চুঁচুড়া, 11 অগস্ট: চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী টোটনের উপর হামলার পর আর পুলিশের উপর ভরসা নেই তার গ্যাংয়ের। তাই নিরাপত্তার দায়িত্ব নিল সাগরেদরা (Gang Members Punished While Providing Security to Toton)।
এদিন এসএসকেএম থেকে টোটনকে ছাড়ার পর চুঁচুড়া নিয়ে আসা হয় ৷ সমস্ত রাস্তা তাকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয় ৷ সেইসময় টোটোনের গ্যাংয়ের কিছু যুবক সেই কনভয়ের পিছু নেয়। ডানকুনি থেকে দিল্লি রোডে ওঠার পর চন্দননগর পুলিশ টোটোনের গ্যাং সদস্যদের আটকায়। তাদের রাস্তার পাশে হাঁটু মুড়ে বসিয়ে হাত মাথার পিছনে দিয়ে সার্চ করা হয়। পুলিশ প্রত্যেকের নাম লিখেছে ডায়েরিতে।
আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে মালদায় গিয়ে চুরি-ছিনতাই, লক্ষাধিক টাকা-সহ ধৃত দুষ্কৃতী
গ্যাং সদস্যের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। 6 অগস্ট টোটোনকে চুঁচুড়া হাসপাতালে মেডিক্যাল করাতে নিয়ে যায় পুলিশ। সেখানে পুলিশের সামনেই টোটোনকে গুলি করা হয়। টোটেন যখন বাইরে ছিল তাকে সব সময় চল্লিশ থেকে পঞ্চাশ জন ঘিরে থাকত। যাতে কেউ আক্রমণ করতে না পারে। তাই হাসপাতাল থেকে ফেরার পর থেকে তার গ্যাংয়ের সদস্যরা আর ঝুঁকি নিতে চায়নি।