ETV Bharat / state

হরিপালে বাস-মারুতি সংঘর্ষ, আহত 10

author img

By

Published : Jun 16, 2020, 9:42 PM IST

হরিপালে বাস ও মারুতির সংঘর্ষ । নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উলটে যায় বাস । আহত হয়েছেন মোট দশজন ।

bus
বাস

হুগলি, 16 জুন : হরিপালের সিপাইগাছিতে মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নয়নজুলিতে উলটে গেল বাস । আহত হয়েছেন দশজন । গুরুতর আহত হয়েছেন মারুতি গাড়ির চালক । আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতাল ও শিয়াখালা বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ দুর্ঘটনাটি ঘটে হরিপাল থানার অহল্যাবাই রোডের সিপাইগাছি এলাকায় । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গেছিল । তারকেশ্বরের চাঁপাডাঙা থেকে দক্ষিণেশ্বর 26 নম্বর রুটের একটি বাসের সঙ্গে চণ্ডীতলার দিক থেকে আসা মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় । এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়নজুলিতে উলটে যায় । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিপাল থানার পুলিশ । ক্রেনের সাহায্যে বাসটিকে তোলা হয় । দুর্ঘটনায় মারুতি গাড়ির সামনের অংশ দুমড়ে যায় ।

bus
নয়ানজুলিতে উলটে গেছে বাস

স্থানীয়দের অভিযোগ, মারুতি গাড়িতে থাকা সকলেই মত্ত অবস্থায় ছিলেন । মারুতি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক । বাকি তিনজনের আঘাত গুরতর না হলেও তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে বাসে যাত্রী সংখ্যা ছিল দশজনের মতো । তাঁদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন । তাঁদেরও সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে পুলিশের সহযোগিতায় ।

হুগলি, 16 জুন : হরিপালের সিপাইগাছিতে মারুতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নয়নজুলিতে উলটে গেল বাস । আহত হয়েছেন দশজন । গুরুতর আহত হয়েছেন মারুতি গাড়ির চালক । আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতাল ও শিয়াখালা বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ দুর্ঘটনাটি ঘটে হরিপাল থানার অহল্যাবাই রোডের সিপাইগাছি এলাকায় । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচণ্ড বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গেছিল । তারকেশ্বরের চাঁপাডাঙা থেকে দক্ষিণেশ্বর 26 নম্বর রুটের একটি বাসের সঙ্গে চণ্ডীতলার দিক থেকে আসা মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় । এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়নজুলিতে উলটে যায় । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিপাল থানার পুলিশ । ক্রেনের সাহায্যে বাসটিকে তোলা হয় । দুর্ঘটনায় মারুতি গাড়ির সামনের অংশ দুমড়ে যায় ।

bus
নয়ানজুলিতে উলটে গেছে বাস

স্থানীয়দের অভিযোগ, মারুতি গাড়িতে থাকা সকলেই মত্ত অবস্থায় ছিলেন । মারুতি গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক । বাকি তিনজনের আঘাত গুরতর না হলেও তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্যদিকে বাসে যাত্রী সংখ্যা ছিল দশজনের মতো । তাঁদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন । তাঁদেরও সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে পুলিশের সহযোগিতায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.