হুগলি, 26 এপ্রিল : বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই মাঝির বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর ঘটনাটি খানাকুলের সারদা গ্রামের ৷ অভিযুক্ত দুই মাঝিকে গ্রেফতার করেছে খানকুল থানার পুলিশ (Differently Abled Girl Raped) ৷
নির্যাতিতার পরিবারের দাবি, প্রতিদিনের মতো রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে নদীতে স্নান করতে গিয়েছিলেন বিশেষভাবে সক্ষম ওই তরুণী ৷ অভিযোগ, এইসময় নদীতে দুই মাঝি জলের মধ্যেই ওই তরুণীকে ধর্ষণ করে । বাড়ি এসে তরুণী ইশারায় তাঁর পরিবারের লোকজনকে সমস্ত বিষয়টি জানালে পরিজন ও প্রতিবেশীরা অভিযুক্তদের উপর চড়াও হন । আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয় ৷
আরও পড়ুন : CBI Demamd On maynaguri Molestation : দেহ নেব না, সিবিআই তদন্তের দাবি মৃত ময়নাগুড়ির নাবালিকার পরিবারের
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় খানাকুল থানার পুলিশ ৷ তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই মাঝি পান্নালাল ঘোড়ুই ও মন্টু বউড়িকে গ্রেফতার করে পুলিশ ৷