ETV Bharat / state

পড়ুয়াদের মিড ডে মিলে পোকাধরা চালের ভাত, কাঠগড়ায় সিঙ্গুরের স্কুল - সিঙ্গুর স্কুলে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ

স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘ সাত মাস ধরে স্কুলে মিড ডে মিলে পচা চাল এবং পোকা ভরতি চালের ভাত দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি এই ঘটনায় দায়ী ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি মদনমোহন কোলে ৷

নসিবপুর স্কুল
author img

By

Published : Sep 24, 2019, 4:37 AM IST

Updated : Sep 24, 2019, 6:37 AM IST

হুগলি, 24 সেপ্টেম্বর : আবারও মিড ডে মিল দুর্নীতি ৷ চুঁচুড়ার বালিকা বাণীমন্দিরের পর এবার সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়৷ অভিযোগ, গত সাত মাস ধরে পড়ুয়াদের পোকা ভরা চালের ভাত দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷ অভিযোগ পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে বিদ্যালয়ে আসেন স্কুল পরিদর্শক পার্থ দে ৷ অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷

স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘ সাত মাস ধরে স্কুলে মিড ডে মিলে পচা চাল এবং পোকা ভরতি চালের ভাত দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি এই ঘটনায় দায়ী ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি মদনমোহন কোলে ৷ বলেন, "এখানে কোনও অসঙ্গতি নেই ৷ কয়েক বস্তা চালে হয়তো পোকা ধরেছে৷ তবে সেগুলো পুনরায় ফেরত পাঠিয়ে ভালো চাল আনা হবে ৷ "

আরও পড়ুন : খবর প্রকাশের পর রাতারাতি মেনুর পরিবর্তন, পড়ুয়াদের পাতে ডিম, ভাত

বর্তমানে স্কুলে মজুত 83 বস্তা চালে পোকায় ভর্তি এবং তা খাওয়ার অযোগ্য ৷ পড়ুয়াদের পক্ষেও তা অস্বাস্থ্যকর বলে মনে করেন স্কুল পরিদর্শক এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক৷ পোকাধরা চাল যতদিন না পালটানো হয়, ততদিন মিড ডে মিল বন্ধ রাখার দাবি জানিয়েছেন খোদ পঞ্চায়েত সদস্য ৷ যত দ্রুত সম্ভব মিড ডে মিলের চাল বদলানো হবে বলে জানিয়েছেন সিঙ্গুর ব্লকের স্কুল পরিদর্শক পার্থ দে ৷ পোকা থাকার কারণে চাল বাছাই করতে ও ধোওয়ায় অনেক সময় যাচ্ছে রাঁধুনিদের ৷ চাল ধোওয়ার পরও পোকা যাচ্ছে না ৷ তাই পোকাধরা চালের ভাতই দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷ ফলে খাবারের গুণগত মান কমার পাশাপাশি পড়ুয়াদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য শম্ভুনাথ ঘোষ বলেন, "স্কুলের অভিভাবকদের অভিযোগ দীর্ঘ সাত মাস ধরে পোকাধরা চালের ভাত দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ৷ স্কুল কমিটির সভাপতি এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের যোগসাজশে এই পোকাধরা চালের ভাত দেওয়া হচ্ছে ৷ রাঁধুনিরা বারবার অভিযোগ জানালে তাঁদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে ৷ আমাদের দাবি, ভালো চাল খাওয়াতে হবে ছাত্রছাত্রীদের ৷ না হলে স্কুলে মিড-ডে মিল বন্ধ রাখতে হবে ৷''

দেখুন ভিডিয়ো

স্কুলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টুকুমার মণ্ডল বলেন, "কয়েকদিন আগে স্কুলের দায়িত্ব নিয়েছি ৷ নিজে দেখেছি এবং বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছি ৷ এই চাল খেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে৷ স্কুল পরিদর্শক দপ্তর থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই কার্যকর করা হবে ৷"

হুগলি, 24 সেপ্টেম্বর : আবারও মিড ডে মিল দুর্নীতি ৷ চুঁচুড়ার বালিকা বাণীমন্দিরের পর এবার সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়৷ অভিযোগ, গত সাত মাস ধরে পড়ুয়াদের পোকা ভরা চালের ভাত দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ৷ অভিযোগ পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে বিদ্যালয়ে আসেন স্কুল পরিদর্শক পার্থ দে ৷ অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷

স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, দীর্ঘ সাত মাস ধরে স্কুলে মিড ডে মিলে পচা চাল এবং পোকা ভরতি চালের ভাত দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতি এই ঘটনায় দায়ী ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি মদনমোহন কোলে ৷ বলেন, "এখানে কোনও অসঙ্গতি নেই ৷ কয়েক বস্তা চালে হয়তো পোকা ধরেছে৷ তবে সেগুলো পুনরায় ফেরত পাঠিয়ে ভালো চাল আনা হবে ৷ "

আরও পড়ুন : খবর প্রকাশের পর রাতারাতি মেনুর পরিবর্তন, পড়ুয়াদের পাতে ডিম, ভাত

বর্তমানে স্কুলে মজুত 83 বস্তা চালে পোকায় ভর্তি এবং তা খাওয়ার অযোগ্য ৷ পড়ুয়াদের পক্ষেও তা অস্বাস্থ্যকর বলে মনে করেন স্কুল পরিদর্শক এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক৷ পোকাধরা চাল যতদিন না পালটানো হয়, ততদিন মিড ডে মিল বন্ধ রাখার দাবি জানিয়েছেন খোদ পঞ্চায়েত সদস্য ৷ যত দ্রুত সম্ভব মিড ডে মিলের চাল বদলানো হবে বলে জানিয়েছেন সিঙ্গুর ব্লকের স্কুল পরিদর্শক পার্থ দে ৷ পোকা থাকার কারণে চাল বাছাই করতে ও ধোওয়ায় অনেক সময় যাচ্ছে রাঁধুনিদের ৷ চাল ধোওয়ার পরও পোকা যাচ্ছে না ৷ তাই পোকাধরা চালের ভাতই দেওয়া হচ্ছে পড়ুয়াদের ৷ ফলে খাবারের গুণগত মান কমার পাশাপাশি পড়ুয়াদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য শম্ভুনাথ ঘোষ বলেন, "স্কুলের অভিভাবকদের অভিযোগ দীর্ঘ সাত মাস ধরে পোকাধরা চালের ভাত দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের ৷ স্কুল কমিটির সভাপতি এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের যোগসাজশে এই পোকাধরা চালের ভাত দেওয়া হচ্ছে ৷ রাঁধুনিরা বারবার অভিযোগ জানালে তাঁদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে ৷ আমাদের দাবি, ভালো চাল খাওয়াতে হবে ছাত্রছাত্রীদের ৷ না হলে স্কুলে মিড-ডে মিল বন্ধ রাখতে হবে ৷''

দেখুন ভিডিয়ো

স্কুলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টুকুমার মণ্ডল বলেন, "কয়েকদিন আগে স্কুলের দায়িত্ব নিয়েছি ৷ নিজে দেখেছি এবং বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছি ৷ এই চাল খেলে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে৷ স্কুল পরিদর্শক দপ্তর থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই কার্যকর করা হবে ৷"

Intro:Body:হুগলীতে আবার ও মিড ডে মিল কেলেঙ্কারী।এবার সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ‍্যালয়ের মিড ডে মিলে বিগত সাত মাস ধরে ছাত্র ছাত্রীদের পোকায় ভরা চাল খাওয়ানোর অভিযোগ।
অভিযোগ পেয়ে পরিদর্শনে আসেন স্কুল পরিদর্শক।চালে পোকা থাকার বিষয়টি স্বীকার করে নেন তিনি এবং নব নিযুক্ত স্কুলের প্রধান শিক্ষকও স্বীকার করে নেন চলে পোকা থাকার বিষয়টি।

স্থানীয় পঞ্চায়েতের সদস‍্য ও সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্যের অভিযোগ দীর্ঘ সাত মাস ধরে স্কুলে মিড ডে মিলে পচা চাল এবং পোকা ভর্তি চাল খাওয়ানো হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীদের।এই চালের পিছনে দুর্নীতির অভিযোগ তুলেছেন তারা এবং এই দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে।
বর্তমানে স্কুলে মজুত ৮৩ বস্তা চালেও পোকায় ভর্তি এবং তা খাওয়ার অযোগ্য।স্কুলের ছাত্র ছাত্রীদের পক্ষেও অস্বাস্থাকর বলে মনে করেন স্কুল পরিদর্শক এবং প্রধান শিক্ষক।

যদিও স্কুল পরিচালন কমিটির সভাপতি মদন মোহন কোলে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

অন‍্যদিকে চালে পোকার থাকার কারনে চাল বাঁচতে ও ধুতে অনেক সময় যাচ্ছে রাধুনীদের।ধুয়ে ও পোকা যাচ্ছে না ভাতে। পোকা ধরা ভাত ই দেওয়া হচ্ছে ছাত্রদের। ফলে খাবারের গুনগত মান কমছে। শরীর স্বাস্থ‍্য খারাপ হবার সম্ভবনাও থেকে যাচ্ছে। তাছাড়া আগের থেকে স্কুলে মিড ডে মিল খাবার প্রবনতাও কমেছে অনেক ছাত্র ছাত্রীর। আগে যেখানে পাঁচশোর বেশী ছাত্র ছাত্রী মিড ডে মিল খেত এখান সেখানে গড়ে দুশো জন মিড ডে মিল খাচ্ছে।

পোকা ধরা চাল যতদিন না পাল্টানো হয় ততদিন এই চাল খাওয়ানো বা মিড ডে মিল বন্ধ রাখার দাবি জানিয়েছেন খোদ পঞ্চায়েত সদস‍্য।
যত দ্রুত সম্ভব মিড ডে মিলের চাল পাল্টানো হবে বলে জানিয়েছেন সিঙ্গুর ব্লকের স্কুল পরিদর্শক পার্থ দে।

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সদস্য শম্ভুনাথ ঘোষ বলেন স্কুলের অভিভাবক দের অভিযোগ দীর্ঘ সাত মাস ধরে পোকা ধরা চালের ভাত খাওয়ানো হচ্ছে ছাত্র ছাত্রীদের।অভিযোগ স্কুল কমিটির সভাপতি এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের জোগাসাজশে এই পোকা ধরা চাল খাওয়ানো হচ্ছে।রাধুনিরা বার বার জানালে তাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হচ্ছে।এই চাল খাওয়ানোর ফলে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।আমাদের দাবি ভালো চাল খাওয়াতে হবে ছাত্র ছাত্রী দের।না হলে স্কুলে মিড ডে মিল বন্ধ রাখতে হবে।

স্কুলে নব নিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টু কুমার মন্ডল বলেন কয়েক দিন হল স্কুলে দায়িত্ব নিয়েছি।আমি নিজে দেখেছি এবং বিষয় টি নিয়ে অভিযোগ জানিয়েছি।এই চাল খেলে ছাত্র ছাত্রী দের স্বাস্থ্য খারাপ হতে পারে।স্কুলে মিড ডে মিল খাবার ছাত্র ছাত্রীরা সংখ্যা অনেকটা কমে গেছে।এস আই অফিস থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কার্যকর করা হবে।

অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে আসা স্কুল পরিদর্শক পার্থ দে বলেন অভিযোগ পেয়ে স্কুলে আসি।এবং চালের যে অভিযোগ সেটা খতিয়ে দেখি।স্কুলে মজুত ৮৩ বস্তা চালে পোকায় ভর্তি।আমি রিপোর্ট বিডিও এবং এস আই কে পাঠাবো।

স্কুল পরিচালন কমিটির সভাপতি মদন মোহন কোলে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার বলেন এখানে কোনো অসঙ্গতি নেই।কয়েক বস্তা চালে হয়তো পোকা ধরেছে।তবে সেগুলো পুনরায় ফেরৎ পাঠিয়ে ভালো চাল আনা হবে।এবং তার জন্য লিখিত জানানো হয়েছে।

wb_hgl_01_singir_mid day meal_copi_10007

B_1_শম্ভু নাথ ঘোষ(পঞ্চায়েত সমতির সদস্য)
B_2_পিন্টু কুমার মন্ডল(ভার প্রাপ্ত প্রধান শিক্ষক)
B_3_পার্থ দে(স্কুল পরিদর্শক)

B_4_মদন মোহন কোলে(স্কুল পরিচালন কমিটির সভাপতি)



Conclusion:
Last Updated : Sep 24, 2019, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.