ETV Bharat / state

গোঘাটে BJP নেতা খুনে দোষীদের দ্রুত শাস্তি চাই, নাহলেই আন্দোলন : সায়ন্তন - Murder

গোঘাটে BJP নেতাকে খুন করে খালের জলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু ৷

সায়ন্তন
author img

By

Published : Jul 28, 2019, 7:09 PM IST

গোঘাট, 28 জুলাই : গোঘাটে BJP-র বুথ সভাপতিকে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে গোঘাট-আরামবাগে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷

গতরাতে নকুন্ডার কোটা গ্রামের কাশীনাথ ঘোষকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয় । খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ কাশীনাথের মৃত্যুর জন্য BJP-র গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছে তারা ৷ এরপর আজ দুপুরে কাশীনাথের বাড়িতে যান সায়ন্তন ৷ তিনি বলেন, "বাড়িতে দেখা করতে এসেছি ৷ সান্ত্বনা দেওয়ার ভাষা নেই । তাঁর প্রাণ চলে গেছে, সেটা তো ফিরিয়ে দিতে পারব না । কিন্তু, তৃণমূলের দুষ্কৃতীদের যাতে শাস্তি হয় সেটা আমরা চেষ্টা করব । আন্দোলন জারি রাখব ৷"

এই সংক্রান্ত আরও খবর : গোঘাটে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত BJP কর্মীর মৃতদেহ উদ্ধার

সায়ন্তনের বক্তব্য, এটা অবশ্য বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় ৷ রাজ্যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ৷ সেজন্য তৃণমূল সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে ৷ তাঁর কথায়, "গত দেড় বছরে পশ্চিমবঙ্গে আমাদের 82 জন কার্যকতা প্রাণ হারিয়েছেন । তারপরও যারা বলছেন, পশ্চিমবঙ্গে শান্তি আছে, আইন-শৃঙ্খলা ঠিক আছে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন ।"

লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছিলেন কাশীনাথ ৷ অভিযোগ, তৃণমূলে আসার জন্য তাঁকে হুমকি দেওযা হয় ৷ ওই এলাকাতেই আজ ফিরহাদ হাকিমের সভা ছিল ৷ এনিয়ে BJP-র রাজ্য সম্পাদক বলেন, "আমিও তাই শুনেছি ৷ হুমকির রেকর্ডিংও কাশীনাথের ফোনে আছে বলে শুনছি ৷ কাজেই যারা হুমকি দিয়েছে তারাই খুন করেছে এটা পরিষ্কার । পুলিশের উচিত, আজ রাতের মধ্যে তাদের (দোষীদের) গ্রেপ্তার করা ৷ নাহলে প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে এটুকু বলতে পারি, এখানে আন্দোলন শুরু করব ৷"

কয়েকদিন আগে এলাকারই তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । অভিযুক্তদের তালিকায় ছিল কাশীনাথের নাম ৷ কাশীনাথের খুনের পিছনে কি সেই ঘটনার কোনও যোগ রয়েছে? এনিয়ে সায়ন্তন বলেন, "আমি হুগলি গ্রামীণের SP-র সঙ্গে কথা বলেছিলাম ৷ তিনি বলেছেন, FIR-এ ২২ জনের নাম আছে ৷ কিন্তু, তিনিও বিশ্বাস করেন, সকলেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন । FIR-এ নাম আছে বলে তিনি (কাশীনাথ) খুনের সঙ্গে যুক্ত এটা কীভাবে হয়? তর্কের খাতিরে যদি মেনেই নিই তিনি দোষী, তাহলে তাঁকে খুন করে ফেলতে হবে?" সায়ন্তনের বক্তব্য, তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ছ'জন গ্রেপ্তার হয়েছে ৷ কাশীনাথকে খুনের ঘটনাতেও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই ৷ তাঁর কথায়, "যাদের নাম FIR-এ থাকবে তাদের গ্রেপ্তার করা না হলে BJP কার্যকর্তারা থানায় পৌঁছে দিয়ে আসবে ৷"

গোঘাট, 28 জুলাই : গোঘাটে BJP-র বুথ সভাপতিকে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে গোঘাট-আরামবাগে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ৷

গতরাতে নকুন্ডার কোটা গ্রামের কাশীনাথ ঘোষকে খুন করে খালের জলে ফেলে দেওয়া হয় । খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ কাশীনাথের মৃত্যুর জন্য BJP-র গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছে তারা ৷ এরপর আজ দুপুরে কাশীনাথের বাড়িতে যান সায়ন্তন ৷ তিনি বলেন, "বাড়িতে দেখা করতে এসেছি ৷ সান্ত্বনা দেওয়ার ভাষা নেই । তাঁর প্রাণ চলে গেছে, সেটা তো ফিরিয়ে দিতে পারব না । কিন্তু, তৃণমূলের দুষ্কৃতীদের যাতে শাস্তি হয় সেটা আমরা চেষ্টা করব । আন্দোলন জারি রাখব ৷"

এই সংক্রান্ত আরও খবর : গোঘাটে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত BJP কর্মীর মৃতদেহ উদ্ধার

সায়ন্তনের বক্তব্য, এটা অবশ্য বিচ্ছিন্ন কোনও ঘটনা নয় ৷ রাজ্যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ৷ সেজন্য তৃণমূল সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে ৷ তাঁর কথায়, "গত দেড় বছরে পশ্চিমবঙ্গে আমাদের 82 জন কার্যকতা প্রাণ হারিয়েছেন । তারপরও যারা বলছেন, পশ্চিমবঙ্গে শান্তি আছে, আইন-শৃঙ্খলা ঠিক আছে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন ।"

লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছিলেন কাশীনাথ ৷ অভিযোগ, তৃণমূলে আসার জন্য তাঁকে হুমকি দেওযা হয় ৷ ওই এলাকাতেই আজ ফিরহাদ হাকিমের সভা ছিল ৷ এনিয়ে BJP-র রাজ্য সম্পাদক বলেন, "আমিও তাই শুনেছি ৷ হুমকির রেকর্ডিংও কাশীনাথের ফোনে আছে বলে শুনছি ৷ কাজেই যারা হুমকি দিয়েছে তারাই খুন করেছে এটা পরিষ্কার । পুলিশের উচিত, আজ রাতের মধ্যে তাদের (দোষীদের) গ্রেপ্তার করা ৷ নাহলে প্রদেশের সাধারণ সম্পাদক হিসেবে এটুকু বলতে পারি, এখানে আন্দোলন শুরু করব ৷"

কয়েকদিন আগে এলাকারই তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । অভিযুক্তদের তালিকায় ছিল কাশীনাথের নাম ৷ কাশীনাথের খুনের পিছনে কি সেই ঘটনার কোনও যোগ রয়েছে? এনিয়ে সায়ন্তন বলেন, "আমি হুগলি গ্রামীণের SP-র সঙ্গে কথা বলেছিলাম ৷ তিনি বলেছেন, FIR-এ ২২ জনের নাম আছে ৷ কিন্তু, তিনিও বিশ্বাস করেন, সকলেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন । FIR-এ নাম আছে বলে তিনি (কাশীনাথ) খুনের সঙ্গে যুক্ত এটা কীভাবে হয়? তর্কের খাতিরে যদি মেনেই নিই তিনি দোষী, তাহলে তাঁকে খুন করে ফেলতে হবে?" সায়ন্তনের বক্তব্য, তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ছ'জন গ্রেপ্তার হয়েছে ৷ কাশীনাথকে খুনের ঘটনাতেও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই ৷ তাঁর কথায়, "যাদের নাম FIR-এ থাকবে তাদের গ্রেপ্তার করা না হলে BJP কার্যকর্তারা থানায় পৌঁছে দিয়ে আসবে ৷"

Intro:nullBody:গোঘাটে বিজেপির বুথ সভাপতির খুনের ঘটনায় অপরাধীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার না করা হলে গোঘাট আরামবাগে আন্দোলন শুরু হবে। প্রচ্ছন্ন হুমকি বিজেপি রাজ্য নেতা সায়ান্তনের।

গত রাত্রে খুন করে খালের জলে ফেলা দেওয়া হয় গোঘাটের নকুন্ডা অঞ্চলের কোটা গ্রামের বিজেপির বুথ সভাপতি কাশীনাথ ঘোষকে।আজ সকালে খালের জল থেকে তার দেহ উদ্ধার হয়।তাকে খুনের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।যদিও তৃণমল অভিযোগ অস্বীকার করে বিজেপির অন্তর্দ্বন্দ্ব কেই দায়ী করেছে।
আজ কাশীনাথ ঘোষের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান বিজেপির রাজ্য নেতা সায়ান্তন বসু।

সাংবাদিকদের মুখমুখী হয়ে তিনি বলেন এই এলাকার ৫১ নম্বর বুথের বুথ সভাপতি কে আজ সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে।আমাদের বুথ সভাপতি কে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।সবারই তাই মত।তার বাড়িতে দেখা করতে এসেছি স্বান্তনা দেওয়ার ভাষা নেই।তার প্রাণ চলে গেছে সেতো ফিরিয়ে দিতে পারবো না।কিন্তু এই তৃণমূলের দুষ্কৃতীদের যাতে শাস্তি হয় সেটা আমরা চেষ্টা করবো।এই নিয়ে গত দেড় বছরে পশ্চিমবঙ্গে আমাদের ৮২ জন কার্যকতা প্রাণ হারালো।তারা পরও পশ্চিমবঙ্গে শান্তি আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে এটা যারা বলছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন।আমি আশা করবো যারা খুন করলো পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পরিবার সূত্রে জানা গেছে কাশীনাথ ঘোষ গত লোকসভা ভোটের আগে বিজেপি তে যুক্ত হন এবং পুনরায় তাকে তৃণমূলে ফেরার জন্য চাপ দেওয়া হতো,ফোন করে হুমকি দেওয়া হতো এবং আজ এই এলাকায় ফিরাদ হাকিমের সভা ছিল সেই সভায় তৃণমূলের পতাকা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল তিনি রাজি না হওয়ায় তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

এব্যাপারে সায়ান্তন বসু বলেন আমি ও তাই শুনেছি এছাড়া তাকে ফোনে হুমকি দেওয়া হতো তৃণমূলে যোগদান না করলে বিপদ আছে বলে।সেটা কাশীনাথ ঘোষের ফোনে রেকর্ডিং আছে।কাজেই যারা হুমকি দিয়েছে তারাই খুন করেছে এটা পরিষ্কার।তাদের নামই এক দুই নম্বর এফ আই আর এ থাকবে।তবে এখানে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করবো।

কিছুদিন আগে এই এলাকায় এক তৃণমূল কর্মী খুন হন সেখানে অভিযোগের তালিকায় কাশীনাথ ঘোষের নাম ছিল সেই কারনেই কি প্রতিশোধ নিতে খুন ?
এব্যাপারে সায়ান্তন বসু বলেন আমি হুগলী গ্রামীন এস পির সাথে কথা বলেছিলিম এফ আই আর এ ২২ জনের নাম আছে কিন্তু তিনিও জানেন এবং বিশ্বাস করেন সকলেই এই ঘটনার সাথে যুক্ত নন।এফ আই আর এ নাম আছে বলেই তিনি খুনের সাথে যুক্ত এটা কি করে হয়।আর তর্কের খাতিরে যদি মেনেই নিই তাহলে তাকে খুন করে ফেলতে হবে।
ওই খুনের ঘটনায় ছয় জন গ্রেপ্তার হয়েছে তাহলে এই খুনের ঘটনায় কেন গ্রেপ্তার হবে না।যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে বিজেপি কার্যকর্তারা তাদের ধরে পুলিশ স্টেশনে পৌঁছে দেবে।
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন আমরা প্রস্তুত আছি এরকম ঘটনা আরো ঘটবে।যত তৃণমূলের পায়ের তলার মাটি সরবে।আরো মানসিক ভাবে প্রস্তুত থাকুন এই লড়াইয়ের শেষ এখানে নেই।লড়াই আরো চলবে।

প্রচ্ছন্ন সুরে হুমকি দিয়ে বলেন এই খুনের ঘটনায় তিন দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে গোঘাট এবং আরামবাগের অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু হবে।দলীয় ভাবে কথা হয়ে গেছে ।অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

wb_hgl_01_goghat_sayantan_vis_10007

B_1_সায়ান্তন বসু।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.