ETV Bharat / state

Hooghly Fraud Case : মডেলিংয়ের জন্য ফোটোশুট করিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার অভিযুক্ত

ফোটোশুটের নামে প্রতারণার অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার করা হল এক যুবককে (Fashion Photographer Arrest for Fraud Case) ৷ অভিযোগ ব্রাইডাল ও মডেল শুটের নামে মহিলাদের গয়না লুট করত কৃষ্ণ ঘোষ নামে ওই যুবক ৷ তিনি মহিলাদের বোল্ড ছবি তুলতেন ৷ এর পর সেই ছবিগুলি ব্য়বহার করেই তাঁদের ব্ল্যাকমেল করা হত (Hooghly Fraud Case) ৷

Hooghly Fraud Case
Hooghly Fraud Case
author img

By

Published : Dec 19, 2021, 2:07 PM IST

চুঁচুড়া, 19 ডিসেম্বর : সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ফোটোশুটের প্রচার ৷ তার মাধ্যমে মোটা টাকা উপার্জনের টোপ ৷ সেই ফাঁদে পা দিয়ে নিজের সোনার গয়না খোয়ালেন এক মহিলা ৷ ব্রাইডাল ফোটোশুটের নামে ওই মহিলার সমস্ত গয়না লুট করে নেওয়ারও অভিযোগ উঠেছে কৃষ্ণ ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে (Fashion Photographer Arrested for Fraud Case) ৷ চুঁচুড়া স্টেশনের কাছে একটি আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Hooghly Fraud Case) ৷

গত দু’বছর ধরে চুঁচুড়ার একটি আবাসনে ভাড়া থাকতেন শিলিগুড়ির বাসিন্দা কৃষ্ণ ঘোষ ৷ সেখানেই বিভিন্ন মডেল শুট করতেন তিনি ৷ মাস চারেক আগে ব্যান্ডেলের বাসিন্দা এক মহিলা চুঁচুড়া থানায় তাঁর গয়না লুটের অভিযোগ জানান ৷ এ বার শনিবার বাগুইআটির 2 মহিলা একই অভিযোগ জানান ওই মডেল ফোটোগ্রাফারের বিরুদ্ধে ৷ তার পরই নড়েচড়ে বসে পুলিশ ৷ মোবাইলের টাওয়ার লোকেশন থেকে অভিযুক্তকে তাঁর চুঁচুড়ার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ (Chinsura Police Arrest Fashion Photographer) ৷ কৃষ্ণ ঘোষ আর কাদের সঙ্গে প্রতারণা করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : Gaighata Fraud Lynching : গয়না পরিষ্কারের নামে চুরির চেষ্টা, দুই প্রতারককে গণধোলাই

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ফেসবুকে মডেল শুটের নামে মহিলাদের নিজের জালে ফাঁসাতেন কৃষ্ণ ৷ মডেল শুটের নামে মোটা টাকার টোপ দিতেন তিনি ৷ শনিবার কৃষ্ণ ঘোষকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ তারপর মোবাইল নম্বরের টাওয়া লোকেশন ট্র্যাক করে কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ, বিভিন্ন মডেল শুটের নামে মহিলাদের বোল্ড ফোটোশুট করতেন কৃষ্ণ ৷ পরে সেই ছবি দেখি ব্ল্যাকমেল করতেন তিনি ৷ পুলিশ জানতে পেরেছে সম্প্রতি এক সোনার দোকানে সোনার গয়না বন্দক রেখে টাকা তুলেছেন কৃষ্ণ ৷ তাঁর ব্যাঙ্ক লেনদেনের তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

চুঁচুড়া, 19 ডিসেম্বর : সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ফোটোশুটের প্রচার ৷ তার মাধ্যমে মোটা টাকা উপার্জনের টোপ ৷ সেই ফাঁদে পা দিয়ে নিজের সোনার গয়না খোয়ালেন এক মহিলা ৷ ব্রাইডাল ফোটোশুটের নামে ওই মহিলার সমস্ত গয়না লুট করে নেওয়ারও অভিযোগ উঠেছে কৃষ্ণ ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে (Fashion Photographer Arrested for Fraud Case) ৷ চুঁচুড়া স্টেশনের কাছে একটি আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Hooghly Fraud Case) ৷

গত দু’বছর ধরে চুঁচুড়ার একটি আবাসনে ভাড়া থাকতেন শিলিগুড়ির বাসিন্দা কৃষ্ণ ঘোষ ৷ সেখানেই বিভিন্ন মডেল শুট করতেন তিনি ৷ মাস চারেক আগে ব্যান্ডেলের বাসিন্দা এক মহিলা চুঁচুড়া থানায় তাঁর গয়না লুটের অভিযোগ জানান ৷ এ বার শনিবার বাগুইআটির 2 মহিলা একই অভিযোগ জানান ওই মডেল ফোটোগ্রাফারের বিরুদ্ধে ৷ তার পরই নড়েচড়ে বসে পুলিশ ৷ মোবাইলের টাওয়ার লোকেশন থেকে অভিযুক্তকে তাঁর চুঁচুড়ার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ (Chinsura Police Arrest Fashion Photographer) ৷ কৃষ্ণ ঘোষ আর কাদের সঙ্গে প্রতারণা করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : Gaighata Fraud Lynching : গয়না পরিষ্কারের নামে চুরির চেষ্টা, দুই প্রতারককে গণধোলাই

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ফেসবুকে মডেল শুটের নামে মহিলাদের নিজের জালে ফাঁসাতেন কৃষ্ণ ৷ মডেল শুটের নামে মোটা টাকার টোপ দিতেন তিনি ৷ শনিবার কৃষ্ণ ঘোষকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ তারপর মোবাইল নম্বরের টাওয়া লোকেশন ট্র্যাক করে কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ, বিভিন্ন মডেল শুটের নামে মহিলাদের বোল্ড ফোটোশুট করতেন কৃষ্ণ ৷ পরে সেই ছবি দেখি ব্ল্যাকমেল করতেন তিনি ৷ পুলিশ জানতে পেরেছে সম্প্রতি এক সোনার দোকানে সোনার গয়না বন্দক রেখে টাকা তুলেছেন কৃষ্ণ ৷ তাঁর ব্যাঙ্ক লেনদেনের তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.