চুঁচুড়া, 12 অগাস্ট : কর দেওয়ার জন্য একাধিক দুর্গাপুজো কমিটিকে চিঠি পাঠিয়েছে আয়কর দপ্তর । যা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী । এর প্রতিবাদে মঙ্গলবার ধরনায় বসবেন বলেও জানিয়েছেন । যদিও আয়কর দপ্তরের নোটিশে কোনও ভুল দেখছেন না আসানসোলের BJP সাংসদ বাবুল সুপ্রিয় ।
আরও পড়ুন : পুজো কমিটিকে আয়কর নোটিশ, ধরনায় বসবে তৃণমূল
গতকাল চুঁচুড়ার সায়রার মোড়ে ভারত মাতার পুজো উপলক্ষ্যে সস্ত্রীক কন্যাসন্তানকে নিয়ে আসেন বাবুল । সেখানে তিনি বলেন, "দুর্গাপুজো আমরা চাঁদা তুলে করি । গত কয়েক বছরে দেখা গেছে চিটফান্ডের কোটি কোটি টাকায় মা দুর্গার পুজো হয়েছে । এক্ষেত্রে কিছু নিয়ম-কানুন তো আমাদের মানতে হবে । আমরা সবাই এদেশের মানুষ । একটা কর কাঠামো আছে । এর জন্য আন্দোলনের দরকার নেই । দিদি দিল্লিতে গিয়ে আলোচনা করতে পারতেন । দুর্গাপুজো তৃণমূল কংগ্রেসের নয় । বাঙালির । তার জন্য আন্দোলনের কী প্রয়োজন ? কাটমানি নিয়ে যারা পুজো করে তাদের উপর সাধারণ মানুষই ক্ষিপ্ত । কোটি কোটি টাকার দুর্গাপুজো হচ্ছে । অথচ মানুষের উন্নতি হচ্ছে না । আলোচনার মাধ্যমে এসব সমস্যা মিটতে পারে । অথচ দিদি আন্দোলন করার কথা বলছেন ।"
কাশ্মীরে 370 ধারা অবলুপ্তির পর তৃণমূলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাবুল । এর আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, "বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । আমরা এই বিল তুলে দেওয়ার পক্ষে নই । 370 তুলে দেওয়ার পক্ষে নেই ।" এর জবাবে বাবুল বলেন, "তৃণমূল যা করছে তা দুঃখজনক । আমরা সবাই ভারতীয় । এতদিন ধরে ভোট ব্যাঙ্ক পলিটিক্সের দিকে তাকিয়ে কাশ্মীরকে আলাদা করে রাখা হয়েছিল । বাইরে থেকে শিল্প আসতে দেওয়া হয়নি । জেনে রাখুন, শিল্প হলে বেকার যুবকরা চাকরি পাবে । তাদের আর অস্ত্র ধরতে হবে না । সন্ত্রাসবাদীরা লোভ দেখিয়ে সন্ত্রাস করাচ্ছে । এগুলো কমে যাবে । কাশ্মীরের মানুষও শান্তি চায় । দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । তাই বলছি, গুজবে কান দেবেন না । 370 ধারা তুলে দেওয়ায় সাধারণ মানুষ খুশি ।"