ETV Bharat / state

মোবাইল চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন - hoogly

কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল হুগলির কামারকুণ্ডুতে । মোবাইল চোর সন্দেহে মারা হয় তাকে ।

মোবাইল চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে খুন
author img

By

Published : Jul 31, 2019, 12:48 PM IST

কামারকুণ্ডু (হুগলি), 31 জুলাই : মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম দীপক মাহাত (17) । পেশায় ঠিকা শ্রমিক দীপকের বাড়ি নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায় । ঘটনাটি হুগলির কামারকুণ্ডু এলাকার ।

বেশ কয়েকদিন ধরেই কামারকুণ্ডুতে রেল লাইনের কাজ চলছে । সেই কাজের দায়িত্বে আছে ঠিকাদাররা । সেই ঠিকাদারের অধীনেই কাজ করত দীপক । গতরাতে এক ঠিকাদার সুপারভাইজ়ারের তাঁবুতে ঢোকে দীপক । সুপারভাইজ়ার অভিযোগ করে, দীপক তার মোবাইল চুরি করতেই তাঁবুতে ঢুকেছিল । এরপর অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে এসে দীপককে একটি খুঁটিতে বেঁধে ফেলে সুপারভাইজ়ার । বেধড়ক মারধর করা হয় ।

ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা এসে দীপককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় দীপকের । জানা গেছে মুর্শিদাবাদ, বীরভূমের পাঁকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 50 জন কর্মী দীপকের সঙ্গে কাজ করত কামারকুণ্ডুতে । ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে তাদের মধ্যে অনেকজন । কয়েকজনকে অবশ্য স্থানীয়রা আটকে রেখে পুলিশকে খবর দেয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি এক কিশোর কী করে ঠিকা শ্রমিক হিসেবে কাজে যোগ দিল, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

কামারকুণ্ডু (হুগলি), 31 জুলাই : মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম দীপক মাহাত (17) । পেশায় ঠিকা শ্রমিক দীপকের বাড়ি নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায় । ঘটনাটি হুগলির কামারকুণ্ডু এলাকার ।

বেশ কয়েকদিন ধরেই কামারকুণ্ডুতে রেল লাইনের কাজ চলছে । সেই কাজের দায়িত্বে আছে ঠিকাদাররা । সেই ঠিকাদারের অধীনেই কাজ করত দীপক । গতরাতে এক ঠিকাদার সুপারভাইজ়ারের তাঁবুতে ঢোকে দীপক । সুপারভাইজ়ার অভিযোগ করে, দীপক তার মোবাইল চুরি করতেই তাঁবুতে ঢুকেছিল । এরপর অন্যান্য শ্রমিকদের সঙ্গে নিয়ে এসে দীপককে একটি খুঁটিতে বেঁধে ফেলে সুপারভাইজ়ার । বেধড়ক মারধর করা হয় ।

ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা এসে দীপককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয় দীপকের । জানা গেছে মুর্শিদাবাদ, বীরভূমের পাঁকুর সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 50 জন কর্মী দীপকের সঙ্গে কাজ করত কামারকুণ্ডুতে । ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে তাদের মধ্যে অনেকজন । কয়েকজনকে অবশ্য স্থানীয়রা আটকে রেখে পুলিশকে খবর দেয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি এক কিশোর কী করে ঠিকা শ্রমিক হিসেবে কাজে যোগ দিল, তাও খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:Body:চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুন এক নাবালক ঠিকা শ্রমিককে।ঘটনা হুগলীর কামারকুন্ডু এলাকার।মৃত শ্রমিকের নাম দীপক মাহাতো(১৭) বাড়ি নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায়।

বেশ কয়েক মাস ধরেই কামার কুন্ডু রেল লাইলে কাজ চলছিল।কাজের দায়িত্ব ছিল ঠিকাদার দের।ঠিকাদারের অধীনে কাজ করছিল বেশ কয়েক শো শ্রমিক।
অভিযোগ গতকাল রাত্রে ওই মৃত শ্রমিক দায়িত্বে থাকা এক সুপার ভাইজারের তাঁবুতে ঢোকে। সেই সময় তাকে মোবাইল চোর অপবাদ দিয়ে একটি খুঁটির মধ্যে বেঁধে রাখে এবং তাকে সারা রাত ব্যাপক মারধোর কর হয়।মারধরের অভিযোগ দায়িত্বে থাকা সুপার ভাইজার এবং অন্যান্ন শ্রমিকদের বিরুদ্ধে।ভোরের দিকে লুটিয়ে পড়ে ওই শ্রমিক।সকালে তাকে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যায় সুপারভাইজার সহ কয়েক জন শ্রমিক।হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।
জানা গেছে মুর্শিদাবাদ, এবং বীরভূমের পাকুর সহ অন্যান্ন জেলা থেকে কাজে এসেছিল জনা পঞ্চাশেক শ্রমিক।ঘটনার পরই বেশ কিছু শ্রমিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।ঘটনা জানাজানি হতেই জনা আটেক শ্রমিককে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
অন্য দিকে কিভাবে এই নাবালক শ্রমিক হিসেবে কাজে যোগদান করলো এবং মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

wb_hgl_06_kamarkundu_murdar_vis_10007
Vis_1,2,3
B_1_নাজির উদ্দিন(শ্রমিক)
B_2_শওকত আলী(শ্রমিক)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.