ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ নিয়ে 6 সদস্যকে শোকজ় হুগলি তৃণমূলের

author img

By

Published : Jun 28, 2020, 3:35 AM IST

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে ছয়জন তৃণমূল সদস্যকে শোকজ় করল হুগলি জেলা তৃণমূল । হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, কোনওরকম দুর্নীতি দলে বরদাস্ত করা হবে না ।

tmc
tmc

হুগলি, 27জুন : আমফানে ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগে ছয়জনকে শোকজ় করল তৃণমূল । আজ সাংবাদিক বৈঠকে হুগলি তৃনমূল জেলা সভাপতি দিলীপ যাদব স্পষ্ট জানান, ক্ষতিগ্রস্তদের কোথাও প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না । আমফানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নির্দিষ্ট ব্লক উন্নয়ন দপ্তরে আবেদন করতে পারেন ।

এর আগেও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ উঠেছে । গরলগাছা পঞ্চায়েত প্রধান ক্ষতিগ্রস্তের তালিকায় নিজের স্ত্রীর নাম তুলেছিলেন । ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে পঞ্চায়েত প্রধান মনোজ সিংকে । এইবার ছয়জনকে শোকজ় করে তৃণমূল কর্মী ও নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিল তৃণমূল ।


আরাণ্ডি গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সোহরাব, শ্যামপুর পঞ্চায়েতের উপপ্রধান আবদুল মিদ্দে, দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান জাকির মণ্ডলের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণের টাকায় দুর্নীতির অভিযোগ আসে । একইভাবে কাঠগোড়ায় দাদপুরেরই সদস্য রূপম ভকত, ওই পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রমজ়ান আলি এবং পুরশুড়ার যু্বনেতা শেখ সাকিব । মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কোনওভাবেই প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না । কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না । তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলা সভাপতিদের নির্দেশ জারি করেন ।

আজ দিলীপ যাদব বলেন, “আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই । আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম নথিভুক্ত না হলে বা তালিকা থেকে কারও নাম বাদ গেলে তাঁরা ব্লক উন্নয়ন দপ্তরে আবেদন করতে পারবেন । ভুল করে কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলে সেই টাকা তাঁকে ফেরত দিতে হবে । BJP বা CPI(M) রাস্তায় কোথাও টায়ার জ্বালিয়ে বা পতাকা নিয়ে রাজনীতির চেষ্টা করছে । আমরা রাজনীতি করার জন্য নয়, মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব । কাজে কোনও ভুল হলে তা শুধরে নেব । কোথাও যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন তাঁর নামও যুক্ত করব । ইতিমধ্যেই হুগলির চণ্ডীতলায় 11জন টাকা ফেরত দিয়েছেন । তবে কেউ যদি দুর্নীতিতে যুক্ত হন তাঁদের রেয়াত করা হবে না । অভিযোগ সামনে আসতেই দলীয় তদন্ত শুরু করেছে তৃণমূল ।”

হুগলি, 27জুন : আমফানে ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগে ছয়জনকে শোকজ় করল তৃণমূল । আজ সাংবাদিক বৈঠকে হুগলি তৃনমূল জেলা সভাপতি দিলীপ যাদব স্পষ্ট জানান, ক্ষতিগ্রস্তদের কোথাও প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না । আমফানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নির্দিষ্ট ব্লক উন্নয়ন দপ্তরে আবেদন করতে পারেন ।

এর আগেও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ উঠেছে । গরলগাছা পঞ্চায়েত প্রধান ক্ষতিগ্রস্তের তালিকায় নিজের স্ত্রীর নাম তুলেছিলেন । ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে পঞ্চায়েত প্রধান মনোজ সিংকে । এইবার ছয়জনকে শোকজ় করে তৃণমূল কর্মী ও নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিল তৃণমূল ।


আরাণ্ডি গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সোহরাব, শ্যামপুর পঞ্চায়েতের উপপ্রধান আবদুল মিদ্দে, দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান জাকির মণ্ডলের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণের টাকায় দুর্নীতির অভিযোগ আসে । একইভাবে কাঠগোড়ায় দাদপুরেরই সদস্য রূপম ভকত, ওই পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রমজ়ান আলি এবং পুরশুড়ার যু্বনেতা শেখ সাকিব । মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের কোনওভাবেই প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না । কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না । তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলা সভাপতিদের নির্দেশ জারি করেন ।

আজ দিলীপ যাদব বলেন, “আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই । আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম নথিভুক্ত না হলে বা তালিকা থেকে কারও নাম বাদ গেলে তাঁরা ব্লক উন্নয়ন দপ্তরে আবেদন করতে পারবেন । ভুল করে কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এলে সেই টাকা তাঁকে ফেরত দিতে হবে । BJP বা CPI(M) রাস্তায় কোথাও টায়ার জ্বালিয়ে বা পতাকা নিয়ে রাজনীতির চেষ্টা করছে । আমরা রাজনীতি করার জন্য নয়, মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব । কাজে কোনও ভুল হলে তা শুধরে নেব । কোথাও যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন তাঁর নামও যুক্ত করব । ইতিমধ্যেই হুগলির চণ্ডীতলায় 11জন টাকা ফেরত দিয়েছেন । তবে কেউ যদি দুর্নীতিতে যুক্ত হন তাঁদের রেয়াত করা হবে না । অভিযোগ সামনে আসতেই দলীয় তদন্ত শুরু করেছে তৃণমূল ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.