ETV Bharat / state

Rupchand Pal Death প্রয়াত হুগলির সাতবারের প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল - former mp from hoogly Rupchand Pal passes away

1980 সালে প্রথম লোকসভা ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন রূপচাঁদ পাল ( Rupchand Pal) ৷ তারপরে আরও 6 বার লোকসভা ভোটে জয়ী হন তিনি ৷

Death of Rupchand Pal
ETV Bharat
author img

By

Published : Aug 16, 2022, 9:03 PM IST

Updated : Aug 16, 2022, 9:19 PM IST

চুঁচুড়া, 16 অগস্ট: প্রয়াত হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল (former MP from Hoogly Rupchand Pal passes away) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । তিনি সাতবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷ গত কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি । বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । পরিবার সূত্রে খবর, সোমবার রাতে তাঁর অসুস্থতা বাড়ে । স্নায়ুরোগে আক্রান্ত হন তিনি । মঙ্গলবার ভোরে তাঁকে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ শোকাহত তাঁর পরিবার ও বাম নেতা-কর্মীরা । পড়াশোনা শেষে মগড়া বাগাটি শ্রী গোপাল বন্দ্যোপাধ্যায় কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা কাজ যুক্ত হন তিনি । পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেন ৷ তার আগে 1958 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল । সিআইটিইউ সংগঠনের জেলা সহ-সভাপতি থাকার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের যুক্ত ছিলেন তিনি ।

আরও পড়ুন: অনুব্রতর কথায় দেড় বছরে 12 পুলিশ সুপারের বদলি বীরভূমে

সপ্তম লোকসভা নির্বাচনে 1980 সালে প্রথম হুগলি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন রূপচাঁদ পাল ৷ তবে 1984 সালে জাতীয় কংগ্রেস প্রার্থী ইন্দুমতি ভট্টাচার্যর কাছে পরাজিত হন তিনি । পরবর্তীতে 1989 থেকে 2004 সাল পর্যন্ত টানা ছয়বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি ৷ তবে 2009 সালে তৃনমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন তিনি ৷ তারপর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি । আজীবন কমিউনিস্ট পার্টি সদস্য হিসাবে কাজ করেছেন রূপচাঁদ পাল । সাংসদ থাকাকালীন হুগলির আরেক সিপিআইএম নেতা তথা আরামবাগের তৎকালীন সাংসদ অনিল বসুর সঙ্গে তার দ্বন্দ্ব বেঁধেছিল বলে শোনা যায় ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিপিএম ও বাম নেতৃত্ব ৷

চুঁচুড়া, 16 অগস্ট: প্রয়াত হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল (former MP from Hoogly Rupchand Pal passes away) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর । তিনি সাতবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৷ গত কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি । বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । পরিবার সূত্রে খবর, সোমবার রাতে তাঁর অসুস্থতা বাড়ে । স্নায়ুরোগে আক্রান্ত হন তিনি । মঙ্গলবার ভোরে তাঁকে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে ৷ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ শোকাহত তাঁর পরিবার ও বাম নেতা-কর্মীরা । পড়াশোনা শেষে মগড়া বাগাটি শ্রী গোপাল বন্দ্যোপাধ্যায় কলেজ এবং পরে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে বাংলায় অধ্যাপনা কাজ যুক্ত হন তিনি । পরবর্তী সময়ে অধ্যাপনা ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেন ৷ তার আগে 1958 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হন রূপচাঁদ পাল । সিআইটিইউ সংগঠনের জেলা সহ-সভাপতি থাকার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের যুক্ত ছিলেন তিনি ।

আরও পড়ুন: অনুব্রতর কথায় দেড় বছরে 12 পুলিশ সুপারের বদলি বীরভূমে

সপ্তম লোকসভা নির্বাচনে 1980 সালে প্রথম হুগলি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন রূপচাঁদ পাল ৷ তবে 1984 সালে জাতীয় কংগ্রেস প্রার্থী ইন্দুমতি ভট্টাচার্যর কাছে পরাজিত হন তিনি । পরবর্তীতে 1989 থেকে 2004 সাল পর্যন্ত টানা ছয়বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি ৷ তবে 2009 সালে তৃনমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হন তিনি ৷ তারপর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি । আজীবন কমিউনিস্ট পার্টি সদস্য হিসাবে কাজ করেছেন রূপচাঁদ পাল । সাংসদ থাকাকালীন হুগলির আরেক সিপিআইএম নেতা তথা আরামবাগের তৎকালীন সাংসদ অনিল বসুর সঙ্গে তার দ্বন্দ্ব বেঁধেছিল বলে শোনা যায় ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিপিএম ও বাম নেতৃত্ব ৷

Last Updated : Aug 16, 2022, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.