ETV Bharat / state

বলাগড়ে তৃণমূল বিধায়কের কার্যালয়ে ভাঙচুর, একে অপরের দিকে অভিযোগ মনোরঞ্জন-রুনার - TMC Inner Conflict

TMC Inner Conflict: হুগলির বলাগড়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ৷ বুধবার রাতে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ৷ এর জন্য রুনা খাতুনকে দায়ী করলেন বিধায়ক ৷ এদিকে রুনা খাতুন তাঁর বিরুদ্ধে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুলে ঢোকার অভিযোগ তুলেছেন ৷

ETV Bharat
বলাগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 9:25 AM IST

Updated : Jan 4, 2024, 10:10 AM IST

বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয়ে ভাঙচুর

বলাগড়, 4 জানুয়ারি: তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল হুগলির বলাগড়ে ৷ সূত্রের খবর এলাকার তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে বলাগড়ের জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের দ্বন্দ্ব চলছে ৷ সেই ঝামেলার 24 ঘণ্টা পেরতে না পেরতেই বুধবার রাত 11 টার পর তৃণমূল বিধায়কের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটল ৷ কে বা কারা গতকাল রাতে পার্টি অফিস ভাঙচুর করে, তা স্পষ্ট নয় ৷ তবে বিধায়ক নিজে সোশাল মিডিয়ায় রুনা খাতুনের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ তুলেছেন ৷

এই ঘটনার পর বৃহস্পতিবার মনোরঞ্জন ব্যাপারী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি এই ঘটনার সময় কলকাতায় ছিলেন ৷ তিনি খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ৷ এই অবস্থায় তিনি বলাগড়ে কার্যালয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ৷

Manoranjan Bapari social media post
বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সোশাল মিডিয়া পোস্ট

অবশ্য এই ধরনের ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন রুনা খাতুন ৷ তাঁর পালটা দাবি, সকালে স্থানীয় এক তৃণমূল কর্মী জানান, রাতে অন্ধকারে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ৷ এটা কখনওই করা উচিত হয়নি ৷ পেশায় হাইস্কুল শিক্ষিকা রুনা খাতুনের অভিযোগ মনোরঞ্জন ব্যাপারী জোরজবরদস্তি তাঁর স্কুলে ঢুকেছিলেন ৷ এমনকী তিনি নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর চেষ্টাও করেছেন তৃণমূল বিধায়ক ৷

বলাগড়ের জেলা পরিষদ সদস্য বলেন, "তিনি আমায় নিশানা করে আমার স্কুলেই গিয়েছেন ৷ এটা ব্যক্তিগত প্রতিহিংসা ৷ স্কুলে স্বাক্ষরের খাতা দেখতে শিক্ষা দফতরের অর্ডার লাগে ৷ মনোরঞ্জন ব্যাপারি একজন জনপ্রতিনিধি, আমিও তাই ৷ এর মধ্যে কোনও জনপ্রতিনিধির কি এক্তিয়ার আছে চমকে, ধমকে স্কুলের গেটে লাথি মেরে, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়েছেন ৷ স্কুলের নিরীহ শিক্ষক-শিক্ষিকাদের বাধ্য করেছেন খাতা দেখাতে ৷ মনোরঞ্জন ব্যাপারী নিজে একজন জনপ্রতিনিধি হয়ে স্কুলের খাতায় লাল কালি দাগ দিয়েছেন ৷ কী করে ? তাঁর দেহরক্ষী স্কুলে গিয়ে বন্দুক দেখিয়েছে ৷" রুনা খাতুন জানান, তাঁরা ভীত ৷ এমনকী স্কুলের শিশুরাও ভয়ে আতঙ্কে রয়েছে ৷

পার্টি অফিসের পাশে এক নেতার বাড়িও ভাঙচুর করা হয় ৷ তাঁকে মারধর করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত করছে বলাগড় থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি ৷ তৃণমূল বিধায়ক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "যা করেছে অন্যায় করেছে ৷ যা বলব, তা বিধানসভায় গিয়ে বলব ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূলের ‘কাটমানি’ নেওয়া নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে বলাগড়ের বিধায়ক
  2. নির্দল প্রার্থীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট মনোরঞ্জনের
  3. টিকিট বিক্রি নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, সোশালে দলীয় পদ থেকে ইস্তফা ঘোষণা মনোরঞ্জনের

বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কার্যালয়ে ভাঙচুর

বলাগড়, 4 জানুয়ারি: তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটল হুগলির বলাগড়ে ৷ সূত্রের খবর এলাকার তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে বলাগড়ের জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের দ্বন্দ্ব চলছে ৷ সেই ঝামেলার 24 ঘণ্টা পেরতে না পেরতেই বুধবার রাত 11 টার পর তৃণমূল বিধায়কের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটল ৷ কে বা কারা গতকাল রাতে পার্টি অফিস ভাঙচুর করে, তা স্পষ্ট নয় ৷ তবে বিধায়ক নিজে সোশাল মিডিয়ায় রুনা খাতুনের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ তুলেছেন ৷

এই ঘটনার পর বৃহস্পতিবার মনোরঞ্জন ব্যাপারী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি এই ঘটনার সময় কলকাতায় ছিলেন ৷ তিনি খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ৷ এই অবস্থায় তিনি বলাগড়ে কার্যালয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন ৷

Manoranjan Bapari social media post
বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সোশাল মিডিয়া পোস্ট

অবশ্য এই ধরনের ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন রুনা খাতুন ৷ তাঁর পালটা দাবি, সকালে স্থানীয় এক তৃণমূল কর্মী জানান, রাতে অন্ধকারে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে ৷ এটা কখনওই করা উচিত হয়নি ৷ পেশায় হাইস্কুল শিক্ষিকা রুনা খাতুনের অভিযোগ মনোরঞ্জন ব্যাপারী জোরজবরদস্তি তাঁর স্কুলে ঢুকেছিলেন ৷ এমনকী তিনি নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর চেষ্টাও করেছেন তৃণমূল বিধায়ক ৷

বলাগড়ের জেলা পরিষদ সদস্য বলেন, "তিনি আমায় নিশানা করে আমার স্কুলেই গিয়েছেন ৷ এটা ব্যক্তিগত প্রতিহিংসা ৷ স্কুলে স্বাক্ষরের খাতা দেখতে শিক্ষা দফতরের অর্ডার লাগে ৷ মনোরঞ্জন ব্যাপারি একজন জনপ্রতিনিধি, আমিও তাই ৷ এর মধ্যে কোনও জনপ্রতিনিধির কি এক্তিয়ার আছে চমকে, ধমকে স্কুলের গেটে লাথি মেরে, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়েছেন ৷ স্কুলের নিরীহ শিক্ষক-শিক্ষিকাদের বাধ্য করেছেন খাতা দেখাতে ৷ মনোরঞ্জন ব্যাপারী নিজে একজন জনপ্রতিনিধি হয়ে স্কুলের খাতায় লাল কালি দাগ দিয়েছেন ৷ কী করে ? তাঁর দেহরক্ষী স্কুলে গিয়ে বন্দুক দেখিয়েছে ৷" রুনা খাতুন জানান, তাঁরা ভীত ৷ এমনকী স্কুলের শিশুরাও ভয়ে আতঙ্কে রয়েছে ৷

পার্টি অফিসের পাশে এক নেতার বাড়িও ভাঙচুর করা হয় ৷ তাঁকে মারধর করা হয়েছে বলেও জানা গিয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত করছে বলাগড় থানার পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি ৷ তৃণমূল বিধায়ক ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "যা করেছে অন্যায় করেছে ৷ যা বলব, তা বিধানসভায় গিয়ে বলব ৷"

আরও পড়ুন:

  1. তৃণমূলের ‘কাটমানি’ নেওয়া নেতাদের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে বলাগড়ের বিধায়ক
  2. নির্দল প্রার্থীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট মনোরঞ্জনের
  3. টিকিট বিক্রি নিয়ে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, সোশালে দলীয় পদ থেকে ইস্তফা ঘোষণা মনোরঞ্জনের
Last Updated : Jan 4, 2024, 10:10 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.