চন্দননগর, 24 জুন : কিছুদিন আগেই পৃথক রাজ্যের দাবিতে সরব হয়েছিলেন বিজেপির দুই সাংসদ ৷ এবার তাঁদের বিরুদ্ধে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করল হুগলি তৃণমূল ছাত্র পরিষদ ৷ শাসকদলের ছাত্র সংগঠনের অভিযোগ, মানুষের মনে রাজনৈতিক উস্কানি তৈরির চেষ্টা করছেন দু'জন ৷ তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল ৷
পৃথক রাজ্য়ের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ৷ যদিও সাংসদের যুক্তি ছিল, এই দাবি তাঁর নয় ৷ এই দাবি আমজনতার ৷ উন্নয়ন ও সুরক্ষার স্বার্থেই উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের সঙ্গে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে আলাদা হয়ে যেতে চান ৷ তাঁরা চান পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা হিসাবে স্বীকৃতি পেতে ৷ এই ঘটনার কিছুদিন পরেই নিজের ফেসবুক লাইভে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে জঙ্গলমহলকে পৃথক রাজ্য করার কথা বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷
এপ্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শিবাশিস ঘোষ বলেন, " বিজেপি উত্তরবঙ্গকে আলাদা করতে চেয়েছে ৷ বিজেপি রাঢ়়বঙ্গকে আলাদা করতে চেয়েছে ৷ মানুষে মানুষে লড়াইয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে ৷ তাই দু‘জনের বিরুদ্ধেই হুগলির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নির্দেশে চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম ৷ "
আরও পড়ুন : Dilip Ghosh : সাংসদদের পৃথক রাজ্যের দাবি নাকচ দিলীপের, দলের সিদ্ধান্ত মানার নির্দেশ
অন্যদিকে চন্দননগরের বিজেপি নেতা দীপাঞ্জন গুহ বলেন, "বিজেপি বিভাজনের রাজনীতি পছন্দ করে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আদর্শ, তা দুই সাংসদের বক্তব্যকে সমর্থন করে না ৷ তাছাড়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে এটা বিজেপির মত নয় ৷ অন্যদিকে সৌমিত্রবাবুও জানিয়ে দিয়েছেন এটা তাঁর ব্যক্তিগত মতামত ছিল ৷ তাহলে আবার কেন এটা নিয়ে নতুন করে বিতর্ক উঠছে ? "