ETV Bharat / state

পঞ্চায়েত প্রধানকে একাধিক প্রতিশ্রুতি দিতে বাধ্য করল BJP - বিজেপি বিক্ষোভ

একাধিক দাবিতে গতকাল হুগলির পাণ্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েত অফিস ঘেরাও করে BJP কর্মী-সমর্থকরা ৷ বিক্ষোভের মুখে পড়ে দাবি দাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন বলে জানান পঞ্চায়েত প্রধান ৷

BJP agitation
বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Aug 18, 2020, 12:58 PM IST

পাণ্ডুয়া, 18 অগাস্ট : আমফানে ক্ষতিগ্রস্তদের তথ্য গোপনের অভিযোগের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজের ও মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও BJP-র ৷ বিক্ষোভ কর্মী-সমর্থকদের ৷ পাণ্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েত অফিসের ঘটনা ৷ বিক্ষোভের জেরে পঞ্চায়েত প্রধানকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করে BJP কর্মী-সমর্থকরা ৷

বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আসেন পঞ্চায়েত প্রধান ৷ তাদের দাবি দাওয়া মানার প্রতিশ্রুতি দেন ৷ BJP-র রণজিৎ বিশ্বাস বলেন, "100 দিনের কাজের ক্ষেত্রে কম মজুরি দেওয়া হচ্ছে ৷ আমরা দাবি করেছি 202 টাকা মজুরি দিতে হবে । এছাড়া বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে জব কার্ড দেওয়া হচ্ছে না । শ্রমিকদের জব কার্ডের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান । " পঞ্চায়েত প্রধানের প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা ৷

পঞ্চায়েত প্রধানকে একাধিক প্রতিশ্রুতি দিতে বাধ্য করল BJP

পঞ্চায়েত প্রধান কেষ্ট মালিকের বক্তব্য BJP-র তরফে তাঁকে একপ্রকার জোর করে প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয় । বলেন, "সামনের সপ্তাহ থেকে জব কার্ড দেওয়া হবে ৷ আমফানের তালিকা পেয়ে গেলে ঝুলিয়ে দেব, প্রতিশ্রুতি দিয়েছি ৷ ঝামেলা, ভাঙচুর এড়াতে তাদের কথা শুনেছি ৷ "

পাণ্ডুয়া, 18 অগাস্ট : আমফানে ক্ষতিগ্রস্তদের তথ্য গোপনের অভিযোগের পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজের ও মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও BJP-র ৷ বিক্ষোভ কর্মী-সমর্থকদের ৷ পাণ্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েত অফিসের ঘটনা ৷ বিক্ষোভের জেরে পঞ্চায়েত প্রধানকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করে BJP কর্মী-সমর্থকরা ৷

বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আসেন পঞ্চায়েত প্রধান ৷ তাদের দাবি দাওয়া মানার প্রতিশ্রুতি দেন ৷ BJP-র রণজিৎ বিশ্বাস বলেন, "100 দিনের কাজের ক্ষেত্রে কম মজুরি দেওয়া হচ্ছে ৷ আমরা দাবি করেছি 202 টাকা মজুরি দিতে হবে । এছাড়া বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে জব কার্ড দেওয়া হচ্ছে না । শ্রমিকদের জব কার্ডের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান । " পঞ্চায়েত প্রধানের প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় BJP কর্মী-সমর্থকরা ৷

পঞ্চায়েত প্রধানকে একাধিক প্রতিশ্রুতি দিতে বাধ্য করল BJP

পঞ্চায়েত প্রধান কেষ্ট মালিকের বক্তব্য BJP-র তরফে তাঁকে একপ্রকার জোর করে প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয় । বলেন, "সামনের সপ্তাহ থেকে জব কার্ড দেওয়া হবে ৷ আমফানের তালিকা পেয়ে গেলে ঝুলিয়ে দেব, প্রতিশ্রুতি দিয়েছি ৷ ঝামেলা, ভাঙচুর এড়াতে তাদের কথা শুনেছি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.