ETV Bharat / state

লড়াই শেষে বাড়ি ফিরল দিব্যাংশ - পুলকার দুর্ঘটনা

প্রায় দু সপ্তাহের লড়াই শেষে বাড়ি ফিরল দিব্যাংশ ৷ পুরোপুরি সুস্থ হতে এখনও কিছুদিন সময় লাগবে ৷

Polba
ছবি
author img

By

Published : Feb 29, 2020, 12:05 AM IST

বৈদ্যবাটি, 28 ফেব্রুয়ারি : পুলকার দুর্ঘটনার 14 দিন পর বাড়ি ফিরল দিব্যাংশ । খুশির আমেজ বৈদ্যবাটির মধুসূদন গুপ্ত লেনে । শাঁখ বাজিয়ে চন্দন দিয়ে বরণ করা হল দিব্যাংশকে । শারীরিক অবস্থা উন্নতি হলেও চিকিৎসার মধ্যেই থাকতে হবে তাকে ।

14 ফেব্রুয়ারি পোলবার পুলকার দুর্ঘটনায় ঋষভ ও দিব্যাংশকে ভরতি করা হয়েছিল SSKM হাসপাতালে । দুর্ভাগ্যজনক ভাবে ঋষভের মৃত্যু হলেও প্রাণে রক্ষা পায় দিব্যাংশ । SSKM এর ট্রমা কেয়ার ইউনিটে দীর্ঘ লড়াইয়ের পর গতকালই তাকে হাসপাতাল থেকে ছাড়া হল। সেখান থেকে কলকাতায় মামার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে । আজ চিকিৎসককে দেখিয়ে সন্ধ্যায় সময় বৈদ্যবাটির বাড়ি ফিরতেই আনন্দে মেতে ওঠেন তার দাদু ও দিদিমা ৷ খুশি পরিবারের অন্যন্য সদস্যরাও ।

দিব্যাংশের বাবা গোপীনাথ ভকত বলেন, "ভালো লাগছে ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।" পুলকারে দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "এই মুহূর্তে পুলকারে করে পাঠাব না । যদি ভালো ব্যবস্থা হয়, স্কুল থেকে সরকারি তরফে এবং অভিভাবকদের তরফেও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়, তবে চিন্তাভাবনা করব ।"

আজ দিব্যাংশর মানসিক চিকিৎসা করা হয়েছে । এই এত বড় ট্রমা থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সেজন্যই এই ব্যবস্থা ৷ পরের সপ্তাহে তাকে আবার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে । খাওয়া-দাওয়ার ব্যাপারে যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন চিকিৎসক । দুর্বলতা এবং ট্রমা কাটিয়ে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

দিব্যাংশর ঠাকুমা প্রতিমা ভকত বলেন, "ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম উনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আশায় ছিলাম যে আমার নাতি বাড়ি ফিরে আসবে ভালো হয়ে । ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে তিনি আমার নাতিকে ফিরিয়ে দিয়েছেন ।"

বৈদ্যবাটি, 28 ফেব্রুয়ারি : পুলকার দুর্ঘটনার 14 দিন পর বাড়ি ফিরল দিব্যাংশ । খুশির আমেজ বৈদ্যবাটির মধুসূদন গুপ্ত লেনে । শাঁখ বাজিয়ে চন্দন দিয়ে বরণ করা হল দিব্যাংশকে । শারীরিক অবস্থা উন্নতি হলেও চিকিৎসার মধ্যেই থাকতে হবে তাকে ।

14 ফেব্রুয়ারি পোলবার পুলকার দুর্ঘটনায় ঋষভ ও দিব্যাংশকে ভরতি করা হয়েছিল SSKM হাসপাতালে । দুর্ভাগ্যজনক ভাবে ঋষভের মৃত্যু হলেও প্রাণে রক্ষা পায় দিব্যাংশ । SSKM এর ট্রমা কেয়ার ইউনিটে দীর্ঘ লড়াইয়ের পর গতকালই তাকে হাসপাতাল থেকে ছাড়া হল। সেখান থেকে কলকাতায় মামার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে । আজ চিকিৎসককে দেখিয়ে সন্ধ্যায় সময় বৈদ্যবাটির বাড়ি ফিরতেই আনন্দে মেতে ওঠেন তার দাদু ও দিদিমা ৷ খুশি পরিবারের অন্যন্য সদস্যরাও ।

দিব্যাংশের বাবা গোপীনাথ ভকত বলেন, "ভালো লাগছে ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।" পুলকারে দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "এই মুহূর্তে পুলকারে করে পাঠাব না । যদি ভালো ব্যবস্থা হয়, স্কুল থেকে সরকারি তরফে এবং অভিভাবকদের তরফেও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়, তবে চিন্তাভাবনা করব ।"

আজ দিব্যাংশর মানসিক চিকিৎসা করা হয়েছে । এই এত বড় ট্রমা থেকে কীভাবে রেহাই পাওয়া যায় সেজন্যই এই ব্যবস্থা ৷ পরের সপ্তাহে তাকে আবার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে । খাওয়া-দাওয়ার ব্যাপারে যত্ন নেওয়ার নির্দেশ দিয়েছেন চিকিৎসক । দুর্বলতা এবং ট্রমা কাটিয়ে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

দিব্যাংশর ঠাকুমা প্রতিমা ভকত বলেন, "ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম উনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আশায় ছিলাম যে আমার নাতি বাড়ি ফিরে আসবে ভালো হয়ে । ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে তিনি আমার নাতিকে ফিরিয়ে দিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.