ETV Bharat / state

গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মা, কাঁদছে শিশু - dankuni

সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বলে আর ফেরেনি। পরে ডানকুনির লজ থেকে দেহ উদ্ধার হয়।

মৃতদেহ
author img

By

Published : May 9, 2019, 8:54 PM IST

Updated : May 9, 2019, 8:59 PM IST

লিলুয়া, 9 মে : ডানকুনির একটি লজ থেকে উদ্ধার যুবতির মৃতদেহ । গতরাতে ডানকুনি থানার পুলিশ লজ থেকে দেহটি উদ্ধার করে । মৃতের নাম পিঙ্কি ঘোষ (23) ।

শুনুন মৃতার স্বামীর বক্তব্য

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর গোলবাড়ি এলাকা ওই যুবতির বাড়ি । গতকাল দুপুরে তিনি বাড়ি থেকে তার এক মাসের ছেলেকে ডাক্তার দেখানোর নাম করে বেরোন । তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । নিখোঁজ ডায়েরি করা হয় লিলুয়া থানায় । এরপর গতরাতে লিলুয়া থানার তরফে দেহ উদ্ধারের খবর জানানো হয় যুবতির বাড়িতে ।


ডানকুনি থানা সূত্রে খবর, গতকাল এক যুবককে সঙ্গে নিয়ে ওই লজে ঘর বুক করেন পিঙ্কি । তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন । রাতে ওই মহিলার সঙ্গে থাকা শিশুটি কাঁদতে থাকে । দীর্ঘক্ষণ কান্নার আওয়াজে সন্দেহ হয় লজ কর্তৃপক্ষর । ঘরে ঢুকে দেখেন মহিলার গলায় শাড়ির ফাঁস লাগানো । স্বামী পরিচয়ে আসা যুবক পলাতক । এরপর ডানকুনি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

লিলুয়া, 9 মে : ডানকুনির একটি লজ থেকে উদ্ধার যুবতির মৃতদেহ । গতরাতে ডানকুনি থানার পুলিশ লজ থেকে দেহটি উদ্ধার করে । মৃতের নাম পিঙ্কি ঘোষ (23) ।

শুনুন মৃতার স্বামীর বক্তব্য

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর গোলবাড়ি এলাকা ওই যুবতির বাড়ি । গতকাল দুপুরে তিনি বাড়ি থেকে তার এক মাসের ছেলেকে ডাক্তার দেখানোর নাম করে বেরোন । তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । নিখোঁজ ডায়েরি করা হয় লিলুয়া থানায় । এরপর গতরাতে লিলুয়া থানার তরফে দেহ উদ্ধারের খবর জানানো হয় যুবতির বাড়িতে ।


ডানকুনি থানা সূত্রে খবর, গতকাল এক যুবককে সঙ্গে নিয়ে ওই লজে ঘর বুক করেন পিঙ্কি । তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন । রাতে ওই মহিলার সঙ্গে থাকা শিশুটি কাঁদতে থাকে । দীর্ঘক্ষণ কান্নার আওয়াজে সন্দেহ হয় লজ কর্তৃপক্ষর । ঘরে ঢুকে দেখেন মহিলার গলায় শাড়ির ফাঁস লাগানো । স্বামী পরিচয়ে আসা যুবক পলাতক । এরপর ডানকুনি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:হাওড়ার বালি লালবাবা কলেজে ভোটারদের লাইনBody:হConclusion:
Last Updated : May 9, 2019, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.