ETV Bharat / state

ফের উত্তপ্ত গুড়াপ ; ইটবৃষ্টি, পুলিশের লাঠিচার্জ

গুড়াপে BJP কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ থানা ঘেরাও । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি । পালটা লাঠিচার্জ পুলিশের ।

লাঠিচার্জ
author img

By

Published : Jun 27, 2019, 5:57 PM IST

Updated : Jun 27, 2019, 6:08 PM IST

গুড়াপ, 27 জুন : BJP-র থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গুড়াপ থানা চত্বর । BJP কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ তুলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । পালটা লাঠিচার্জ করে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । জখম চার পুলিশকর্মী ও দুই BJP কর্মী ।

ঘটনার সূত্রপাত গতরাতে । অভিযোগ, গুড়াপের বাথানগড়িয়ায় BJP সমর্থক সাধন বাউল দাস "জয়শ্রীরাম" বলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে । ঘটনার তদন্তে পুলিশ গ্রামে আসে । আসার পথে বাথানগড়িয়া মোড়ে BJP সমর্থক শুভেন্দু মালিকের বাইক আটকায় পুলিশ । শুরু হয় বচসা । অভিযোগ, পুলিশ শুভেন্দুবাবুকে মারধরও করে । এরপর গ্রামে পুলিশের গাড়ি ঢুকলে গাড়ি আটকান তিনি । মুহূর্তে জড়ো হয়ে যায় গ্রামবাসী । ছড়ায় উত্তেজনা । গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় পুলিশ গুলি চালায় । গুলিতে জখম হন BJP সমর্থক জয়চাঁদ মালিক (শুভেন্দু মালিকের মামা) ।

gurap
রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ

এই সংক্রান্ত খবর : গুড়াপে পুলিশের গুলিতে জখম BJP কর্মী ; গাড়ি ভাঙচুর, পথ অবরোধ

এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ফিডার রোড অবরোধ করে BJP । টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হয় । এরপরই গুড়াপ থানা ঘেরাও করে দলীয় কর্মী-সমর্থকরা । গুলি চালানোয় অভিযুক্ত পুলিশ কর্মীর গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ । আচমকা থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । জখম হন চার পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । শুরু হয় লাঠিচার্জ । দুই BJP কর্মী জখম হন ।

লাঠিচার্জ পুলিশের

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মহেশ্বরপুরে চুঁচুড়া-তারকেশ্বর রোড অবরোধ করে BJP । প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ । আহত দলীয় কর্মীদের দেখতে তাঁদের বাড়িতে যান BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ।

gurap
টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

এদিকে, মহেশ্বরপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে দুষ্কৃতী । তৃণমূলের অভিযোগ, অবরোধ শেষে ফেরার সময় তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে BJP কর্মীরা ।

গুড়াপ, 27 জুন : BJP-র থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গুড়াপ থানা চত্বর । BJP কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ তুলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । পালটা লাঠিচার্জ করে পুলিশ । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । জখম চার পুলিশকর্মী ও দুই BJP কর্মী ।

ঘটনার সূত্রপাত গতরাতে । অভিযোগ, গুড়াপের বাথানগড়িয়ায় BJP সমর্থক সাধন বাউল দাস "জয়শ্রীরাম" বলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে । ঘটনার তদন্তে পুলিশ গ্রামে আসে । আসার পথে বাথানগড়িয়া মোড়ে BJP সমর্থক শুভেন্দু মালিকের বাইক আটকায় পুলিশ । শুরু হয় বচসা । অভিযোগ, পুলিশ শুভেন্দুবাবুকে মারধরও করে । এরপর গ্রামে পুলিশের গাড়ি ঢুকলে গাড়ি আটকান তিনি । মুহূর্তে জড়ো হয়ে যায় গ্রামবাসী । ছড়ায় উত্তেজনা । গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় পুলিশ গুলি চালায় । গুলিতে জখম হন BJP সমর্থক জয়চাঁদ মালিক (শুভেন্দু মালিকের মামা) ।

gurap
রাস্তা অবরোধ করে চলছে প্রতিবাদ

এই সংক্রান্ত খবর : গুড়াপে পুলিশের গুলিতে জখম BJP কর্মী ; গাড়ি ভাঙচুর, পথ অবরোধ

এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ফিডার রোড অবরোধ করে BJP । টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হয় । এরপরই গুড়াপ থানা ঘেরাও করে দলীয় কর্মী-সমর্থকরা । গুলি চালানোয় অভিযুক্ত পুলিশ কর্মীর গ্রেপ্তারের দাবিতে চলে বিক্ষোভ । আচমকা থানা লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি । জখম হন চার পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । শুরু হয় লাঠিচার্জ । দুই BJP কর্মী জখম হন ।

লাঠিচার্জ পুলিশের

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মহেশ্বরপুরে চুঁচুড়া-তারকেশ্বর রোড অবরোধ করে BJP । প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ । আহত দলীয় কর্মীদের দেখতে তাঁদের বাড়িতে যান BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ।

gurap
টায়ার জ্বালিয়ে প্রতিবাদ

এদিকে, মহেশ্বরপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে দুষ্কৃতী । তৃণমূলের অভিযোগ, অবরোধ শেষে ফেরার সময় তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করে BJP কর্মীরা ।

বিজেপির বুথ মিটিং চলাকালীন তৃণমূলের বোমা বন্দুক নিয়ে হামলা বিজেপির উপর ,এই হামলায় গুরুতর জখম 8 বিজেপি নেতা ,কর্মী , নিখোঁজ 3 ,ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি জেলা সভাপতি 12 ঘণ্টার গড়বেতা বনধ ও বালি গাড়ি আগুন ধরিয়ে দেবার হুমকি দিল l ফের শিরোনামে পশ্চিম মেদিনীপুরের চমকাইতলা , বিগত আটানব্বই সালে এই সেই চমকাইতলা যা সন্ত্রাসের জন্য শিরোনামে উঠে এসেছিল l সেই সময় লাল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বর্তমান শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সন্ত্রাসের বাতাবরণে বারবার আক্রান্ত হয়েছিল বর্তমান শাসক তৃণমূল কংগ্রেস কিন্তু এখন উলট পুরাণ l ক্ষমতায় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি আক্রান্ত l ঘটনা সুত্রে জানা যায় এই দিন চলার কাদড়াতে একটি বুথ মিটিং এর আয়োজন করেছিল বিজেপি ,এই মিটিং এ এলাকার বেশকিছু বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্ব ওখানে মিটিং শুরু করেছিলেন কিন্তু বিজেপির অভিযোগ মিটিং চলাকালীন তৃণমূলের সন্ত্রাস বাহিনী বোমা বন্দুক নিয়ে পুলিশের হামলা চালায় মিটিং এর উপর l এলোপাথাড়ি বোমা ও ভজালির কোপে আহত হয় বিজেপির 8 সদস্য যাদের অবস্থা গুরুতর l এছাড়াও ঘটনার পর থেকে নিখোঁজ 3 বিজেপি কর্মী ,যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না l এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতা কর্মীরা l বিজেপি জেলা সভাপতি সমিত দাস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ ফেটে পড়েন l তিনি বলেন যে ভাবে পুলিশ দলদাস হয়ে তৃণমূলের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং সন্ত্রাসে মদত দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত l পাশাপাশি তিনি বলেন তৃণমূলের লোকজন বোমা-গুলি এবং ভোজালি নিয়ে প্রস্তুত হয়েছিল সেটা স্থানীয় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল এবং তাদের নেতৃত্বে এই ঘটনা হয়েছে যা নিন্দনীয় l আমরা দেখেছি পুলিশ প্রশাসন এখানে চেক পোস্ট করেছে শুধু বালি গাড়ি থেকে কাট মানি পাওয়ার লোভে ,তাই আমরা পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে যাচ্ছি আগামীকাল 12 ঘন্টার গড়বেতা বন্ধ হবে এবং বালি গাড়ি চললেই তা সারি সারি আগুন ধরিয়ে দেওয়া হবে l ঘটনার পর থেকে এলাকার 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি কর্মীরা l
Last Updated : Jun 27, 2019, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.