চুঁচুড়া, 27 অক্টোবর: ত্রিকোণ প্রেমের জেরে অপহৃত হয়েছিলেন চুঁচুড়ার যুবক ৷ এবার তাঁর মৃতদেহ উদ্ধার হল । মৃতের নাম বিষ্ণু মাল । অভিযোগ, গত 10 অক্টোবর কামারপাড়ার বাড়ি থেকে বিষ্ণু মালকে তুলে নিয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস । আজ যুবকের টুকরো টুকরো করা মৃতদেহ উদ্ধার হল বৈদ্যবাটির দিল্লি রোডের পাশ থেকে । ঘটনায় ধৃত বিশালের সঙ্গী কৃষ্ণ মণ্ডল ওরফে রামকৃষ্ণ ও রাজকুমার প্রামাণিক ওরফে রাকেশকে আটক করেছে পুলিশ । তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিষ্ণুকে তুলে নিয়ে যাওয়ার পরই তাঁর হাত-পা কেটে নৃশংসভাবে খুন করা হয় ।
জানা গিয়েছে, দুষ্কৃতী বিশাল দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চুঁচুড়ার একটি মেয়ের । তারই সঙ্গে কামারপাড়ার বিষ্ণুর সম্পর্ক গড়ে ওঠে । সেই কথা জানতে পেরে, জেলবন্দি অবস্থাতেই বিষ্ণুকে হুমকি দিয়েছিল বিশাল ৷ সেই হুমকিতে পাত্তা দেয়নি বিষ্ণু ৷ এরপর জেল থেকে ছাড়া পেয়েই বিষ্ণুকে অপহরণ করে বিশাল ৷ আজ তাঁর খণ্ড খণ্ড উদ্ধার হল । বিষ্ণ মালের দেহ শ্রীরামপুর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে ৷ দেহ চিহ্নিত করতে বিষ্ণুর পরিবারকে সেখানেই ডাকা হয় । এদিকে মূল অভিযুক্ত বিশাল এখনও অধরা ।
বিষ্ণুর বোন কাজল মাল বলেন, "ওই মেয়েটির সঙ্গে বিশালের সম্পর্ক থাকা সত্বেও বিষ্ণুর সঙ্গে সে সম্পর্ক করে । সেই আক্রোশেই দাদাকে নৃশংসভাবে খুন করেছে বিশাল ৷ আমরা চাই বিশালের উপযুক্ত শাস্তি হোক ।"