ETV Bharat / state

Juggler Deepak Roy: জাগলিংয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের 3টি খেতাব জয় জাগলার দীপক রায়ের - জাগলিং

ফুটবল নিয়ে জাগলিংয়ের তিনটি বিভাগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন হুগলির ভদ্রেশ্বরের দীপক রায় (Juggler Deepak Roy) ৷ প্রতিকূলতাকে জয় করে এবার তাঁর লক্ষ্য বিশ্ব রেকর্ড তৈরি করা ৷ ফুটবলার থেকে জাগলার হয়েছেন ৷ ভদ্রেশ্বরের উদয়ন ব্যায়াম সমিতিতে জিমন্যাস্টিকের প্রশিক্ষণও নেন ৷

Juggler Deepak Roy ETV BHARAT
Juggler Deepak Roy
author img

By

Published : Feb 22, 2023, 8:37 PM IST

দীপকের জাগলিং

ভদ্রেশ্বর, 22 ফেব্রুয়ারি: ফুটবল খেলা প্রতি অসীম ভালোবাসা হুগলির ভদ্রেশ্বরের দীপক রায় ৷ তবে, নতুন কিছু করে দেখাতে চেয়েছিলেন তিনি ৷ তাই ফুটবল নিয়ে জাগলিং শুরু করেছিলেন ৷ এমনকি জিমন্যাস্টিক শুরু করেন ৷ সেখান থেকে জাগলিং (Juggling)-কে পেশাদার স্তরে গ্রহণ করেন দীপক রায় (Juggler Deepak Roy Wins India Book of Records) ৷ জাগলার দীপক রায় 3 বার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন ৷ এবার স্বপ্ন বিশ্ব স্তরে নিজের পরিচয় তৈরি করা ৷

দীপক রায় পেশায় চন্দননগর পৌরনিগমের পাম্পিং স্টেশনের পাম্প অপারেটর ৷ সেখানে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন ৷ বাকি সময়টা ফুটবল জাগলিংয়ের অনুশীলন করেন ৷ ভদ্রেশ্বর পৌরসভার মণ্ডল বাগানের বাসিন্দা দীপক রায় ফুটবল খেলার পাশাপাশি উদয়ন ব্যায়াম সমিতিতে জিমন্যাস্টিকের প্রশিক্ষণও নিতেন ৷ কিন্তু, নতুন কিছু করতে চাইছিলেন ৷ সেখান থেকে ফুটবল জাগলিং শুরু করার ভাবনা ৷ ফুটবল নিয়ে জাগলিং করার পাশাপাশি, বর্তমানে রিং ও আগুন নিয়েও জাগলিং করেন দীপক রায় ৷

ইতিমধ্যে তিনটি ইভেন্টে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন দীপক রায় ৷ 2020 সালে ফুটবল মাথায় নিয়ে সাইকেলে 14.9 কিলোমিটার রাস্তা পারি দিয়েছেন ৷ 2021 সালে বোতলের মাথায় ফুটবল নিয়ে 58 মিনিটের রেকর্ড আছে তাঁর ৷ ফুটবল মাথায় নিয়ে সাঁতার কাটার ক্ষেত্রে ওয়ার্ল্ড রেকর্ড আছে 20 মিনিটের ৷ কিন্তু, 2022 সালে 2 ঘণ্টা 40 মিনিট বল মাথায় নিয়ে সাঁতার কেটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন দীপক রায় ৷

আরও পড়ুন: জলপাইগুড়ির সাইতে চালু হচ্ছে জিমন্যাস্টিক প্রশিক্ষণ

তাঁর ইচ্ছে বিশ্ব রেকর্ড গড়ার জাগলিংয়ে ৷ তবে, তার জন্য আর্থিক খরচ প্রচুর ৷ তাঁকে সেই সাহায্য করার মতো কেউ নেই ৷ দীপক রায় চান তাঁর এই জাগলিংয়ের খেলায় সরকার বা কোনও ক্রীড়া সংগঠন আর্থিক সাহায্য় করুক ৷ তাঁর বিশ্বাস তাহলে বিশ্বস্তরে নিজের নাম প্রতিষ্ঠা করতে পারবেন ৷ তাই সরকারি স্বীকৃতির দাবি করছেন দীপক রায় ৷ দীপকের বাড়িতে তাঁর মা আছেন ৷ ছেলে ও মায়ের সংসারে দীপক রায় একাই রোজগার করেন ৷

দীপকের জাগলিং

ভদ্রেশ্বর, 22 ফেব্রুয়ারি: ফুটবল খেলা প্রতি অসীম ভালোবাসা হুগলির ভদ্রেশ্বরের দীপক রায় ৷ তবে, নতুন কিছু করে দেখাতে চেয়েছিলেন তিনি ৷ তাই ফুটবল নিয়ে জাগলিং শুরু করেছিলেন ৷ এমনকি জিমন্যাস্টিক শুরু করেন ৷ সেখান থেকে জাগলিং (Juggling)-কে পেশাদার স্তরে গ্রহণ করেন দীপক রায় (Juggler Deepak Roy Wins India Book of Records) ৷ জাগলার দীপক রায় 3 বার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন ৷ এবার স্বপ্ন বিশ্ব স্তরে নিজের পরিচয় তৈরি করা ৷

দীপক রায় পেশায় চন্দননগর পৌরনিগমের পাম্পিং স্টেশনের পাম্প অপারেটর ৷ সেখানে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন ৷ বাকি সময়টা ফুটবল জাগলিংয়ের অনুশীলন করেন ৷ ভদ্রেশ্বর পৌরসভার মণ্ডল বাগানের বাসিন্দা দীপক রায় ফুটবল খেলার পাশাপাশি উদয়ন ব্যায়াম সমিতিতে জিমন্যাস্টিকের প্রশিক্ষণও নিতেন ৷ কিন্তু, নতুন কিছু করতে চাইছিলেন ৷ সেখান থেকে ফুটবল জাগলিং শুরু করার ভাবনা ৷ ফুটবল নিয়ে জাগলিং করার পাশাপাশি, বর্তমানে রিং ও আগুন নিয়েও জাগলিং করেন দীপক রায় ৷

ইতিমধ্যে তিনটি ইভেন্টে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন দীপক রায় ৷ 2020 সালে ফুটবল মাথায় নিয়ে সাইকেলে 14.9 কিলোমিটার রাস্তা পারি দিয়েছেন ৷ 2021 সালে বোতলের মাথায় ফুটবল নিয়ে 58 মিনিটের রেকর্ড আছে তাঁর ৷ ফুটবল মাথায় নিয়ে সাঁতার কাটার ক্ষেত্রে ওয়ার্ল্ড রেকর্ড আছে 20 মিনিটের ৷ কিন্তু, 2022 সালে 2 ঘণ্টা 40 মিনিট বল মাথায় নিয়ে সাঁতার কেটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছেন দীপক রায় ৷

আরও পড়ুন: জলপাইগুড়ির সাইতে চালু হচ্ছে জিমন্যাস্টিক প্রশিক্ষণ

তাঁর ইচ্ছে বিশ্ব রেকর্ড গড়ার জাগলিংয়ে ৷ তবে, তার জন্য আর্থিক খরচ প্রচুর ৷ তাঁকে সেই সাহায্য করার মতো কেউ নেই ৷ দীপক রায় চান তাঁর এই জাগলিংয়ের খেলায় সরকার বা কোনও ক্রীড়া সংগঠন আর্থিক সাহায্য় করুক ৷ তাঁর বিশ্বাস তাহলে বিশ্বস্তরে নিজের নাম প্রতিষ্ঠা করতে পারবেন ৷ তাই সরকারি স্বীকৃতির দাবি করছেন দীপক রায় ৷ দীপকের বাড়িতে তাঁর মা আছেন ৷ ছেলে ও মায়ের সংসারে দীপক রায় একাই রোজগার করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.