ETV Bharat / state

Bombing at TMC Councilor's House : তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

চুঁচুড়ার কাপাসডাঙায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ (Bombing at TMC Councilor's House in Chinsurah Municipality Area) ৷ শনিবার রাত দশটা নাগাদ কেউ বা কারা এই বোমা ছোড়ে বলে অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলরের ভাই ৷ ঘটনার সময় কাউন্সিলর নির্মল চক্রবর্তী বাড়িতে ছিলেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Bombing at TMC Councilor's House in Chinsurah Municipality Area
Bombing at TMC Councilor's House in Chinsurah Municipality Area
author img

By

Published : May 8, 2022, 9:03 AM IST

Updated : May 8, 2022, 9:41 AM IST

চুঁচুড়া, 8 মে : চুঁচুড়া পৌরসভার 8 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ (Bombing at TMC Councilor's House in Chinsurah Municipality Area) ৷ শনিবার রাত 10টা নাগাদ তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কাপাসডাঙার বাড়ির দেওয়ালে কেউ বা কারা বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে ৷ নির্মল চক্রবর্তীর ভাই আগুনের ফুলকি দেখতে পান বলে জানা গিয়েছে ৷ ঘটনার সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না ৷ তিনি দলীয় কার্যালয়ে ছিলেন সেই সময় ৷ চন্দননগর কমিশনারেট ঘটনার তদন্ত শুরু করেছে ৷

কাউন্সিলরকে তাঁর ভাই ফোন করে ঘটনার কথা জানান ৷ এর পর তিনি চুঁচুড়া থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী ৷ তবে, স্থানীয় বিজেপি নেতৃত্ব পুরো ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকেই দায়ী করেছেন ৷ পুলিশ তৃণমূল কাউন্সিলর এবং তাঁর প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ৷ কী ধরনের বোমা ফাটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

অন্যদিকে, বোমাবাজির খবর পেয়ে কাউন্সিলরের বাড়িতে যান চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃণমূলের অন্যান্য নেতারা ৷ তৃণমূলের আরেক কাউন্সিলর জয়দেব সাহা এই ঘটনায় সরাসরি বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেন ৷ বিজেপিই দুষ্কৃতী লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ

আরও পড়ুন : Bombing On TMC Leader House : দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, রাজনৈতিক চাপানউতোর

যদিও তৃণমূলের সব অভিযোগ খারিজ করেছেন স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ ৷ তিনি পাল্টা অভিযোগ করেন, কয়েকদিন আগেই তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী এবং স্থানীয় বিধায়কের লোকজনের মধ্যে মারামারি হয়েছিল ৷ বিধায়ক নাকি নিজেই অভিযোগ করেছেন, তাঁর দলের নেতাকর্মীরা চোর-ডাকাত ৷ এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

চুঁচুড়া, 8 মে : চুঁচুড়া পৌরসভার 8 নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ (Bombing at TMC Councilor's House in Chinsurah Municipality Area) ৷ শনিবার রাত 10টা নাগাদ তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কাপাসডাঙার বাড়ির দেওয়ালে কেউ বা কারা বোমা ছোড়ে বলে অভিযোগ ৷ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে ৷ নির্মল চক্রবর্তীর ভাই আগুনের ফুলকি দেখতে পান বলে জানা গিয়েছে ৷ ঘটনার সময় কাউন্সিলর বাড়িতে ছিলেন না ৷ তিনি দলীয় কার্যালয়ে ছিলেন সেই সময় ৷ চন্দননগর কমিশনারেট ঘটনার তদন্ত শুরু করেছে ৷

কাউন্সিলরকে তাঁর ভাই ফোন করে ঘটনার কথা জানান ৷ এর পর তিনি চুঁচুড়া থানায় খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে ৷ এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী ৷ তবে, স্থানীয় বিজেপি নেতৃত্ব পুরো ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকেই দায়ী করেছেন ৷ পুলিশ তৃণমূল কাউন্সিলর এবং তাঁর প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ৷ কী ধরনের বোমা ফাটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

অন্যদিকে, বোমাবাজির খবর পেয়ে কাউন্সিলরের বাড়িতে যান চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃণমূলের অন্যান্য নেতারা ৷ তৃণমূলের আরেক কাউন্সিলর জয়দেব সাহা এই ঘটনায় সরাসরি বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেন ৷ বিজেপিই দুষ্কৃতী লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ

আরও পড়ুন : Bombing On TMC Leader House : দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, রাজনৈতিক চাপানউতোর

যদিও তৃণমূলের সব অভিযোগ খারিজ করেছেন স্থানীয় বিজেপি নেতা সুরেশ সাউ ৷ তিনি পাল্টা অভিযোগ করেন, কয়েকদিন আগেই তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী এবং স্থানীয় বিধায়কের লোকজনের মধ্যে মারামারি হয়েছিল ৷ বিধায়ক নাকি নিজেই অভিযোগ করেছেন, তাঁর দলের নেতাকর্মীরা চোর-ডাকাত ৷ এ সবই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

Last Updated : May 8, 2022, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.