ETV Bharat / state

এবার শুভেন্দুর মিছিল থেকে শোনা গেল 'দেশ কে গদ্দারো কো গোলি মারো'

author img

By

Published : Jan 20, 2021, 7:39 PM IST

দক্ষিণ কলকাতায় তৃণমূলের মিছিল থেকে স্লোগান ওঠে 'দেশ কে গদ্দারো কো গোলি মারো' । আর আজ হুগলিতে বিজেপির মিছিল থেকে আওয়াজ ওঠে, 'হাম সে যো টকরায়েগা চুরচুর হো যায়েগা । দেশ কে গদ্দারো কো গোলি মারো' ।

বিজেপির মিছিলে স্লোগান উঠল "দেশ কে গদ্দারো কো গোলি মারো"
বিজেপির মিছিলে স্লোগান উঠল "দেশ কে গদ্দারো কো গোলি মারো"

চন্দননগর, 20 জানুয়ারি : তৃণমূলের পর এবার বিজেপি । হুগলিতে শুভেন্দু অধিকারীর মিছিল থেকে স্লোগান উঠল, 'তৃণমূল কে গদ্দারো কো গোলি মারো' । আজ চন্দননগরে শুভেন্দুর মিছিল থেকে কয়েকজন বিজেপি কর্মী স্লোগান দেন, 'হাম সে যো টকরায়েগা চুরচুর হো যায়েগা । দেশ কে গদ্দারো কো গোলি মারো' ।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে । আক্রমণ ও পালটা আক্রমণের পালা চলছে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে । গতকাল দক্ষিণ কলকাতায় অরূপ বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল বের হয় । সেখানে 'দেশ কে গদ্দারো কো গোলি মারো' স্লোগান ওঠে বলে অভিযোগ । যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে । বিজেপির তরফে ঘটনার নিন্দা করা হয় । মুকুল রায় বলেন, 'এটা বাংলার সংস্কৃতি নয় । যারা বলছেন তাদের সুবুদ্ধির উদয় হোক এটাই চাই । এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য করা উচিত নয় ।' তৃণমূলের তরফে অবশ্য সাফাই দেওয়া হয়, কয়েকজন যুবক উত্তেজনার বশে কিছু বলে ফেলেছে । তার সঙ্গে দলের কোনও যোগ নেই । এরপর পালটা বিজেপির মিছিলে আজ একই স্লোগান শোনা যায় । তৃণমূলের তরফে মন্ত্রী তাপস রায় জানান, 'এগুলি আমাদের বাংলার সংস্কৃতি নয় । যখন অনুরাগ ঠাকুর একথা বলেছিলেন তখনও নিন্দা করেছি । গতকাল যারা বলেছে তাদেরও সমালোচনা করেছি । আজকের ঘটনারও নিন্দা করছি ।'

আরও পড়ুন : "বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক ডিএনএ এক", কটাক্ষ অধীরের

এদিকে বিজেপি-তৃণমূল তরজা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি অন্য রাজনৈতিক দলগুলি । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেন, "বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক ডিএনএ এক । তাদের ভাবধারার কোনও পার্থক্য নেই । এরা খেউর করতে ব্যস্ত ।"

বিজেপির মিছিলে স্লোগান উঠল 'দেশ কে গদ্দারো কো গোলি মারো'

চন্দননগর, 20 জানুয়ারি : তৃণমূলের পর এবার বিজেপি । হুগলিতে শুভেন্দু অধিকারীর মিছিল থেকে স্লোগান উঠল, 'তৃণমূল কে গদ্দারো কো গোলি মারো' । আজ চন্দননগরে শুভেন্দুর মিছিল থেকে কয়েকজন বিজেপি কর্মী স্লোগান দেন, 'হাম সে যো টকরায়েগা চুরচুর হো যায়েগা । দেশ কে গদ্দারো কো গোলি মারো' ।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে । আক্রমণ ও পালটা আক্রমণের পালা চলছে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে । গতকাল দক্ষিণ কলকাতায় অরূপ বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের একটি মিছিল বের হয় । সেখানে 'দেশ কে গদ্দারো কো গোলি মারো' স্লোগান ওঠে বলে অভিযোগ । যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে । বিজেপির তরফে ঘটনার নিন্দা করা হয় । মুকুল রায় বলেন, 'এটা বাংলার সংস্কৃতি নয় । যারা বলছেন তাদের সুবুদ্ধির উদয় হোক এটাই চাই । এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য করা উচিত নয় ।' তৃণমূলের তরফে অবশ্য সাফাই দেওয়া হয়, কয়েকজন যুবক উত্তেজনার বশে কিছু বলে ফেলেছে । তার সঙ্গে দলের কোনও যোগ নেই । এরপর পালটা বিজেপির মিছিলে আজ একই স্লোগান শোনা যায় । তৃণমূলের তরফে মন্ত্রী তাপস রায় জানান, 'এগুলি আমাদের বাংলার সংস্কৃতি নয় । যখন অনুরাগ ঠাকুর একথা বলেছিলেন তখনও নিন্দা করেছি । গতকাল যারা বলেছে তাদেরও সমালোচনা করেছি । আজকের ঘটনারও নিন্দা করছি ।'

আরও পড়ুন : "বিজেপি আর তৃণমূলের রাজনৈতিক ডিএনএ এক", কটাক্ষ অধীরের

এদিকে বিজেপি-তৃণমূল তরজা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি অন্য রাজনৈতিক দলগুলি । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেন, "বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক ডিএনএ এক । তাদের ভাবধারার কোনও পার্থক্য নেই । এরা খেউর করতে ব্যস্ত ।"

বিজেপির মিছিলে স্লোগান উঠল 'দেশ কে গদ্দারো কো গোলি মারো'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.