হুগলি, 12 জুন: বাম-কং জোট নিয়ে খানিকটা হতাশার সুর শোনা গেল প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের গলায়। 2021 সালের বিধানসভার নির্বাচনে সংযুক্ত মোর্চার জোট দাগ কাটতে পারেনি । তবে কয়েক মাস আগে সাগরদীঘি উপনির্বাচনে বাম- কংগ্রেস জোট প্রার্থী তৃণমূলকে পরাস্ত করেছিল । সেই কথা মাথায় রেখেই কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতার বক্তব্য পরিষ্কার ভোটের জন্য জোট নয়, জোট বদ্ধ হয়ে আন্দোলন করতে হবে । তাহলেই তৃণমূলকে পরাস্ত করা সম্ভব । হুগলির শেওড়াফুলির কংগ্রেস পার্টি অফিস থেকে এইরমই মন্তব্য করেছেন এই কংগ্রেস নেতা ৷
রাজ্য় বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, "শুধু ভোটের জন্য জোট করলে হবে না । ভোট ছাড়াও একসঙ্গে আন্দোলন করতে হবে। তাহলই প্রভাব হবে । মানুষ খুব সজাগ । যদি ভোট দিতে পারে সে জোট হোক বা না হোক তৃণমূল বিজেপি হারবে । তৃণমূলের অবস্থা বিজেপির থেকেও খারাপ হবে । আর খেলাই যদি না হয় কে কটা গোল দিল তার হিসাব করে কী হবে ।"
আরও পড়ুন: বর্ধমানে জোট ছাড়াই লড়ছে সিপিএম, ক্ষুব্ধ কংগ্রেস
তিনি আরও জানান, একজন কংগ্রেস কর্মী হিসাবে তিনি জোটের সমর্থক ৷ তবে জোটে বিশ্বাসযোগ্য আনতে হবে । তৃণমূল রাজ্যকে খুব খারাপ জায়গায় নিজে গিয়েছে । তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য জোটবদ্ধ হওয়া প্রয়োজন । যে কোনও কারণেই হোক জোটকে সংবদ্ধ রাখা য়ায়নি। প্রসঙ্গত, বামেদের সঙ্গে জোট করা নিয়ে কংগ্রেসের অন্দরে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে। দলের একটা অংশ জোটের পক্ষে নয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই বিতর্ক আরও একবার উস্কে দিলেন মান্নান।