উত্তরপাড়া, 13 মার্চ : তৃণমূলের কেউ মারা গেলে, কেউ খুন হলে , বা কেউ যদি পা পিছলেও মারা যায় তৃণমূলের লোকজন বলে BJP নেতারা দায়ি । তৃণমূলের সত্যজিৎ বিশ্বাস খুনের সঙ্গে আমাদের ওখানকার MP-র কোনও সম্পর্ক নেই ৷ মুকুল রায়েরও কোন সম্পর্ক নেই ঘটনার সঙ্গে ৷ পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত । তৃণমূল তাঁদের চাপে রাখতে চায় ও প্যাঁচে ফেলতে চায় ৷ গতকাল উত্তরপাড়ায় BJP এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন BJP নেতা সায়ন্তন বসু ৷
তিনি আরও বলেন, মুকুল রায় এবং জগন্নাথ সরকারের বিরুদ্ধে তৃণমূল যে মামলা করেছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আমরা তাঁদের সঙ্গে আছি । হাজার জেরা করেও CID কোনওভাবে মুকুল রায়দের জড়াতে পারবে না । জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার প্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু বলেন, জলের ট্যাঙ্ক এর সংস্কার করা দরকার । উত্তরপাড়ায় সাংগঠনিক কার্যক্রমে এসে তিনি বলেন , জলের ট্যাঙ্কগুলো সংস্কার করলে এই দুর্ঘটনা ঘটত না । বারবার জলের ট্যাঙ্ক দুর্ঘটনা ঘটছে এটা চিন্তার বিষয় ।
তিনি আরও বলেন, ‘‘সাংবাদিকদের সাথে যোগাযোগ করুক, দিদিকে বলুক, গেরুয়া হোডিং লাগাক এসব করে কিছু হবে না । মানুষ জানে তৃণমূল কংগ্রেস মানে কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে অত্যাচার, তৃণমূল কংগ্রেস মানে পুলিশি নির্যাতন ৷ তৃণমূল কাউন্সিলরদের ঘরে ঘরে উন্নয়নের বার্তা । কিন্তু তৃণমূলের উন্নয়ন রাস্তাঘাটে দেখা যাবে না । অনুব্রত মণ্ডলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে । তৃণমূলের বাড়িতে গেলে উন্নয়ন দেখতে পাবেন । দিদি লন্ডন বানাতে গিয়েছিলেন কলকাতাকে৷ কিন্তু লন্ডন বানাতে পারেননি, লাহোর বানিয়ে ছেড়ে দিয়েছেন । আমরা ক্ষমতায় আসলে লন্ডনে বানাব না, লাহোরও বানাব না ৷ উন্নত কলকাতা বানাব ৷"