সমর্থন করে বললেন, "মাস্ক পরা, না-পরাটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার ৷ কিন্তু আমি মাস্ক পরেছি, আমার পরিবারের সদস্যরাও মাস্ক পরেছেন ৷"

জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা দেখতে চন্দনগরে ভিড় মানুষের

আরও পড়ুন : Jagaddhatri Puja : বাড়ির পুজোয় নিজের হাতেই জগদ্ধাত্রী প্রতিমা গড়েন চিকিৎসক বিপ্লবেন্দু

দীর্ঘদিন করোনায় ঘরবন্দি থাকার পর চন্দনগরের চেনা আলোকসজ্জা আর জগদ্ধাত্রী ঠাকুরের মণ্ডপ দেখে রীতিমতো খুশি দর্শনার্থীরা ৷ সকলের মনেই আশার এবং আনন্দের আলো জ্বালিয়েছে চন্দননগর ৷ এমনকি জগদ্ধাত্রী পুজো ঘিরে মেলাও বসেছে ৷ নানা ধরনের সামগ্রী, খাবার সাজিয়ে বসেছেন বিক্রেতারা ৷ এক খাবার বিক্রেতা জানালেন এ বছর আগের বছরের তুলনায় বিক্রি হলেও কোভিড-পূর্ববর্তী সময়ের থেকে তা কমই ৷ কোভিডের আগে যত দর্শনার্থী আসতেন, এবছর ততটা ভিড় হয়নি ৷ করোনার আতঙ্ক অনেক কম মানুষ এসেছেন ৷ বাইরের খাবার খেতেও ভয় পাচ্ছেন দর্শনার্থীরা ৷ তাই তাঁর বিক্রি তেমন হয়নি ৷ আরেক ব্যাগ বিক্রেতা অবশ্য একটু আশার কথাই জানালেন ৷ যদিও আরও একটু বেশি বিক্রি হলে ভাল হত বলে আক্ষেপ করলেন ৷

যাইহোক, সব মিলিয়ে এবছর জমজমাট জগদ্ধাত্রী পুজো ৷ কোভিডকালের আগের সময়ের মতো মানুষ ভিড় না জমালেও, কিছুটা হলেও জনসমাগম হয়েছে পুজো মণ্ডপগুলিতে ৷ পুজো মণ্ডপে দেবী জগদ্ধাত্রীকে দেখতে সাধারণ মানুষের ঢল, আলোর রোশনাই, বেচাকেনায় চেনা ছবি ফিরে এসেছে চন্দননগরে ৷

চন্দননগর, 12 নভেম্বর : দুর্গাপুজো, কালীপুজোর পর এবার শুরু হয়েছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা ৷ আর জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) মানে হুগলির চন্দননগর ৷ প্রতি বছর দূরদূরান্ত থেকে মানুষ আসেন এখানে এই পুজো দেখতে ৷ বিশেষত চন্দননগরের আলোকসজ্জার জন্য এসময় উপচে পড়া ভিড় দেখা যেত, কোভিডকালের আগে ৷

এখন করোনাভাইরাস সংক্রমণ পুরোপুরি চলে না গেলেও, তার রেশ কিছুটা কমেছে ৷ কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার ফলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ৷ তাই এবছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোও ফিরেছে পুরানো ছন্দে ৷ স্টেশন থেকে শুরু করে শহরজুড়ে বিভিন্ন রাস্তা আলোকমালায় সেজে উঠেছে ৷ তাই গতবারের তুলনায় এবছর সপ্তমীতে অন্যরকম ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

গতকাল সপ্তমীতে বহু মানুষ ট্রেন থেকে নেমে ঠাকুর ও আলোকসজ্জা দেখতে এসেছেন । দর্শনার্থীদের অনেকের মুখে মাস্ক দেখা গেলেও, মাস্ক পরায় অনীহাও চোখে পড়ল ৷ পুজো দেখতে আসা এক দর্শনার্থী জানালেন তিনি হাঁটছিলেন বলে মাস্কটি ব্যাগে রেখেছিলেন এবং তাঁর ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷ আবার আরেক দর্শনার্থী মাস্ক পরা নিয়ে সচেতনতাকে সমর্থন করে বললেন, "মাস্ক পরা, না-পরাটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার ৷ কিন্তু আমি মাস্ক পরেছি, আমার পরিবারের সদস্যরাও মাস্ক পরেছেন ৷"

জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা দেখতে চন্দনগরে ভিড় মানুষের

আরও পড়ুন : Jagaddhatri Puja : বাড়ির পুজোয় নিজের হাতেই জগদ্ধাত্রী প্রতিমা গড়েন চিকিৎসক বিপ্লবেন্দু

দীর্ঘদিন করোনায় ঘরবন্দি থাকার পর চন্দনগরের চেনা আলোকসজ্জা আর জগদ্ধাত্রী ঠাকুরের মণ্ডপ দেখে রীতিমতো খুশি দর্শনার্থীরা ৷ সকলের মনেই আশার এবং আনন্দের আলো জ্বালিয়েছে চন্দননগর ৷ এমনকি জগদ্ধাত্রী পুজো ঘিরে মেলাও বসেছে ৷ নানা ধরনের সামগ্রী, খাবার সাজিয়ে বসেছেন বিক্রেতারা ৷ এক খাবার বিক্রেতা জানালেন এ বছর আগের বছরের তুলনায় বিক্রি হলেও কোভিড-পূর্ববর্তী সময়ের থেকে তা কমই ৷ কোভিডের আগে যত দর্শনার্থী আসতেন, এবছর ততটা ভিড় হয়নি ৷ করোনার আতঙ্ক অনেক কম মানুষ এসেছেন ৷ বাইরের খাবার খেতেও ভয় পাচ্ছেন দর্শনার্থীরা ৷ তাই তাঁর বিক্রি তেমন হয়নি ৷ আরেক ব্যাগ বিক্রেতা অবশ্য একটু আশার কথাই জানালেন ৷ যদিও আরও একটু বেশি বিক্রি হলে ভাল হত বলে আক্ষেপ করলেন ৷

যাইহোক, সব মিলিয়ে এবছর জমজমাট জগদ্ধাত্রী পুজো ৷ কোভিডকালের আগের সময়ের মতো মানুষ ভিড় না জমালেও, কিছুটা হলেও জনসমাগম হয়েছে পুজো মণ্ডপগুলিতে ৷ পুজো মণ্ডপে দেবী জগদ্ধাত্রীকে দেখতে সাধারণ মানুষের ঢল, আলোর রোশনাই, বেচাকেনায় চেনা ছবি ফিরে এসেছে চন্দননগরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.