ETV Bharat / state

Locket Slams Mamata: বাংলায় হিংসা নিয়ে মমতার পদত্যাগ ও এনআইএ তদন্তের দাবি লকেটের - বাংলায় হিংসা নিয়ে এনআইএ তদন্তের দাবি লকেটের

নয়াদিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷ তিনি মমতার পদত্যাগও দাবি করেছেন ৷ এই ঘটনায় এনআইএ তদন্তেরও দাবি তুলেছেন হুগলির সাংসদ ৷

Locket Slams Mamata
Locket Slams Mamata
author img

By

Published : Apr 3, 2023, 4:26 PM IST

Updated : Apr 3, 2023, 6:11 PM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল: পশ্চিমবঙ্গে হওয়া সাম্প্রতিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুললেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় ৷ সোমবার তিনি এই হিংসার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন বাংলার তিন গেরুয়া সাংসদ ৷ সেখানেই লকেট চট্টোপাধ্যায় এই দাবি করেন ৷

এদিনের সাংবাদিক বৈঠকে লকেট ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ৷ সেখানে লকেট অভিযোগ করেন, রামনবমীর শোভাযাত্রা ঘিরে বাংলায় যে অশান্তি ছড়িয়েছে, তার পরিকল্পনা আগে থেকেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যালঘু ভোটব্য়াংক ধরে রাখতে ও সংখ্যালঘুদের খুশি করতেই মমতা এই পরিকল্পনা করেন ৷

এখানেই না থেমে লকেটের দাবি, মমতা বাংলায় তোষণের রাজনীতি করছেন ৷ তাই এই রাজ্যে হিন্দুরা বিপদের মুখে রয়েছেন ৷ এমনকী, মমতাকে মিথ্যাবাদী বলেও দাবি করেছেন তিনি ৷ কারণ, গত শুক্রবার এই ঘটনার পুরো দায় বিজেপির উপর চাপিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই এই ঘটনায় মমতার পদত্যাগ চাওয়ার পাশাপাশি এনআইএ তদন্তেরও দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷

একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, পুরোটাই কেন্দ্রের সরকারের নজরে রয়েছে ৷ এদিনের সাংবাদিক বৈঠক থেকে লকেট জানিয়েছেন, বিজেপি এই নিয়ে লড়াই করছে ৷ আগামিদিনেও করবে ৷ আর বাংলার বর্তমান পরিস্থিতিকে তিনি জম্মু ও কাশ্মীরের আগের অবস্থার সঙ্গেও তুলনা করেছেন ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রামনবমীর দিন হাওড়ার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে ৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন ৷ সিআইডি তদন্ত শুরু করেছে ৷ রাজ্যের শীর্ষস্তরের পুলিশ আধিকারিকদের এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ৷

যদিও শুরু থেকেই এই নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেস ও বাংলার সরকারকেই কাঠগড়ায় তুলেছে ৷ তার উপর রবিবার নতুন করে অশান্তি ছড়ায় হুগলির রিষড়ায় ৷ ফলে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ সোমবার আরও বাড়িয়েছে বিজেপি ৷ যার ফলসরূপ নয়াদিল্লিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুগলির সাংসদ ৷

উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিএমের শ্রুতিনাথ প্রহরাজ বলেন, ‘‘ধর্ম নিয়ে রাজনীতি ও হিংসা ছড়ানোর ব্যাপারে বিজেপি স্বীকৃতি অর্জন করেছে । রিষড়ার এই ঘটনার ব্যাপারে তৃণমূল সরকারের দায়িত্বজ্ঞানহীন ভূমিকা আছে । একই ভাবে বিজেপির ভূমিকা আছে ৷ তদন্ত হলে এটা প্রমাণিত হয় যাবে । স্বরাষ্ট্র দফতর যে কাজ করছে না, এটা বলার অপেক্ষা রাখে না ।’’

তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন, ‘‘রিষড়ায় কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেছে ! আমার কখনোই চাই না মানুষের মধ্যে অশান্তি হোক । কিছু মানুষ চাইছেন বিশৃঙ্খলা হোক । দায়িত্বশীল কর্মী হিসেবে আমার চাই রিষড়া মতো কোনও ঘটনা না ঘটুক ।’’

আরও পড়ুন: 'সত্য চাপতেই আমাদের আটকানো হচ্ছে' ! রিষড়ায় ঢুকতে না পেরে তোপ সুকান্তর

নয়াদিল্লি, 3 এপ্রিল: পশ্চিমবঙ্গে হওয়া সাম্প্রতিক হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুললেন হুগলির সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায় ৷ সোমবার তিনি এই হিংসার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এদিন নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করেন বাংলার তিন গেরুয়া সাংসদ ৷ সেখানেই লকেট চট্টোপাধ্যায় এই দাবি করেন ৷

এদিনের সাংবাদিক বৈঠকে লকেট ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ৷ সেখানে লকেট অভিযোগ করেন, রামনবমীর শোভাযাত্রা ঘিরে বাংলায় যে অশান্তি ছড়িয়েছে, তার পরিকল্পনা আগে থেকেই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সংখ্যালঘু ভোটব্য়াংক ধরে রাখতে ও সংখ্যালঘুদের খুশি করতেই মমতা এই পরিকল্পনা করেন ৷

এখানেই না থেমে লকেটের দাবি, মমতা বাংলায় তোষণের রাজনীতি করছেন ৷ তাই এই রাজ্যে হিন্দুরা বিপদের মুখে রয়েছেন ৷ এমনকী, মমতাকে মিথ্যাবাদী বলেও দাবি করেছেন তিনি ৷ কারণ, গত শুক্রবার এই ঘটনার পুরো দায় বিজেপির উপর চাপিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই এই ঘটনায় মমতার পদত্যাগ চাওয়ার পাশাপাশি এনআইএ তদন্তেরও দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায় ৷

একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, পুরোটাই কেন্দ্রের সরকারের নজরে রয়েছে ৷ এদিনের সাংবাদিক বৈঠক থেকে লকেট জানিয়েছেন, বিজেপি এই নিয়ে লড়াই করছে ৷ আগামিদিনেও করবে ৷ আর বাংলার বর্তমান পরিস্থিতিকে তিনি জম্মু ও কাশ্মীরের আগের অবস্থার সঙ্গেও তুলনা করেছেন ৷

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রামনবমীর দিন হাওড়ার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে ৷ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন ৷ সিআইডি তদন্ত শুরু করেছে ৷ রাজ্যের শীর্ষস্তরের পুলিশ আধিকারিকদের এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ৷

যদিও শুরু থেকেই এই নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেস ও বাংলার সরকারকেই কাঠগড়ায় তুলেছে ৷ তার উপর রবিবার নতুন করে অশান্তি ছড়ায় হুগলির রিষড়ায় ৷ ফলে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ সোমবার আরও বাড়িয়েছে বিজেপি ৷ যার ফলসরূপ নয়াদিল্লিতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুগলির সাংসদ ৷

উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক সিপিএমের শ্রুতিনাথ প্রহরাজ বলেন, ‘‘ধর্ম নিয়ে রাজনীতি ও হিংসা ছড়ানোর ব্যাপারে বিজেপি স্বীকৃতি অর্জন করেছে । রিষড়ার এই ঘটনার ব্যাপারে তৃণমূল সরকারের দায়িত্বজ্ঞানহীন ভূমিকা আছে । একই ভাবে বিজেপির ভূমিকা আছে ৷ তদন্ত হলে এটা প্রমাণিত হয় যাবে । স্বরাষ্ট্র দফতর যে কাজ করছে না, এটা বলার অপেক্ষা রাখে না ।’’

তৃণমূল নেতা দিলীপ যাদব বলেন, ‘‘রিষড়ায় কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেছে ! আমার কখনোই চাই না মানুষের মধ্যে অশান্তি হোক । কিছু মানুষ চাইছেন বিশৃঙ্খলা হোক । দায়িত্বশীল কর্মী হিসেবে আমার চাই রিষড়া মতো কোনও ঘটনা না ঘটুক ।’’

আরও পড়ুন: 'সত্য চাপতেই আমাদের আটকানো হচ্ছে' ! রিষড়ায় ঢুকতে না পেরে তোপ সুকান্তর

Last Updated : Apr 3, 2023, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.