ETV Bharat / state

অধ্যাপক হতে চায় CBSE-তে রাজ্যে প্রথম শুভশ্রী

CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম শুভশ্রী রক্ষিত ইংরেজি অনার্স নিয়ে সেন্ট জ়েভিয়ার্সে পড়াশোনা করতে চায় ৷ ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে রয়েছে তার ৷

author img

By

Published : Jul 16, 2020, 9:00 AM IST

shubhshree  Rakshit
শুভশ্রী রক্ষিত

চুঁচুড়া, 16 জুলাই: CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে ভদ্রেশ্বরের শুভশ্রী রক্ষিত ৷ চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্রী শুভশ্রীর প্রাপ্ত নম্বর 496 ৷ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, আগামীদিনে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হতে চায় সে ৷

পরীক্ষার ফল নিয়ে কী আশা ছিল তার ? শুভশ্রী বলে, ‘‘এত ভালো ফল হবে তা নিজেও আশা করিনি ৷ রাজ্যে প্রথম হয়েছি, এটি খুবই আনন্দের বিষয় ৷ সারা বছর মন দিয়ে প্রজেক্ট ও পরীক্ষা দিয়েছি । স্কুল শেষে বাড়িতে 10 ঘণ্টা পড়াশোনা করতাম । পরিশ্রমের ফল পেয়েছি, এতেই খুশি আমি ৷ ’’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুভশ্রী জানায়, ‘‘আমার প্রিয় বিষয় ইংরেজি ৷ তবে সবচেয়ে ভালো নম্বর পেয়েছি সাইকোলজিতে ৷ আমার সেন্ট জ়েভিয়ার্সে ইংরেজি অনার্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে ৷ তারপর অধ্যাপনা করতে চাই ৷ ’’

অবসর সময়ে গল্পের বই পড়তে ও নাচ করতে ভালো লাগে শুভশ্রীর । ফেলুদা ও কাকাবাবুর মতো গোয়েন্দা গল্প পড়তে বেশি ভালো লাগে ।

কোরোনা সংক্রমণ কতটা প্রভাব ফেলেছে ? শুভশ্রী বলে, ‘‘ কোরোনা সংক্রমণের জন্য পড়াশোনা নিয়ে যথেষ্ট চিন্তায় আছি । কারণ কলেজে ভরতি ও পড়াশোনার বিষয়টা হয়তো পুরোটাই অনলাইনে হবে । কী পরিস্থিতি হবে, তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয় । তবে আশা করছি দ্রুত কোরোনা সংক্রমণ থেকে আমরা রেহাই পাব । বাকিদের মতো কলেজ করতে পারব । এটা সম্পূর্ণ ভবিষ্যতের বিষয় ।’’

শুভশ্রীর বাবা বলেন, "প্রথম থেকেই শুভশ্রী বলেছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না ৷ আর্টস নিয়ে পড়তে চায় । সেইমতোই ওকে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে দিই ৷ আমি ওকে জোর করিনি । আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল মেয়ে যাতে ভালো ফল করে এবং সেন্ট জ়েভিয়ার্সে পড়াশোনা করতে পারে । যাতে সরাসরি কলেজে ভরতি হতে পারে, সেই কথাই সবসময় বলতাম । কথামতোই নম্বর পেয়ে আমাদের মুখ রেখেছে, এতে আমি খুব খুশি ।

চুঁচুড়া, 16 জুলাই: CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে ভদ্রেশ্বরের শুভশ্রী রক্ষিত ৷ চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের ছাত্রী শুভশ্রীর প্রাপ্ত নম্বর 496 ৷ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, আগামীদিনে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হতে চায় সে ৷

পরীক্ষার ফল নিয়ে কী আশা ছিল তার ? শুভশ্রী বলে, ‘‘এত ভালো ফল হবে তা নিজেও আশা করিনি ৷ রাজ্যে প্রথম হয়েছি, এটি খুবই আনন্দের বিষয় ৷ সারা বছর মন দিয়ে প্রজেক্ট ও পরীক্ষা দিয়েছি । স্কুল শেষে বাড়িতে 10 ঘণ্টা পড়াশোনা করতাম । পরিশ্রমের ফল পেয়েছি, এতেই খুশি আমি ৷ ’’ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুভশ্রী জানায়, ‘‘আমার প্রিয় বিষয় ইংরেজি ৷ তবে সবচেয়ে ভালো নম্বর পেয়েছি সাইকোলজিতে ৷ আমার সেন্ট জ়েভিয়ার্সে ইংরেজি অনার্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে ৷ তারপর অধ্যাপনা করতে চাই ৷ ’’

অবসর সময়ে গল্পের বই পড়তে ও নাচ করতে ভালো লাগে শুভশ্রীর । ফেলুদা ও কাকাবাবুর মতো গোয়েন্দা গল্প পড়তে বেশি ভালো লাগে ।

কোরোনা সংক্রমণ কতটা প্রভাব ফেলেছে ? শুভশ্রী বলে, ‘‘ কোরোনা সংক্রমণের জন্য পড়াশোনা নিয়ে যথেষ্ট চিন্তায় আছি । কারণ কলেজে ভরতি ও পড়াশোনার বিষয়টা হয়তো পুরোটাই অনলাইনে হবে । কী পরিস্থিতি হবে, তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয় । তবে আশা করছি দ্রুত কোরোনা সংক্রমণ থেকে আমরা রেহাই পাব । বাকিদের মতো কলেজ করতে পারব । এটা সম্পূর্ণ ভবিষ্যতের বিষয় ।’’

শুভশ্রীর বাবা বলেন, "প্রথম থেকেই শুভশ্রী বলেছিল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না ৷ আর্টস নিয়ে পড়তে চায় । সেইমতোই ওকে পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে দিই ৷ আমি ওকে জোর করিনি । আমাদের প্রথম থেকেই ইচ্ছে ছিল মেয়ে যাতে ভালো ফল করে এবং সেন্ট জ়েভিয়ার্সে পড়াশোনা করতে পারে । যাতে সরাসরি কলেজে ভরতি হতে পারে, সেই কথাই সবসময় বলতাম । কথামতোই নম্বর পেয়ে আমাদের মুখ রেখেছে, এতে আমি খুব খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.