চুঁচুড়া, 1 অগস্ট : চুঁচুড়া শহরের অলি-গলি থেকে রাজপথ, আপনি যেখানেই যাবেন হাজী মহম্মদ মহসিনের নাম শুনতে পাবেন ৷ দানবীর নামেই পরিচিত মহসিন তাঁর বিপুল সম্পত্তি চুঁচুড়া সহ জেলার একাধিক জায়গার উন্নয়নের কাজে দান করেন ৷ আজ হাজী মহম্মদ মহসিনের জন্মজয়ন্তী ৷
হাজী মহম্মদ মহসিনের স্মৃতি বিজড়িত স্থানগুলি আজও অবহেলিত। সরকারি তরফে তাঁর স্মৃতিসৌধ হুগলি ইমামবাড়া ও তাঁর সমাধি সংস্কারের ব্যাপারে উদাসীনতা চেখে পড়েছে ৷ রাজ্য হেরিটেজ কমিশন ও চুঁচুড়া পৌরসভার উদ্যোগ ঐতিহাসিক ইমামবাড়া ও সমাধিস্থল সৌন্দর্যায়নের ব্যবস্থা করলেও অর্ধেক কাজ এখনও বাকি পড়ে আছে ।
![বেলজিয়াম কাচের ঝাড় লণ্ঠন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-hgl-althoughhajimohammadmohsinsbirthdaywascelebratedtherenovationofimambaraandthetombwasincomplete-7203418_31072021152247_3107f_1627725167_518.jpg)
হুগলির ইমামবাড়া অনেক ইতিহাসের সাক্ষী ৷ খিলান দেওয়া লম্বা বারান্দা, ধর্ম সম্পর্কিত আলোচনার জন্য মস্ত ঘর আছে এখানে ৷ সেই ঘরের দেওয়ালে লেখা আছে প্রবিত্র কোরানের উপদেশ ৷ ঘরের মধ্যে ঝুলছে বেলজিয়াম কাচের ঝাড় লণ্ঠন ৷ ইমামবাড়ার প্রবেশ দ্বারের উচ্চতা 150 ফিট ৷ চূড়ার মধ্যে আছে একটি ঘড়ি, যা দেখতে দেশ বিদেশের লোক এখানে আসেন ৷ তৎকালীন সময়ে মীর কেরামত আলি 11 হাজার 721 টাকা দিয়ে বিলেত থেকে এই ঘড়ি আনিয়েছিলেন। ইমামবাড়া বাইরে এবং ভিতর থেকে ওই ঘড়ি দেখা যায় । ঘড়িতে লাগানো আছে বিশাল ওজনের তিনটি ঘণ্টা। যা 15 মিনিট অন্তর বাজে ।
![হাজী মহম্মদ মহসিন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-hgl-althoughhajimohammadmohsinsbirthdaywascelebratedtherenovationofimambaraandthetombwasincomplete-7203418_31072021152247_3107f_1627725167_946.jpg)
গঙ্গার তীরের এই স্মৃতিসৌধগুলি আজ জরাজীর্ণ অবস্থায় । ইমামবাড়া ও সমাধিস্থলের ভাস্কর্য ও স্থাপত্য নষ্ট হতে বসেছে । হেরিটেজ কমিশনের তরফে কয়েক বছর আগে স্থাপত্যগুলি মেরামত করা হয় । কিন্তু সেগুলিও ফের নষ্ট হয়ে যাচ্ছে । ইমামবাড়ার উত্তর দিকে অংশ ভগ্নপ্রায় । একই সঙ্গে হাজী মহম্মদ মহসিনের সমাধিস্থল দীর্ঘদিন ধরেই জীর্ণপ্রায় অবস্থায় পড়ে আছে । গম্বুজের ভেতর দিকের অংশ ভেঙে ভেঙে পড়ছে । অবশ্য রাজ্য সরকার এবং চুঁচুড়া পৌরসভার উদ্যোগে সমাধিস্থলের সৌন্দর্যায়নের জন্য 55 লাখ টাকা ব্যয় করা হয় । তবে তা পুরোপুরি এখনও পর্যন্ত হয়নি ৷ পৌরসভার দাবি, ইমামবাড়া কার্যকর্তাদের সঙ্গে কিছু মতানৈক্য থাকায় এই কাজ এখনও সম্পন্ন করা যায়নি । আশা করা যায় কিছুদিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে ।
![হুগলি ইমামবাড়া](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-hgl-althoughhajimohammadmohsinsbirthdaywascelebratedtherenovationofimambaraandthetombwasincomplete-7203418_31072021160238_3107f_1627727558_973.jpg)
স্থানীয় বাসিন্দা সৈয়দ ইসলাম হোসেন বলেন, ‘‘বর্তমানে সমাধিস্থলের অবস্থা খুব খারাপ । চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও পৌরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়ের উদ্যোগে 55 লাখ টাকা ব্যয় করে সমাধিস্থলে সৌন্দর্যায়নের ব্যবস্থা করেছিলেন । কিন্তু মূল সমাধিস্থল এখনও পর্যন্ত ঠিক হয়নি ।’’
আরও পড়ুন : Special Story : 70 পেরোলেও সকাল হলেই ঝাড়ুু হাতে রায়গঞ্জের রাস্তায় নামেন রামানন্দ
চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘ রাজ্য হেরিটেজ কমিশন দফায় দফায় অর্থ বরাদ্দ করেছে । তবে ইমামবাড়া বিশাল আয়তন হওয়ার কারণে কাজ শেষ করতে সময় লাগবে । এর কাজ একসঙ্গে শেষ করা সম্ভব নয় । গত সাত-আট বছর ধরে ধাপে ধাপে কাজ চলছে ।’’