পাণ্ডুয়া, 11 মে : হাসপাতালে গিয়েও মিলল না পালস পোলিও টিকা । প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ উঠল আশাকর্মীর বিরুদ্ধে । ঘটনাটি পাণ্ডুয়ার দ্বারবাসিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের । চলতি মাসের 6 তারিখ মেয়েকে ওই স্বাস্থ্যকেন্দ্রে টিকা দিতে নিয়ে যান পান্ডুয়ার সুমুশ্রী ও অমৃত অধিকারী । সেখানেই পোলিও সম্পর্কিত তথ্য জানতে চাইলে আশাকর্মীদের হাতে আক্রান্ত হন ওই শিশুকন্যার বাবা (Hooghly ASHA worker Attacks Father) ৷
প্রতিবাদী অমৃত অধিকারীর অভিযোগ, একবার টিকা দেওয়ার সময় সূচ আটকে গিয়েছিল শিশুটির শারীরে । তখন মেয়ে খুবই কষ্ট পেয়েছিল । একথা শুনতেই রেগে যান আশা কর্মী অনুরূপা দাস । এরপরে ওই শিশুকে টিকা না দিয়ে তাঁদের ঘর থেকে বের করে দেন আশকর্মীরা । সেই ছবি তুলতে গেলে মারধর করা হয় দম্পতিকে । এমনকী শিশুর পোলিও কার্ড কেড়ে নেওয়া হয়, টিকাও দেওয়া হয় না ৷ সমস্ত ঘটনা জানিয়ে পাণ্ডুয়া থানা ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার বাবা অমৃত অধিকারী ।
আরও পড়ুন : Miscreants thrashes Taxi driver: রাতের কলকাতায় প্রতিবাদী ট্যাক্সিচালককে বেধড়ক মার
অভিযোগ পাওয়ার পরই পান্ডুয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক মঞ্জুর আলম জানান, তিনি ছুটি থাকায় ঘটনাটি সম্পূর্ণ না জানলেও, শুনেছেন এবং অভিযোগ পেয়েছেন ৷ তারপরেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেন ৷ জানান, অভিযুক্ত আশাকর্মী যদি ঘটনাটি ঘটিয়ে থাকেন তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ আগামী দু-তিনদিনের মধ্যেই তদন্ত টিম আসবে ৷ তাদের রিপোর্টের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে ৷