তারকেশ্বর, 11 এপ্রিল : কোরোনার জেরে বন্ধ তারকেশ্বরের গাজন উৎসব । তবে নিয়ম মেনে অনুষ্ঠিত হচ্ছে কাঁটাঝাঁপ । শিব-পার্বতীর বিয়েও অনুষ্ঠিত হবে আগামীকাল। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রীতি মেনে চলবে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান । তবে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ । তাই প্রতিবছরের চেনা ছবি আর দেখা যাবে না। না ভক্তদের ঢল, না গাজনের মেলা । এবার জনশূন্য তারকেশ্বর ।
1লা চৈত্র থেকে শুরু হয় শিবের গাজন উৎসব। লাখ লাখ ভক্ত নিজের গোত্র ত্যাগ করে শিবগোত্র ধারণ করেন। সারা মাস সন্ন্যাস ধর্ম পালন করেন। মহা হবিষ্যির পর অনুষ্ঠিত হয় কাঁটাঝাঁপ। তারপর শিব-পার্বতীর বিবাহ এবং নীলষষ্ঠী পুজো হয় । এরপর শিবের মন্দিরে সন্ন্যাস গ্রহণ করা ভক্তরা বাতি জ্বালান। শেষদিনে অনুষ্ঠিত হয় চড়ক উৎসব। এরপরই মন্দির কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী রাত্রি বারোটার পর ভক্তরা শিবগোত্র ত্যাগ করে নিজের গোত্র ধারণ করেন। এই দিনগুলিতে প্রতিবছরই লাখ লাখ ভক্তের সমাগম হয় তারকেশ্বরে । কিন্তু এবার এই মন্দির জনশূন্য।
তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ জানান, গাজন উৎসব বন্ধ থাকলেও, নিয়ম মেনে সমস্ত পুজো চলবে । মন্দির কর্তৃপক্ষের অনুমতিপ্রাপ্ত চার জন সন্ন্যাসী ব্রত গ্রহণ করেন, শুধুমাত্র সেই চারজন কাঁটাঝাঁপ আনবেন এবং তাঁরাই বিধি পালন করবেন। আগামীকাল নীলষষ্ঠী উপলক্ষে বিশেষ পুজো হবে। কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। কোরোনা সংক্রমণ এড়াতে, নিজেকে এবং দেশকে বাঁচাতে আপাতত সকলকে ঘরে থাকতে হবে ।