ETV Bharat / state

হুগলির জেলা শাসকের রদ বদল - হুগলির জেলা শাসকের রদ বদল

হুগলির জেলাশাসকের পদে ওয়াই রত্নাকর রাও এর পরিবর্তে আসেন দীপাপ প্রিয়া পি ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 10, 2021, 1:58 PM IST

চূঁচুড়া ,10 ফেব্রুয়ারি : বদলি করা হল হুগলির জেলাশাসককে ৷ গত কয়েক দফায় রাজ্যের একাধিক আধিকারিক পদে রদবদল হয়েছে ৷ এই বদলি নিয়মমাফিক ৷ এমনটাই দাবি করেছেন হুগলির প্রাক্তন জেলাশাসক ৷

গতকাল নবান্ন থেকে নির্দেশিকা আসার পর ওয়াই রত্নাকর রাও এর পরিবর্তে নতুন জেলাশাসকের পদে আসেন দীপাপ প্রিয়া পি ৷ তিনি আগে পি অ্যান্ড এ আর দপ্তরে নিযুক্ত ছিলেন ৷

প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে হুগলি জেলার দায়িত্ব সামলাচ্ছিলেন ওয়াই রত্নাকর রাও । কোভিড পরিস্থিতি সময় পরিযায়ী শ্রমিক দের বাড়ি ফেরানো , জেলায় চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামগত উন্নতি , সবুজ দ্বীপ সাজানোর কাজ, বেশ কয়েকটি জল প্রকল্প চালু , 100 দিনের প্রকল্পের কাজ প্রভৃতি সব দিক দিয়েই রাজ্যের মধ্যে অন্যতম স্থান পেয়েছে হুগলি ৷ এছাড়া ভদ্রেশ্বর তেলিনিপাড়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ।

আরও পড়ুন:ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের উত্থানকে স্বাগত অ্যামেরিকার

গতকাল নবান্নের নির্দেশিকা অনুযায়ী তাঁকে বদলি করা হল স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পদে । হুগলির প্রাক্তন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও জানান," নিয়মমাফিক বদলিই হয়েছে ৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই ৷ "

চূঁচুড়া ,10 ফেব্রুয়ারি : বদলি করা হল হুগলির জেলাশাসককে ৷ গত কয়েক দফায় রাজ্যের একাধিক আধিকারিক পদে রদবদল হয়েছে ৷ এই বদলি নিয়মমাফিক ৷ এমনটাই দাবি করেছেন হুগলির প্রাক্তন জেলাশাসক ৷

গতকাল নবান্ন থেকে নির্দেশিকা আসার পর ওয়াই রত্নাকর রাও এর পরিবর্তে নতুন জেলাশাসকের পদে আসেন দীপাপ প্রিয়া পি ৷ তিনি আগে পি অ্যান্ড এ আর দপ্তরে নিযুক্ত ছিলেন ৷

প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে হুগলি জেলার দায়িত্ব সামলাচ্ছিলেন ওয়াই রত্নাকর রাও । কোভিড পরিস্থিতি সময় পরিযায়ী শ্রমিক দের বাড়ি ফেরানো , জেলায় চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামগত উন্নতি , সবুজ দ্বীপ সাজানোর কাজ, বেশ কয়েকটি জল প্রকল্প চালু , 100 দিনের প্রকল্পের কাজ প্রভৃতি সব দিক দিয়েই রাজ্যের মধ্যে অন্যতম স্থান পেয়েছে হুগলি ৷ এছাড়া ভদ্রেশ্বর তেলিনিপাড়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ।

আরও পড়ুন:ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের উত্থানকে স্বাগত অ্যামেরিকার

গতকাল নবান্নের নির্দেশিকা অনুযায়ী তাঁকে বদলি করা হল স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি পদে । হুগলির প্রাক্তন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও জানান," নিয়মমাফিক বদলিই হয়েছে ৷ এর পিছনে অন্য কোনও কারণ নেই ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.