ETV Bharat / state

হনুমানের কামড়, চিকিৎসাধীন 6 - পাণ্ডুয়ার ইলছোবা গ্রাম

হনুমানের কামড়ে জখম পাণ্ডুয়ার ইলছোবা গ্রামের 6 জন বাসিন্দা । এর জেরে করোনা আতঙ্কের সঙ্গে হনুমানের আতঙ্কে এলাকার মানুষ ।

6 people bitten by monkey are undergoing treatment
পাণ্ডুয়ায় হনুমানের কামড়ে 6 জন চিকিৎসাধীন
author img

By

Published : May 16, 2021, 10:16 AM IST

পাণ্ডুয়া, 16 মে : করোনার আতঙ্ক রয়েছেই ৷ সঙ্গে যোগ হয়েছে হনুমানের আতঙ্ক । হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন 6 জন গ্রামবাসী । ঘটনাটি পাণ্ডুয়ার ইলছোবা গ্রামের । শনিবার সকালে তাঁদের পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা হয় ।

করোনা পরিস্থিতিতে মধ্যে অনেকেই হাসপাতালমুখী হচ্ছেন না । তার উপর হনুমানের কামড়ে বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসতে হচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ, বনদফতরকে খবর দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি । স্থানীয়দের কথায়, গত কয়েকদিন ধরে ইলছোবা গ্রামে একটি হনুমান অতর্কিতে হামলা করেছে গ্রামবাসীদের উপর । ভয়ে অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না । শুক্রবার ওই গ্রামের ছয় জন ব্যাক্তিকে কামড়ে দেয় হনুমানটি । কারওর গলায়, কারওর উরুতে আবার কাউকে ফেলে দিয়ে হামলা করে ।

আরও পড়ুন : সাঁকরাইলে হনুমানের কামড়ে আহত কমপক্ষে ৩০

পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় ঘোষ বলেন,"বিষয়টি আমার জানা ছিল না । বনদফতরের সাথে যোগাযোগ করব এবং খাঁচা পেতে ধরার ব্যবস্থা করব ।"

পাণ্ডুয়া, 16 মে : করোনার আতঙ্ক রয়েছেই ৷ সঙ্গে যোগ হয়েছে হনুমানের আতঙ্ক । হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন 6 জন গ্রামবাসী । ঘটনাটি পাণ্ডুয়ার ইলছোবা গ্রামের । শনিবার সকালে তাঁদের পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা হয় ।

করোনা পরিস্থিতিতে মধ্যে অনেকেই হাসপাতালমুখী হচ্ছেন না । তার উপর হনুমানের কামড়ে বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসতে হচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ, বনদফতরকে খবর দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি । স্থানীয়দের কথায়, গত কয়েকদিন ধরে ইলছোবা গ্রামে একটি হনুমান অতর্কিতে হামলা করেছে গ্রামবাসীদের উপর । ভয়ে অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না । শুক্রবার ওই গ্রামের ছয় জন ব্যাক্তিকে কামড়ে দেয় হনুমানটি । কারওর গলায়, কারওর উরুতে আবার কাউকে ফেলে দিয়ে হামলা করে ।

আরও পড়ুন : সাঁকরাইলে হনুমানের কামড়ে আহত কমপক্ষে ৩০

পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সঞ্জয় ঘোষ বলেন,"বিষয়টি আমার জানা ছিল না । বনদফতরের সাথে যোগাযোগ করব এবং খাঁচা পেতে ধরার ব্যবস্থা করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.