ETV Bharat / state

সঠিক রেশনের দাবিতে পথে নেমে বিক্ষোভ BJP-র - hoogly

শেওড়াফুলিতে সঠিক রেশনের দাবিতে পথে নেমে বিক্ষোভ BJP-র ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 2:06 PM IST

শেওড়ফুলি, 24 এপ্রিল : ন্যায্য রেশনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল BJP । শেওড়াফুলি G T রোডের উপর BJP-র প্রায় দশ জন পুরুষ ও মহিলা সমর্থক বিক্ষোভ করেন । তাঁদের দাবি গরিব মানুষ ঠিক মতো রেশন পাচ্ছে না । সেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে । পোস্টার হাতে স্লোগান দিতে থাকেন । আজ সকাল থেকেই বিক্ষোভ চলতে থাকে । লকডাউনে রাস্তায় বিক্ষোভের জন্য শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা । পরে বিশাল পুলিশবাহিনী এসে BJP কর্মীদের আটক করে নিয়ে যায় ।

শ্রীরামপুর BJP নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেশন দুর্নীতি যে হচ্ছে তা সবাই জানে । দুর্নীতিকে ঢাকার জন্য রাজ্য সরকার আজকে পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে । মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে কুপন পাচ্ছেনা । রাজ্য সরকার বলেছিল যাদের রেশন কার্ড নেই তাঁদের কুপন দেওয়া হবে ।কুপন না পাওয়ার জন্য দিনের পর দিন তাঁরা লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদেরকে কিছুজন সঙ্গে নিয়ে BJP-র কার্যকর্তা বাধ্য হয়ে রাস্তায় নামে । তাঁরা সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়েছিল । পুলিশ তাঁদের জোর করে ধাক্কা মেরে এক জায়গায় করে সামাজিক দূরত্ব নষ্ট করে দেয় । তাঁদের উপর অহেতুক দোষারোপ করে আটক করে । রেশন দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ।"

উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, "BJP নোংরা রাজনীতি তে নেমেছে । শেওড়াফুলি ঘটনা তার প্রমাণ। রাজ্যপাল BJP-র এজেন্ট হিসাবে কাজ করছে । কোরোনা নিয়ম মানা হচ্ছে না । আর এখানেই বলা হচ্ছে রাজ্যে লকডাউন মানা হচ্ছে না । BJP তো লক ডাউন মানছে না । "

শেওড়ফুলি, 24 এপ্রিল : ন্যায্য রেশনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল BJP । শেওড়াফুলি G T রোডের উপর BJP-র প্রায় দশ জন পুরুষ ও মহিলা সমর্থক বিক্ষোভ করেন । তাঁদের দাবি গরিব মানুষ ঠিক মতো রেশন পাচ্ছে না । সেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে । পোস্টার হাতে স্লোগান দিতে থাকেন । আজ সকাল থেকেই বিক্ষোভ চলতে থাকে । লকডাউনে রাস্তায় বিক্ষোভের জন্য শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা । পরে বিশাল পুলিশবাহিনী এসে BJP কর্মীদের আটক করে নিয়ে যায় ।

শ্রীরামপুর BJP নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, "সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেশন দুর্নীতি যে হচ্ছে তা সবাই জানে । দুর্নীতিকে ঢাকার জন্য রাজ্য সরকার আজকে পুলিশ প্রশাসনকে কাজে লাগাচ্ছে । মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে কুপন পাচ্ছেনা । রাজ্য সরকার বলেছিল যাদের রেশন কার্ড নেই তাঁদের কুপন দেওয়া হবে ।কুপন না পাওয়ার জন্য দিনের পর দিন তাঁরা লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদেরকে কিছুজন সঙ্গে নিয়ে BJP-র কার্যকর্তা বাধ্য হয়ে রাস্তায় নামে । তাঁরা সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়েছিল । পুলিশ তাঁদের জোর করে ধাক্কা মেরে এক জায়গায় করে সামাজিক দূরত্ব নষ্ট করে দেয় । তাঁদের উপর অহেতুক দোষারোপ করে আটক করে । রেশন দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ।"

উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, "BJP নোংরা রাজনীতি তে নেমেছে । শেওড়াফুলি ঘটনা তার প্রমাণ। রাজ্যপাল BJP-র এজেন্ট হিসাবে কাজ করছে । কোরোনা নিয়ম মানা হচ্ছে না । আর এখানেই বলা হচ্ছে রাজ্যে লকডাউন মানা হচ্ছে না । BJP তো লক ডাউন মানছে না । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.